নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।[email protected]\nwww.Sahidesarwar.wapka.mobi

সাদামাটা একটি ছেলে

আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে

সাদামাটা একটি ছেলে › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি বাদল দিনে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

বৃষ্টি পরছে,,,
আল্হামদুলিল্লাহ,আল্লাহ যখন খুশি হোন তখন বৃষ্টি বর্ষন করেন!
আমার খুব মনে পরে যখন হাফ প্যান্ট পরতাম তখন বৃষ্টিকে খুব উপভোগ করতাম।
বৃষ্টি হলেই কে শোনে কার কথা।
একদৌড়ে নেমে পরতাম বাড়ির বাইরে।
কাঁদায় লাফাতাম,একে অন্যকে ভেঁজাতাম।
গ্রামের মাটি ছিলো নরম,সেই নরম মাটিতে দৌড় দিয়ে Swip করতাম,অর্থাৎ পিছলে যেতাম।সবচেয়ে মজা লাগতো ফুটবল খেলতে,যতো জোরেই কিক মারিনা কেন ফুটবল এগোতো না,
ডিগবাজি খেতাম ভেজা সবুজ ঘাঁসের উপর আর বৃষ্টির পানিতে নিজেকে নিতাম মাখিয়ে,
আরেকটা মজার ব্যাপার হলো বৃষ্টির সময় বাড়ির পাশের করতোয়া নদীতে যেতাম সকলে,যখন বৃষ্টি হতো পরিবেশ হতো ঠান্ডা কিন্তু নদীর পানি হতো কুসুম-কুসুম গরম,ডুব দিলেই পাওয়া যেত মজা।

আরো মজা লাগতো মাঝে মাঝে যখন বৃষ্টিতে ভিজে সর্দিজ্বর আসতো,
জ্বর হওয়াটা মজার বিষয় না,
মজা হতো রাতে যখন বিছানায় কম্বলমুড়ি দিয়ে ঠান্ডায় কাঁপতাম,
তখন একজোড়া হাত পরম মমতায় বুকে পিঠে গলার নিচে সরিষার তেলেভাজা রসুনে মালিস করতো,
আর মাঝে মাঝে সেই বৃষ্টিতে ভেজার মৌহত্য স্মরন করিয়ে দিয়ে দুই একটা চপেটাঘাত করতো,
বাপ-চাচা তুলে প্রশংসা করতো।


আমরা পারিবারিকভাবে নিম্নবিত্ত হওয়ার কারনে আগে মাটির দেয়ালের পাশাপাশি ছনের ঘরে থাকতাম,বৃষ্টি হলে যে কি মজারে ভাই বলে বোঝাতে পারবোনা।
ঝুমঝুম শব্দ হতো,বিছানায় শুয়ে শুয়ে উদযাপন করতাম সেই ঝুমঝুম শব্দ।
সেই শব্দে যেই গানেরই তাল মিলাতাম সেটাই মিলে যেত।
তখন ফেসবুক ছিলোনা,
ছিলো আকাশের গুরগুর শব্দ,,,
বাড়ির পাশে একটি ক্যানাল আজো আছে,সেটাতে নদী থেকে পানির স্রোতে ঝাকে ঝাকে উজান স্রোতে আসতো পুটি,ডারকিনা ও অনেক সুস্বাদু মাছ,,,সবাই নেমে পড়তাম মাছ ধরতে,
মাছ ধরার নেশা চরম নেশা,,,
তবে বাবা বাঁশ দিয়ে তৈরী এক মাছ ধরার ফাঁদ(আমাদের এলাকায় টেমাই বলে অনেকে টেপাই,ভরং,চোঙ্গা অনেক কিছু'বলে)
দিয়ে অনেক মাছ ধরতো।
সেই উজানি মাছের যা টেস্ট আজো দাঁতে লেগে আছে,,,

আর বৃষ্টি দিনে মা চাউল ভাজতো,
সেই চালভাজায় রসুন-পেঁয়াজ-কাঁচা মরিচ হালকা করে ভেজে খেতে দিতো,
কি যে মজা তা বলে বোঝাতে পারবোনা,




আজ সেই দিনগুলো নেই,
নেই পাশে মা,
গ্রামটাও প্রায় ৫০০ কিঃমি দুরে,
তবে মনটা আজো পরে রয়েছে গ্রামে,
সেই মায়ের হাতের চালভাজার স্বাদে,
উজানি স্রোতের মাছের চর্চরিতে,
বৃষ্টিতে ভেজা গায়ে,
আর ঝুমঝুম শব্দে গান মিলানোর মাঝে।


হঠাৎ আজ বৃষ্টি হওয়াতে মনে পড়লো সেই পুরোনো দিনের কথা,
হারিয়ে গিয়েছিলাম গল্পটি টাইপ করতে করতে,,
এতো গভীর মনযোগে টাইপ করছিলাম যে বৃষ্টি কখন শেষ হয়েছে বুঝতেই পারিনি,
হুশ ফিরলো একটি চিকন গলার মিষ্টি সুরে,
কইগো নামাজ পড়বানা!

যাহ!
ভালো কিছু ভাবছিলাম,
সব মাটি করে দিলো!
থাক,
আগে নামাজ,
আরেকদিন ভাববো বাকিটা.......................!
••••••••••••••••••••••••••••••••
মোঃরাব্বি সাহিদি সারোয়ার হোসেন
[email protected]
••••••••••••••••••••••••••••••••••••••

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.