![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।
গতকাল নয়াপল্টনে গোলাপী বেগমের ভাষন শুনে অনেকদিন পর মনভরে হাসলাম।তিনি তার ভাষনে যতগুলা জোক্স বলেছেন তার মধ্যে দুইটা আমার কাছে খুব মজার লাগছে।
জোক্স-১.বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার করবে।
বিশ্লেষণ: এই বিচারের জন্য গু আজম, নিজামী, সাকা, মেশিনম্যানকে প্রধান করে একটা আন্তর্জাতিক কমিটি গঠন করা হবে এবং দেশের সকল প্রান্তের মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে।।
জোক্স-২. সংখালঘুদের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিএনপি।যারা সংখালঘুদের উপর হামলা করেছে তাদের কোন ছাড় দেয়া হবেনা।
বিশ্লেষণ: কিছুই বলার নাই।ওনার এই কথা শুনে একটা কথা মনে পড়ে গেল-
"তুমি স্বর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাঁড়ো।" :/
২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
ঘুমন্ত রাজকুমার বলেছেন: নায়করাজ ভাই আপনি একদম ঠিকই বলছেন।গোলাপী ম্যাডাম যতই বলুক বিচার করবে ক্ষমতায় গেলে কিছুই করবেনা।তখন ঠিকই এই কাফেরগুলার সাথে গ্যাংব্যাং করবে। :@
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪১
নায়করাজ বলেছেন: গুলাবী বেগমের পায়ের কাছে আলেম ওলামারা গড়াগড়ি যায়। উনাদের তখন মনে থাকে না, ইসলামে নারী নেতৃত্ব হারাম।
গুলাবী বেগমই জামায়াতের মূল শক্তি। নইলে এত সাহস পেত না এই পাকি জারজগুলো।