নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অধিকার বঞ্চিত পৃথিবীর উত্তরাধীকারি

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন

অপরিপক্ক কৃষক

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন › বিস্তারিত পোস্টঃ

রোকেয়া প্রাচীকে গ্রেফতার করুন।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩



বাক স্বাধীনতার অধিকার সকলেরই আছে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা বললেও চুপ থাকতে হবে। রাষ্ট্র এই অধিকার কাউকে দেয়নি। এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। সুতরাং অতিদ্রুত রোকেয়া প্রাচীকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার দায়ে বিচার করা হোক। ভারতীয় মিডিয়াকে দেয়া এই দালাল মহিলার মিথ্যাচার দেখুন।

১.সমগ্র ঢাকা শহরে প্রতিটা বাড়ীতে বাড়ীতে লুটপাট হয়েছে।

২. সমগ্র দেশে সকল হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়েছে।

৩. ১৫ই আগষ্ট মেয়েদের গায়ে হাত দেয়া হয়েছে (এখানে বলে রাখা দরকার, ১৫ই আগষ্ট নয়, ১৫ই জুলাইতে ছাত্রলীগ সন্ত্রাসীরা মেয়েদের গায়ে হাত তুলেছে)

৪. রোকেয়া প্রাচীর বরাতে ভারতীয় মিডিয়া বলেছে, ঢাকা শহরে নাকি নারীদের বিবস্ত্র করা হয়েছে।


ভিডিওঃ ভারতীয় মিডিয়াকে দেওয়া রোকেয়া প্রাচীর সাক্ষাৎকার।


ছবিঃ ছাত্রলীগ সন্ত্রাসীদের নারীদের গায়ে হাত দেয়ার চিত্র।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

প্রহররাজা বলেছেন: গুজব না রটিয়ে উনি যে বলছেন তার প্রমান দেন। আবার কোন অনলাইন পত্রিকার লিংক দিয়েন না। উনার লিখিত বক্তব্য অথবা ভিডিও দেন। প্রমান না দিতে পারলে ক্ষমা চান।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এখানে ক্লিক করে ইন্ডিয়ার মিডিয়াকে দেওয়া রোকেয়া প্রাচীর সাক্ষাৎকার শুনুন এবং দেখুন।

২| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাষ্ট্র দ্রোহীতা করে থাকলে তাকে আইনের আওতায় আনা উচিত।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




অবশ্যই

৩| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৫

বাউন্ডেলে বলেছেন:

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



এই নিন প্রমান, এখানে ক্লিক করে ভারতীয় মিডিয়াকে দেওয়া রোকেয়া প্রাচীর সাক্ষাৎকার শুনুন এবং দেখুন।

৪| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

পদ্মপুকুর বলেছেন: @ প্রহররাজা। এই যে লিংক দিলাম, দেখে নিন।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ধন্যবাদ

৫| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

অধীতি বলেছেন: ভারতের আজ টক বাংলা নামক একটা উগ্র মোদির দালাল মিডিয়ার কাছে যেভাবে কেঁদে কেঁদে বল্ল, রাগে পুরোটা দেখার ধৈর্য্যই হয়নি।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এই রাষ্ট্রদ্রোহী ভারতের দালালকে এখুনি গ্রেফতার করা দরকার।

৬| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:

