![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।
প্রথমে পড়লাম গ্রামীণফোনের
খপ্পরে ।
আমারে কইলো"কাছে থাকুন।"কিছুক্ষণ
পর কইলো "চলো বহুদূর।
"গ্রামীণ ফোনের সাথে বহুদূর
যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল।
চারিদিকে অন্ধকার
হয়ে উঠল।
আমি কইলাম
আলো দরকার।
-এইবার
রবি আইসা কইলো ঐ
মিয়া "জ্বলে ওঠো আপন
শক্তিতে।
"আমি কইলাম ক্যামনে জ্বলুম।
বেসম্ভব ব্যাপার।
--এই সুযোগে বাংলালিংক
আইয়া কইলো "দিন বদলাইছে"।
আলো এখন আর"বাংলালিংক
দামে" পাওয়া যায়না।
আমি কইলাম
তাইলে কি করুম
আমি বাড়ি ফিরতে চাই।
উল্টা ঘুরে দৌড়াচ্ছি।
--এমন সময় দেখি একখান
বাধের
পাশে দাড়িয়ে রয়েছে 'টেলিটক'।
আমারে দেখামাত্র বলল
"বাধঁ ভেঙে দাও।"
রবির আবার কানে সমস্যা।
সে শুনল"দাত ভেঙে দেও"।
শুনামাত্রই
রবি গিয়ে টেলিটকের মুখ
বরাবর সিরাম জোরে এক
ভয়ানক ঘুসি মেরে দিল।
--
এদিকে আমি দৌড়াচ্ছি বাসার
কাছাকাছি এসে দেখি বাসায়
দরজা বন্ধ করে সবাই
ঘুমিয়ে পড়েছে।
আমি খুবই হতাশহলাম।
--তখন বাংলালিংক
কইলো"আপনার ফিরে আসার
মুল্য আর কেউ না বুঝলেও
আমরা বুঝি।"তারপর
সে আমারে বাংলালিংক কেয়ার
সেন্টারে লইয়া গেল।এভাবেই
আমার বিজ্ঞাপণীয় দূস্বপ্নের
সমাপ্তি ঘটিল।
(সংগৃহীত)
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২
একজন নিশাচর বলেছেন:
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫
ঘুমন্ত রাজকুমার বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৪
মাক্স বলেছেন: কই যানি পড়লাম আইজকা!
৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
ঘুমন্ত রাজকুমার বলেছেন: আপনি মনেহয় ফেবুতে পড়ছেন।
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
আদম_ বলেছেন: ওসাদারন হইছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ভাল লাগল।