নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।[email protected]\nwww.Sahidesarwar.wapka.mobi

সাদামাটা একটি ছেলে

আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে

সাদামাটা একটি ছেলে › বিস্তারিত পোস্টঃ

জিজ্ঞাসাা

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

জিজ্ঞাসা
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন।
---------------------------------------------------
আকাশ কেন নীল হয় বলো,
গাছের পাতা সবুজ?
সাগড় কেন বিস্তৃত,
শিশু কেনো অবুঝ?
পাহাড় কেন এতো উঁচু,
সূর্য কেনো লাল?
তারা কেন মিটিমিটি
জ্বলে চিরকাল?
গল্প কেন অনুভূতির,
কবিতার লাইন ভালো?
চন্দ্র কেন জ্যোৎস্না ছড়ায়,
দেয় আমাদের আলো?
জোনাকি কেন সাঁঝের বেলা,
জ্বলে ঝিকিমিকি?
চলতে চলতে জিবন কেন,
লাগে এতো মেকি?


মানুষ কেন নিজের তরে,
হয় অযথাই স্বার্থপর?
আপন আপন ভাবো যারে,
হয় কেন সে পর?
ভালোবাসার বন্ধন কেন,
ভালোলাগার মন?
জননী কেন নিজের চেয়ে,
ভাবে সন্তান আপন?
মরিচের গুন ঝাল হওয়া ক্যান,
তেতুল কেন টক?
সাধুকে ক্যান সৎ বলে হায়!
চোর কি শুধুই ঠক?

নেই কি জিবন এছারা আর
মৃত্যূর পরে পরকাল?
যা করেছি ফন্দিফিকির,
সঙ্গে কি তা যাবে কাল?
সঙ্গে যদি নাইবা যাবে,
সঙ্গে আমার যাবে কি?
গলে পঁচে যাবে শরীর,
তবে কি হায় স্রেফ নেকী?
বাঁচতে চাই আমি চিরতরে,
মৃত্যূ কেন হয় তবে?
ধরো কালকে মরণ হলো,
পরশু আমার কি হবে?
নাকি মরন হবেনা মোর,
থাকবো বেঁচে এভাবেই?
আমি যদি বেঁচে থাকি,
তবে,পূর্বপুরুষ গেলো কই?
বুঝছি এবার আসল কথা,
মৃত্যূ বুঝি নিশ্চই?

মৃত্যূর কথা ভাবতে কেন,
ভয় লাগে মোর এতে হায়?
কি করেছি তাবৎ জিবন,
কি হবে মোর সম্বল হায়?
মৃত্যূ নাকি হয়নি আজো,
যে ছিলো সৎ গুণীজন?
ভালো কাজে ন্যায়পথে যে,
কাটিয়েছিলো তার জিবন?
আদম,ঈসা,ইব্রাহিম,মুসা(আঃ),
মুহাম্মদ(সাঃ)ছিলো তাদের নাম?
মরার পরও মানব মাঝে,
আজো কেনো তাদের নাম?
-------------
রচনাকালঃ ১লা জুন ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.