নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্স। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টর (সচিব) এর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷বর্তমানে সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন।

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

মানবী

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭

মানবী

কাজী সায়েমুজ্জামান



সুন্দরী কার চুলের খোপায় দুলছে হলুদ জারবেরা

মুক্ত আকাশ বিশাল উদার তারার মেলা চাঁদ ঘেরা।

হাতের মুঠো জোৎস্না ভরা উতলে উঠে ফুল কানন

কার ছোঁয়ায় বিজলী ডাকে চমকে ওঠে মন আনন।



বৃষ্টি নামে অঝোর ধারায় এমনি ভরা সন্ধ্যা জুড়ে,

শিশির মুগ্ধ সকাল আসে পুরান বিশাল রাত ঘুরে।

বেহিসাবী ভাবনারা সব পথ খুজেঁ পায় সুরের টান

কার মায়ায় হাত বাড়ালেই শীতল ছায়া অন্ত:প্রাণ।



প্রাণটা খুলে বলতে পারি আমার তুমি-ছবির হাটে

যার কারণে আমার আমি সময় এত ভালো কাটে।

অনুভবে আর কিছু নয় একটিই নীরব প্রশ্ন জাগে

তোমার চোখে দৃষ্টি দিয়ে বুকটা কেন শূণ্য লাগে।



শেষে এমন বিধির বিধান একে বলে ভাগ্যলেখা

হে মানবী তোমার সাথে আগে কেন হয়নি দেখা।



চুয়াডাঙ্গা, ২০ জুন, ২০১৩

রাত ১১: ৩০ মিনিট।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৪

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন হয়েছে। গদ্য আব্যের দিকে মনোযোগ দিন। ভালো করবেন।

০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৬

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

সায়েমুজজ্জামান বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.