নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অআকখ

সাদমান সাকিল

আমি মানুষ নই, দেবতাও নই, পশুও নই।

সাদমান সাকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা...শূণ্যের শূণ্যতা

৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:০২


...কবিতা...
..শূণ্যের শূণ্যতা..
লিখাঃ সাদমান সাকিল
-----------------------
তুলেতুলে মনে কঠিন কষ্টরা হেঁটে যায়
লকলকে ঘৃণা সরিসৃপ হয়ে পড়ে সহসা
নকল প্রেম ভনিতা করে সুদূর থেকে
জেগে উঠে নতুন বিরহী কবিতা।
ঠিক কতকাল আগে এসেছিল সে?
কত কাল পরে সে চলে গেল?
ঠিক কতকাল আগে এনেছিল তাকে মন?
কত কাল পরে ঠেলে দিলাম দূরে?
শীতল চিন্তারা উষ্ণতা পায় হঠাৎ
ধর ধর করে ঘামতে থাকে কায়া
অপলক স্তব্ধতা চোখেমুখে শুধু
আমি কষ্ট কি পেয়েছি কোনো?
আমি কষ্ট পেতে ভালবাসি
আমি কান্না পেতে ভালবাসি
আমি দূরে ঠেলে দিতে ভালবাসি
অবিচলতায় কখনো কখনো
ফুলের বাগানে ভ্রমর আসে
মধু খেয়ে যায় মাঝে মাঝে
কিছু নিষ্পাপ ফুল অপবিত্র হয়
পাপী মৌমাছিরা হয় পুলকিত।
রুগ্ন টিয়াপাখি পবিত্রতা নিয়ে কাছে আসে
পঙ্কিল ফুলেরা ঠেলে ফেলে দেয় দূরে
অবাক বিস্ময়ে তাকিয়ে সে দেখে
অশেষ দুঃখে সে খানিক হাসে!
আকাশের চাঁদ আজ নেই আকাশে
টুকরো টুকরো চাঁদ আজ ভাসে বাতাসে
আমি জ্বরে-পুড়ে মরি শুধু শুধু বেদনায়
আমাকে দেখতে আজ কে আর আসে

FB ID : http://www.facebook.com/sadmansakil

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.