একদল পাহারা দেওয়ার নাটক করবে, আরেকদল হামলা করবে, আরেকদল সেটা ধামাপাচা দিবে।
এর পরও যদি কোনো কিছু কোনভাবে ইন্টারনেটের মাধ্যমে জনসম্মুখে আসে তাহলে সেটাকে গুজব, ভুয়া, মিথ্যাচার বলে উড়িয়ে দিবে। নতুবা মগস্ত বলবে এসব ঘাপটি মারা ছাত্রলীগের কাজ।
তাতেও যদি ব্যার্থ হয় তাহলে বলবে "আওয়ামীলীগ আগে করতো তাই এমন করছে" এই বলে জাস্টিফাই করবে। সব উম্মচিত করে দিলেও এইসব কথিত মেধাবিরা "অন্যায়" স্বীকার করবে না।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমি মনে করি বাংলাদেশে সংখ্যালঘু শব্দটাই থাকা উচিত না। এদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, চাকামা, মারমা, সহ যারা আছে আমরা প্রত্যেকেই বাংলাদেশি। আমি সকলের মানবাধিকার রক্ষার পক্ষে। সেদিন ঢাকায় হিন্দু ব্যানারে জমায়েত নিয়ে একটা পোস্ট নিয়ে আমার সাবেক রুমমেট সঞ্জয় দাদার সাথে আমার কথা হয়। উনার সাথে কথা শেষ করে আমি বাংলাদেশে ২০২৪'এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হিন্দুেদের উপর আক্রমণের বিষয়ে ডিটেইল খোঁজ নেয়ার চেষ্টা করি। কিন্তু যা পাই মোটাদাগে তা হলো,
১. হামলা হয়েছে মূলত সৈরাচার আওয়ামী দোসরদের উপর, এদের মধ্যে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা নিজেদের ধর্মীয় পরিচয়কে ব্যবাহার করছে, অথচ আক্রান্ত হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে।
২. মন্দিরে হামলা বা হামলার চেষ্টাকারী যাদের আটক করা গেছে তারা স্বীকার করছে, আওয়ামিলীগ নেতারাই টাকা দিয়ে তাদের পাঠিয়েছে।
কেউ কেউ বলছে, আওয়ামিলীগ এখন দৌড়ের উপর আছে তারা কীভাবে হামলা করবে। অথচ আটককৃতদের স্বীকারোক্তি হতে দেখা যাচ্ছে আওয়ামিলীগ নেতারাই আত্মগোপনে থেকে অর্থের বিনিময়ে এসব করাচ্ছে।

আচ্ছা, হিন্দুদের উপর হামলা হলে লাভ কার? নিশ্চয়ই আওয়ামিলীগ এবং ভারতের। এরা বহির্বিশ্বকে দেখাতে পারবে যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ফলে আওয়ামিলীগকে দিয়ে বাংলাদেশে হস্তক্ষেপের একটা সুযোগ পেয়ে যাবে।

