নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।[email protected]\nwww.Sahidesarwar.wapka.mobi

সাদামাটা একটি ছেলে

আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে

সাদামাটা একটি ছেলে › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

ভালোবাসা বৃষ্টি হয়ে নেমে পড়ুক সবার গায়,
ভালোবাসা স্রোত বিপরীত
ভেসে চলুক উজান বায়।
ভালোবাসা বনের ভিতর হোক শিয়ালের ডাকের তাল,
ভালোবাসা অথৈ জলে
ইলিশ বোঝাই ছেড়া জাল।
ভালোবাসা ছড়িয়ে থাকুক বইয়ের ভাজে প্রতি পাতায়,
ভালোবাসা উড়লে উড়ুক
কিশোর ছেলের ঘুরির নাটায়।
ভালোবাসা ভিজলে ভিজুক
বাঁশবনের তল ঐ ডোবায়,
ভালোবাসা লেপ্টে থাকুক
সর্দিভরা নাকের ডোঁগায়।
ভালোবাসা থাকুক ভরা
স্কুলব্যাগের রাফ খাতায়,
ভালোবাসা ভরে উঠুক
নতুন বছর বই পাওয়ায়।

ভালোবাসা কাঁদলে কাঁদুক নববধূর বাড়ি ফেরায়,
ভালোবাসা না মিললে কি দোষ
উসকো চুলের কবি মাথায়?
ভালোবাসা কামার পেশির
হোক শক্ত বাড়ির পক্ত থাবায়,
ভালোবাসা মিশিয়ে থাকুক
কাদা মাটির বাসন গড়ায়।
ভালোবাসা জাগলে জাগুক
ক্লান্ত চোঁখের রাতজাগায়,
ভালোবাসা দুরে থাকুক ঝিঃঝি ডাকা ঐ পাড়ায়।
ভালোবাসা জোনাইর আলো
ঝিকিমিকি জলুক আজ!
ভালোবাসা হুক্কা মুখে জমায়েতখানায় নেইতো কাজ।
ভালোবাসা গাঁয়ের শেষে ঐ বাড়িটায় থাকলে থাক!
যেই বাড়িটায় মাটির কুপি
তবু তারা সুখে থাক!

ভালোবাসা খুব বেহায়া তাই
বৃদ্ধকালে জাগুক হাউস,
দুচোঁখ ভরে দেখুক স্বপন
গোলাভরা আমন আউশ!
ভালোবাসা লাফিয়ে চলুক
পুকুরভরা কাতল মাছ,
কড়া রোদে ঘামুক পথিক
মাঠ শেষেই তো বটের গাছ।
ভালোবাসা স্কুল ছেরে
পালিয়ে থাকুক মার্বেল খেলায়,
খেলাশেষে ঝাপিয়ে পড়ুক
সদলবলে মন মোহনায়!
ভালোবাসা লুকিয়ে থাকুক
প্রশাসনিক মায়ের পিটে,
বকার মাঝে মজা থাকুক
তারাতারি তুই আয় উঠে!

ভালোবাসা বাল্যকালে অবুঝ প্রেমে দুটি মন
সাঁঝের বেলা লুকিয়ে চলুক
লাজুক চাওয়ায় আলাপন।
ভালোবাসায় মিশ্রিত থাক
মুয়াজ্জিনের শ্রেষ্ঠ গান,
সন্ধ্যাবেলায় ডাকে মধুর সুরে
চলো মুমিন দেয় আযান।
ভালোবাসা সুবাসিত
বেলি ফুলের ঝোপে ঝাড়,
হাঁসনাহেণা নেতিয়ে আছে
প্রিয় মায়ের কবর পাড়।
ভালোবাসা বুবুর গাঁথা
রঙ্গিন সূতোয় সেই রুমাল,
যেই রুমালে লেখা আছে
ভালো থাকিস চিরকাল।
------সংক্ষেপিত
•••••••••••••••••••••••••••••••••••
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন
[email protected]
sahidesarwar.blogspot.com
sahidesarwar.wordpress.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.