নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসের প্রতিচ্ছবি

মহা- প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন, আমি ধ্বংস!

ঘুমন্ত রাজকুমার

আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।

ঘুমন্ত রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

সাইদীসংগীত (শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য) :p :D

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

যখন চলবে না মোর

লম্বা মেশিন এই খাটে,

আসবে না মোর

টিয়া উড়ে শর্টকাটে।

পুতিয়ে যাবে খেলাধূলা,

নেতিয়ে যাব গো;

মিটিয়ে দেব দেনা-টেনা,

উড়ে যাবে ময়না-টিয়া ঐ

বনে –

তখন আমায় নাই

বা ফোনে রাখলে,

টেবিলমাঝে শুয়ে শুয়ে নাই

বা আমায় ডাকলে! :D



যখন থাকবে না তেজ

মেশিনখানার রগগুলায়,

নাতনিটারে করবে দখল

মগবাজারের ঠগগুলায়!

তখন আমায় নাই

বা ফোনে রাখলে,

লৈট্টাফিশের সালুন রেঁধে নাই

বা আমায় ডাকলে!



এখন এমনি করেই হবে ফাঁসি এইদেশে,

একাত্তরে আকাম করে এমনকরে যাই ফেঁসে;

চলবে না পান, চলবে না কাজ

বীরবেশে;

হায় কলিজু, ও কলিজু, আমার

ফাঁসি দ্যাখ্ এসে!



যখন চলবে না মোর

লম্বা মেশিন এই খাটে,

আসবে না মোর

টিয়া উড়ে শর্টকাটে।:)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ভবঘুরে তৌহিদ বলেছেন: আগে কোথায় যেন পড়েছি।
কপি।।।

২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

বাধা মানিনা বলেছেন: জাষ্ট লোল

৩| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অশান্ত পৃথিবী বলেছেন: !:#P !:#P !:#P :-P :-P

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আখতারুজ্জামান আজাদ ফিচারিং :| :| :-B :-B :-B

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

ঘুমন্ত রাজকুমার বলেছেন: টাইপিং মিসটেক।হে হে হে। :D :)

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪২

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: https://soundcloud.com/delawar-saidi

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

কৃষি এবং কৃষক বলেছেন: লোল

৮| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪২

রিওমারে বলেছেন: সাইদীরে জেলে কি এই সংগীত শোনানো হয়??

৯| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০

ঘুমন্ত রাজকুমার বলেছেন: জ্বী।এইডা সাইদীর খুব ফেবারিট একটা ট্রাক। :D :D

১০| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: দেখা যাক সুপ্রীম কোর্ট কী করে :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.