![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যত নির্মমই হোক না কেন, সত্য তো সত্যই।
মাশাআল্লাহ্, আপনাকে দেখে ভালোই লাগলো।
ব্রোকা পরেছেন, ঢিলা ঢালা পোশাক, হাটাতেও বেশ নমোনিয়তা রয়েছে।
কিন্তু আপনার যুবতী মেয়েটার একি অবন্থা?
আপনার বয়স ষাটের কাছাকাছি যৌবন বলতে নেই কিছু, আপনি ঠিকই ব্রোকা পরেছেন, কিন্তু আপনার যুবতী মেয়েকে ব্রোকা পরাননি কেনো?
আপনার মেয়েকে দেখে যুবকদের যে স্বাদ আস্বাধন হয় আপনাকে দিয়ে তো ততোটা হতোনা।
উচিৎ ছিলো আগে আপনার ঐ যুবতীর নিতম্ব স্থির রেখে হাটা শিখান, ঢিলা ঢালা ব্রোকা পরান, নিচু আওয়াজে কথাবলা শিখান ইত্যাদী।
আপনি মনে করেছেন নিজে পর্দা করে বেচে যাবেন !?
আপনার মেয়ে পর্দা করেনা, বলেছেন তবু কাজ হয়না, এতেই কি আপনার দায়ীত্ব শেষ?
না হতেই পারেনা, আপনি তাকে শরয়ী বিধান অমান্যের কারণে কোনো শাস্তি দিয়েছেন কি?
খানা পিনা বন্ধ করেছেন কি?
কিন্তু পরিক্ষায় অবস্থান ভালো নাথাকায় ঠিকিতো বকেছেন, ধমকিয়েছেন।
এই মেয়েকে ক্বেয়ামতে যখন পর্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, সে বলবে আমার গার্ডিয়ান পর্দা করত কিন্তু আমাকে তা করতে বাধ্য করেনি তাই জাহান্নামে যদি যেতেই হয় তাদের আগে জাহান্নামে দিতে হবে।
তখন কি করবেন?
শুধু কি তাই? আপনার মেয়েকে এমন অশালীন পোশাকে রাস্তায় ছেড়ে আমার মতো অগোনিত যুমকেকে অন্তরের যিনা করতে প্রেরনা দিয়েছেন।
আমিও ক্বেয়ামতে বলেদিব ঐ মেয়ে যদি পর্দা সহকারে রাস্তায় বেরহতো আমার মনে কূচিন্তা হতো না। এর জন্য দায়ী ঐ মেয়ে।
আমি ধরাব মেয়েকে, মেয়ে ধরাবে আপনাকে।
এমন কতোজন লোকের গোনাহের ভারযে নিতে হবে ভেবেছেন কি চাচি?
ওহে চাচি! ও চাচাতো বোন! আপনারা যদি একটু সচেতন হতেন এ বিষয়ে তবে আমার মতো দুর্বল ঈমানদার পুরুষেরা মুক্তি পেতো।
দয়াকরে নিজে বাচুন, মেয়েকে বাচান, আমাদেরো বাচতে সাহায্য করুন। এবং মালিকের সন্তুষ্টি অর্যন করুন।
hadi.uzzaman2 হাদী উজ্জামান থেকে নকল কৃত।
©somewhere in net ltd.