নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৷
র্যাব পুলিশ যা করেছে তা দেখে কিছুতেই এটা বলার সুযোগ নেই যে তারা ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কেবল ওপরের হুকুম পালন করেছে।
কারণ তারা কেবল আন্দোলন দমন করেই সন্তুষ্ট ছিলো না। তারা ঠান্ডা মাথায় হত্যাযজ্ঞে মেতে উঠেছিলো।
এমনকি তারা কেবল হত্যাযজ্ঞ করেই ক্ষান্ত ছিল না, তারা নির্মম নৃশংস ও পৈশাচিকভাবে হত্যা করতে চেয়েছে।
এমনকি তারা নির্মম নৃশংসতা করেই ক্ষান্ত হয়নি, তারা আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়েছে।
শুধু চিকিৎসা নিতে বাধা দিয়েই ক্ষান্ত হয়নি, যারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে তাদের উপরও আক্রমণ করেছে।
যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এক রিকশাওয়ালা ভদ্রলোক ফ্রিতে আ-হ-তদের হস-পিটালে নিয়ে আসতেন। এটি আইডেন্টিফাই করার পর পুলিশ রিকশাওয়ালা ভদ্রলোককে জুলাইয়ের শেষদিকে আ-ট-ক করে।
রিকশাওয়ালা তখন বলেন, স্যার আমাকে মা-ইরে/ন না, আমার বউটা পো-য়া-তি। পুলিশ তখন বলেছে, তাহলে তোরে জানে মা/র-মু না, কিন্তু গু/লি তোর খাইতেই হবে। কই খা-বি বল?
পুলিশ গু/লি করে উনার দুই পা একদম ঝাঁ/ঝ-রা করে দিয়েছে। উনি অনাবিল হস-পিটালে ভর্তি ছিলেন। পা দুইটা পঁচে গিয়েছে। এই ঘটনা বর্ণনা করার সময় অনাবিল হস-পিটালের ইনচার্জ বারবার থেমে যাচ্ছিলেন, চোখ মুছছিলেন।
প্রশাসন কার্যকর রাখতে গিয়ে যদি সরকার এদের বিচারের কথা এড়িয়ে যায়, তবে এই সরকারকে সন্দেহ করুন। সে যে আরও শক্তিশালী হাসিনা হয়ে উঠবে না তার কোনো গ্যারান্টি নেই।
সময় প্রয়োজন সেটা স্বীকার করি, তবে আমাদের বিশ্বাস করাতে হবে যে আপনি সময় চাচ্ছেন, ভুলে যাওয়ার জন্য কালক্ষেপণ করছেন না!
লেখা: আহাম্মেদ রফিক।
ছবি: প্রতিকি।
২| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৩
মিথমেকার বলেছেন: এইসব পুলিশ বেশির ভাগই ছাত্রলীগ থেকে সরাসরি নিয়োগ প্রাপ্ত। এদের সদারণ নিরস্ত্র মানুষের ওপর গুলি চালাতে একটুও হাত কাপে না! এদের বিচার করতেই হবে।
৩| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫
নতুন নকিব বলেছেন:
এই ধরণের ভয়ঙ্কর অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে।
৪| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২
ঊণকৌটী বলেছেন: এইগুলা কি সত্যি সত্যি হয়েছে ? প্রমাণ পেয়েছেন! না গুজব
৫| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: ঠান্ডা মাথা যারা এভাবে অন্যায় অত্যাচার করেছে, মানুষ হত্যা করেছে, আমার মতে তাদেরকে একই ধরনের শাস্তি ফিরিয়ে দেয়া উচিত। নির্মমতার সীমা ছাঁড়িয়ে গেছে কিছু মানুষরুপী দলীয় চামচা এদেরকে পৃথিবীর বুক থেকে স্থায়ীভাবে সরিয়ে দেয়া উচিত।
৬| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশের একটা অংশের নিয়োগ সরাসরি ছাত্রলীগ কোটার মাধ্যমে হয়েছে। একারণেই আন্দোলন দমাতে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বৈধ এবং অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালিয়ে গেছে। পরে জনতাও ছাড়েনি ওদের। মেরে লাশ ঝুলিয়ে রেখেছে প্রকাশ্য স্থানে। যেমন কর্ম তেমন ফল।
পুলিশ এখন মায়া কান্না করছে আর বলছে যে তাদের দোষ নাই। সব দোষ ওদের বসদের। ওদের বিচার করা যাবে না বরং ওদের দাবি মানতে হবে।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: দোষীদের বিচার করতেই হবে।