তাছাড়া আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি, সৈরাচার পতনের আন্দোলনে যুক্ত সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা হিন্দুদের রক্ষায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সরকারও হিন্দুদের রক্ষায় বদ্ধপরিকর। এমতাবস্থায় সরকার এবং রাজনৈতিক দল সমূহকে সহায়তা না করে রাস্তায় নেমে তারা তো সেই আওয়ামিলীগের পার্পাসই সার্ফ করছে, যেই আওয়ামিলীগ আত্মগোপনে থেকে অর্থের বিনিময়ে হিন্দুদের সম্পদ নষ্টের চেষ্টা করছে। হিন্দুদের পদক্ষেপ নিতে হবে, তারা কি নিজেদের স্বার্থ রক্ষা করবে নাকি নিজের ক্ষতি করে আওয়ামী স্বার্থ রক্ষায় ব্যাবহৃত হবে।
ভিডিওতে দেখলাম হিন্দু ভাইদের আন্দোলনে অংশগ্রহণ করা কিছু ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কোথায় ক্ষতিগ্রস্ত হইছেন বা আপনার জানা কোন ঘটনা বলেন, তারা কোন উত্তর বা নিদ্রিষ্ট কোন ঠিকানা দিতে পারেনি।
অনেক হয়েছে, আমরা আর ধর্মীয় হানা হানির দেশ দেখতে চাই না। সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এজন্যই দেশের সাধারণ জনতা এমনকি এবং ইসলামিক দলগুলোও হিন্দুদের রক্ষায় এগিয়ে এসেছে।
দেখুন মৌলবাদী ট্যাগ ব্যাবহার করে হিন্দু নির্যাতনের বিষয়টি একটি জুজু। ইউরোপীয়ানরা আফ্রিকা, আমেরিকা, ওশানিয়া সহ যেখানেই গিয়েছে সেখানেই খৃষ্টান ধর্ম দিয়ে পূর্বের ধর্ম বিলুপ্ত করেছে। আজ সেসব মহাদেশ জুড়ে খৃষ্টান ধর্মই সংখ্যাগরিষ্ট। এক্ষেত্রে তারা রাষ্ট্রীয় ভাবে বল প্রযোগ করে বলেছে, খৃষ্টান ধর্ম গ্রহণ না করলে দেশ ছাড়ো না হয় গর্দান দেও। কিন্তু মুসলমান শতশত বছর ভারত শাসন করলেও হিন্দু ধর্মেই ভারতে সংখ্যাগরিষ্ট। আঠারোশো শতকের ইউরোপীয়রা কিছুটা সভ্য হয়েছিল, সেসময় তারা ভীতি দেখি ধর্মান্তরের পরিবর্তে, প্রচার এবং অর্থের লোভ দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করেছে। কিস্তু মধ্যযুগে মুসলমানদের পরিবর্তে যদি মধ্যযুগীয় বর্বর ইউরোপীয়রা ভারত শাসন করতো তবে ভারত আজ খৃষ্টান রাষ্ট্র থাকতো। কারন ঐ সময় তারা বিভিন্ন মহাদেশ দখল করে তলোয়ার দিয়ে মানুষকে ধর্মান্তরিত করেছে। যেহেতু বর্তমান বিশ্ব তারাই শাসন করছে, তাই মধ্যযুগকে অন্ধকার যুগ আখ্যায়িত করে তাদের ঐ সময়কার ইতিহাস অন্ধকারে চাপা দিয়ে লোকচক্ষুর আড়াল করার চেষ্টা করেছে। সত্যেন সেনের বই পইড়েন, মুসমানরা বরং ভারতকে ইউরোপীয়দের হাত থেকে রক্ষা করেছে।

দেখুন হিন্দু, খৃষ্টান, বৌদ্ধ বা কোন ধর্মের সাথে মুসলমানের কোন কনফ্লিক্ট নাই, মুসলমানদের টার্গেট হলো পশ্চিমা বিশ্বব্যাবস্থা। এই পশ্চিমা ব্যাবস্থার দোসর মিডিয়াই জুজুর ভয় দেখিয়ে মুসলমানকে বিভিন্ন ধর্মের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়েছে। হিন্দু ভাইদের বলবো এদেশের মুসলমানরা বরং চায় আপনাদের রক্ষা করতে, সেটা আপনারা ক'দিন যাবৎ দেখতেও পাচ্ছেন। আপনারা বরং সেই রাজনৈতিক শক্তির হাতে ব্যাবহৃত হচ্ছেন, যারা আপনাদের ক্ষতি করে বহির্বিশ্বের নিকট হতে রাজনৈতিক ফায়দা নিতে চায়। আপনাদের উচিৎ হবে সেই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যে সরকার এবং জনতা আপনাদের রক্ষার এগিয়ে আসছে, তাদের সাথে যুক্ত হয়ে পরাজিত শক্তির চক্রান্ত রুখে দেয়া।

৭| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই নটীকে আইনের আওতায় আনা জরুরী এবং এর বিরুদ্ধে দেশদ্রেহিতার মামলা করা উচি সরকারের।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এই মহিলা বাহিরে থাকলে রাষ্ট্রের নিরাপত্তা শঙ্কা আছে।

৮| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২

প্রহররাজা বলেছেন: পদ্মপুকুর বলেছেন: @ প্রহররাজা। এই যে লিংক দিলাম, দেখে নিন---আপনি উনার বক্তব্য বিকৃত করে প্রচার করছেন। গ্রামের মানুষের কোন কাজ না থাকলে যা হয় আর কি। লজ্জা থাকলে ক্ষমা চান।

১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ভিডিও আছে, দেখে নিন। চোখ কান নাই আপনার?

