নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের অফিস রুমের পেছনে পাওয়া গেল, গোপন কক্ষ। সেই কক্ষে পাওয়া গেল খাট, প্রেগনেন্সি কিট এবং লুব্রিকেটিং অয়েল। মাদ্রাসা পড়ুয়া এবং ভুয়া ডক্টরেটধারী রবীন্দ্রনাথ রায় এবং মালা খান খাটে শুয়ে লুব্রিকেটিং অয়েল দিয়ে কী গবেষণা করতো, এবং এরপর প্রেগন্যান্সি টেস্টকিট দিয়ে কী করতো তা জানতে পুরো ভিডিওটা দেখুন।
চিন্তা করেন এই রকম ভয়ংকর দৃশ্য যে দেশের সে দেশের বুদ্ধিজীবিদের আলোচনার বিষয়, রাজাকার, মৌলবাদী, ব্লা ব্লা ব্লা। যদি ভিডিওটা প্লে না হয়, তাহলে এখানে ক্লিক করুন
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
না। পোগোতিশীল সেকুলার বাঙ্গু বুদ্ধিজীবীদের মতো আকামকারীর মাধ্যমে আকামকারীর শিক্ষা প্রতিষ্ঠানকে এক্সপোজ করতে চাই। এটলিস্ট একটা ব্যালেন্স হোক, কী বলেন?
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
তেলাপোকা রোমেন বলেছেন: এর মধ্যে মাদ্রাসা টাইনা আইনা কি বোঝাইতে চাইলেন? মানে মাদ্রাসার হুজুরেরা পায়ুপথে সংগম করে সেইটার বৈধতা দিলেন?