নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেতনায় মুক্তিযোদ্ধা

সায়েমুজজ্জামান

কাজী সায়েমুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। জন্ম ১৯৮১ সালে চট্টগ্রাম শহরের দামপাড়ায়। তার পূর্বপুরুষ ছিলেন দক্ষিণাঞ্চলের বাউফলের ঐতিহ্যবাহী জমিদার কাজী পরিবার। ছাত্রজীবন থেকেই লেখালেখিতে হাতে খড়ি। তবে ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তিনি যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। ২০০৪ সালে তিনি দৈনিক মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পরে ইংরেজী দৈনিক নিউ এজ এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য হিসেবে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রেক্টরের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের সংস্থা ইউএনডিপিতে লিয়েনে চাকরি করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। সর্বশেষ শিল্প সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷ বর্তমানে দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপ নিয়ে কিউং হি বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড পলিসি বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি বাংলা ছাড়াও ইংরেজী, আরবী, উর্দ্দু ও হিন্দী ভাষা জানেন। ছোটবেলা থেকেই কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে পরিচিত ছিলেন।

সায়েমুজজ্জামান › বিস্তারিত পোস্টঃ

আত্মসমর্পণ

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪২

কোন একদিন পিছু ফিরে চেয়ে দেখি- হে মহিয়ান,
আমার ফেলে আসা পদচিহ্নে শুধু ভুলের খতিয়ান।
আমাকে ঘিরে আছে কত মহাকালের অভিশাপ,
অামার অস্তিত্বে জমেছে বড় পাহাড়ের মতো পাপ।
বোধগুলো সব কত গভীরে হারিয়েছে গিরি খাদে
আলেয়ার মোহে বন্দী রয়েছি হাজারও অপরাধে।
নিজের ভেতরে আর কিছু নেই; কেবলই সর্বনাশ,
বিষাক্ত অনুভবে তৃষ্ণার্ত আত্মায় জীবানুর বসবাস।
অন্ধকারের পথে অহর্নিশ হেটে যাই পথ জানা নেই
ক্ষমার অধিকার হারিয়েছি কবে নিজের অজান্তেই।
প্রায়শ্চিত্য দিতে পারো প্রভু কখনোই দিওনা দয়া,
আমাকে করে রেখ ক্ষমাবঞ্চিত অচ্ছুৎ আর অপয়া।
নিজের সাথে নিজের কৃত সকল অপরাধের দায়,
জোড় হাতে সরল স্বীকারোক্তি করছি নির্দ্বিধায়।
অবনত মাথা ধুলায় লজ্জিত দুইচোখে ভরা জল,
তোমার দরবারে দাড়ানোর এই আমার সম্বল।
ক্ষমা চাওয়ার ধৃষ্টতা নেই; তবুও বেহায়া এই মন,
খোদা, তোমার পায়ে সবশেষে করি আত্মসমর্পণ।

বিয়াম ফাউন্ডেশন, ঢাকা।
২০/০৭/২০১৬. সময় রাত ১২.০১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: আল্লাহ অবশ্যই ক্ষমাশীল

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৭

সায়েমুজজ্জামান বলেছেন: অবশ্যই অাল্লাহ ক্ষমাশীল দয়াবান৷

২| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

আশাবাদী মানুষ বলেছেন: খুবই ভালো লাগল। এই প্রার্থনা

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৭

সায়েমুজজ্জামান বলেছেন: ধন্যবাদ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.