৯| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৫

প্রহররাজা বলেছেন: লেখক বলেছেন: ভিডিও আছে, দেখে নিন। চোখ কান নাই আপনার----
আপনার আইকিউ বাড়ান। উনি যা বলেন নাই তা আপনি পোষ্টে লিখসেন। মাপ চান। টিপিক্যাল গ্রামের মানুষ আপনি।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




কি বলতে চান ডায়রেক্ট বলুন।

১০| ১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬

এক্সম্যান বলেছেন: আমি হাসান কালবৈশাখীর মন্তব্য পড়তে আসলাম। হাসান কালবৈশাখী আর এই মহিলা একই ক্যাটেগরির।

১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১২

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এ আরও মহিলা বেশী ধূর্ত।

১১| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:২১

বাকপ্রবাস বলেছেন: হেতিরে আয়না ঘরে রাখা উচিত

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমরা হাসিনা না

১২| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫২

মেঠোপথ২৩ বলেছেন: এইসব মিথ্যাাদী , চাটূকারদের আপাতত শুধু বয়কট করুন। কোণ প্রকার এটেনশন দেয়ার একেবারেই দরকার নাই। এরা চাইছেই এদের নিয়ে মানুষ চিল্লাপাল্ললা করুক, গ্রেফতার করুক ।তাহলে একটা অরাজকতা তৈ্রী করার সুযোগ পাওয়া যাবে। । এদের এই নোংরা ফাদে কোণভাবেই পা দেয়া যাবে না এখন সবার একটু ধৈর্য ধরতে হবে। জাতিসংঘের তত্ববধানে বিচারকার্য শুরু হলেই দেখবেন এরা সব ভোজভাজির মত উধাও হয়ে গেছে।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




তা ঠিক।

১৩| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৫

অক্পটে বলেছেন: ৫০ বছর আগে শেখ মরেছে তার জন্য এত মায়া কান্না, সেই শেেখের মেয়ে যে এতগুলো মায়ের বুক খালি করল তারজন্য তোর কান্না এলনা। ওকে এখনো ধরেনাই কেন সরকার।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এরা মূলত ভণ্ড

১৪| ১৯ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৭

নয়া পাঠক বলেছেন: শুধু উনাকে নয়, সাথে উনার দোসর আরো অনেকে রয়েছেন, যারা অনলাইন, অফলাইন, ব্লগ, পত্রিকা, ইউটিউব বিভিন্ন স্থানে যেভাবে পারছে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন। সহমত জ্ঞাপন করছি, সেই সাথে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই ব্লগে তাদের দোসর যারা তাদের পক্ষে সাফাই গাইছে তাদের জন্য।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




এরা আওয়ামী হতাশা লীগ

১৫| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৭

অস্বাধীন মানুষ বলেছেন: এরা যে আওমীলিগ আমলে কত ফয়দা লুঠেচ্ছে তা এই মহিলার বক্তব্য শুনলেই বোঝা
জালে ধরা পরবে তবে আমাদের সকলের একটু ধৈর্য ধরতে হবে । এরা চাচ্ছে এখন কোনো
ভাবে যদি একটা ঝামেলা করে দেশ বিদেশের কাছে তুলে ধরার জন্য বা আন্দোলনকে প্রশ্ন
বিদ্ধ করার জন্য। তাই আমাদের কারোরই মাথা গরম করা উচিত হবে না।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




ওকে

১৬| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০০

কাঁউটাল বলেছেন: অস্বাধীন মানুষ বলেছেন: এরা চাচ্ছে এখন কোনো ভাবে যদি একটা ঝামেলা করে দেশ বিদেশের কাছে তুলে ধরার জন্য বা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। তাই আমাদের কারোরই মাথা গরম করা উচিত হবে না।

সহমত

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



আমিও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.