নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন সরকারের উচিত দ্রুত মেট্রো স্টেশন মেরামতের কাজ শুরু করা। এবং হাসিনার ২৫০ কোটি টাকার ফর্দ আর ১ এক বছর সময় হাতে ধরিয়ে দেয়া স্টেশন মেরামতে কত টাকা এবং কত সময় খরচ হয় সেটা দেখা। আমরা তো দেখেছি, একটা মেট্রো স্টেশনে কী কী থাকে।
কয়ডা কম্পিউটার, টিকেট কাটার মেশিন, গেইট, এবং গ্লাস ভাংচুর হইছে, আমার এক কলিগকে (আইটি) সাথে নিয়ে হিসেব করে দেখলাম মাত্র কয়েক কোটি টাকা লাগতে পারে এগুলো মেরামতে। আর সময়ের বিষয়টি হিসেব করা যায়নি। তবে ১ বছর লাগার কথা না। ২৫০ কোটি টাকা আর ১ বছর সময় কম কথা না।
২| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
নতুন বলেছেন: ভালো ডাইনামিক কয়েকজন ইন্জিনিয়ারকে দায়ীত্ব দিক, কয়েক সপ্তাহ লাগবে চালু করতে।
বিকল্প পদ্বতীতে চালু করবে এবং ভাঙ্গা যন্ত্রগুলি অর্ডার করুক। চলে আসলে আগের মতন সব চলবে।
ইচ্ছা থাকলেই উপায় হয়।
৩| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১১
পারস্যের রাজপুত্র বলেছেন: ইচ্ছা থাকলেই উপায় হয়
৪| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
জটিল ভাই বলেছেন:
এমডি সাহেব লোক হিসেবে কেমন?
৫| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬
নাহল তরকারি বলেছেন: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই।
৬| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫০
রিফাত হোসেন বলেছেন: শুরু হয়ে গিয়েছে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা!!!
আগে ছিল হাসিনার হস্তক্ষেপ কামনা, এখন শুরু হয়েছে আরেকজনের।
সরকার যে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিবে, সেই ব্যক্তি/প্রকৌশলীর হস্তক্ষেপ চাইলে চাওয়াটা সঠিক হতে পারে।
আমাদের কথায় কথায় প্রধানমন্ত্রীর সহযোগিতা চাওয়া বন্ধ করতে হবে। উনি সবই সিদ্ধান্ত নিলে, বাকিরা আছে কি জন্য?
৭| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১৭
করুণাধারা বলেছেন: কাজি পাড়া আর মিরপুর ১০, এই দুইটা স্টেশন মিলে টিকেট বুথ ষোলটা আর কার্ড টাচ করে ঢোকা বেরোনোর গেট বিশটি। এগুলো মেরামত করতে ৫৫০ কোটি টাকা লাগবে মোট!! এটা ঐ রূপপুরে বালিশ তোলার মতো হিসাব!!
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩
পবন সরকার বলেছেন: বড় জোর তিন মাস সময় লাগতে পারে, কারণ স্থাপনা তো আর নতুন করে বানাতে হবে না শুধু পুরে যাওয়া জিনিষপত্র পুনস্থাপন করতে হবে।