নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্বংসের প্রতিচ্ছবি

মহা- প্রলয়ের আমি নটরাজ,আমি সাইক্লোন, আমি ধ্বংস!

ঘুমন্ত রাজকুমার

আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।

ঘুমন্ত রাজকুমার › বিস্তারিত পোস্টঃ

ও বন্ধু লাল গোলাপী ;)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

গতকাল নয়াপল্টনে গোলাপী বেগমের ভাষন শুনে অনেকদিন পর মনভরে হাসলাম।তিনি তার ভাষনে যতগুলা জোক্স বলেছেন তার মধ্যে দুইটা আমার কাছে খুব মজার লাগছে।



জোক্স-১.বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে।

বিশ্লেষণ: এই বিচারের জন্য গু আজম, নিজামী, সাকা, মেশিনম্যানকে প্রধান করে একটা আন্তর্জাতিক কমিটি গঠন করা হবে এবং দেশের সকল প্রান্তের মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে।।



জোক্স-২. সংখালঘুদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।যারা সংখালঘুদের উপর হামলা করেছে তাদের কোন ছাড় দেয়া হবেনা।

বিশ্লেষণ: কিছুই বলার নাই।ওনার এই কথা শুনে একটা কথা মনে পড়ে গেল-

"তুমি স্বর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাঁড়ো।" :/

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১

নায়করাজ বলেছেন: গুলাবী বেগমের পায়ের কাছে আলেম ওলামারা গড়াগড়ি যায়। উনাদের তখন মনে থাকে না, ইসলামে নারী নেতৃত্ব হারাম।

গুলাবী বেগমই জামায়াতের মূল শক্তি। নইলে এত সাহস পেত না এই পাকি জারজগুলো।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

ঘুমন্ত রাজকুমার বলেছেন: নায়করাজ ভাই আপনি একদম ঠিকই বলছেন।গোলাপী ম্যাডাম যতই বলুক বিচার করবে ক্ষমতায় গেলে কিছুই করবেনা।তখন ঠিকই এই কাফেরগুলার সাথে গ্যাংব্যাং করবে। :@

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.