![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরাপদ বাসস্থানের খোজে এক নীড়হারা পাখি।
ফাঁসিটা তুমি পেয়ে গেছো মোল্লা শুনছো?
এখন আর কেউ আটকাতে পারবেনা
বেঁচে থাকার আশা এইবার তুমি ভেস্তে দিতে পারো
সবাইকে বলে দাও বেঁচে তুমি থাকছো না।
ফাঁসিটা তুমি পেয়ে গেছো কাদের সত্যি
আরতো মাত্র কয়েকটা ঘন্টা ব্যাস
স্টার্টিং ওরা দড়িতে ঝুলাবে
আধাঘন্টা পরে কনফার্ম
চুপ করে কেনো কাদের কিছু বলছো না
এটা কি ২৪৪১১৩৯
কাদের তুমি পারছ কি শুনতে?
৪০ টা বছর পেরিয়ে এইবার তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর বাঁচতে
হ্যালো এটা কি ২৪৪১১৩৯
দিন না ডেকে কাদেরকে একটি বার
অপেক্ষা যাচ্ছে বেড়ে সব পাবলিকের মনে
ফাঁসিটা জরুরী খুব জরুরী দরকার
স্বপ্ন এবার হয়ে যাবে কাদের সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে চায়ের কাপে কত ঝড় তুলে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।।
আর কিছুক্ষন তারপর কাদের মুক্তি
কসবার এই নীল দেয়ালের ঘর
লাল সবুজের সোনার বাংলায়
কাদের তোমার থাকার নেই অধিকার
চুপ করে কেন, একি কাদের তুমি কাঁদছ?
ফাঁসিটা তুমি পেয়ে গেছো সত্যি
কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২৪৪১১৩৯
হ্যালো......
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
ঘুমন্ত রাজকুমার বলেছেন: শুনছি বাট লেখার কোথাও তো সময় উল্লেখ নেই
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
আফরিন জাহান বলেছেন: ভাই শিরাম হইছে
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
মুহাই বলেছেন: সেরাম
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬
মুনেম আহমেদ বলেছেন: হে হে
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
ঘুমন্ত রাজকুমার বলেছেন: সবাইকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
rakibmbstu বলেছেন: ঘুমন্ত রাজকুমার ভাই কি ঘুমাই ছিলেন নাহি?
হ্যার হাশি বলে কাইল ১০.৩০ নাগাদ হইব না হুনেন নাই........