নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।[email protected]\nwww.Sahidesarwar.wapka.mobi

সাদামাটা একটি ছেলে

আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে

সাদামাটা একটি ছেলে › বিস্তারিত পোস্টঃ

২১ মানে বাংলা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

❄️ বাংলা ভাষা।
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন।
------------------
বাংলা ভাষার আরেকটি নাম ২১ ফেব্রুয়ারি,
তবু আমার এই ভাষার সাথে আছে অনেক আড়ি।
বলবো এখন ভাষা নিয়ে
অনেক উচিৎ কথা,
বলবো এবার শহীদ নিয়ে
লাগলে লাগুক ব্যথা!
কবি আমি নইকো তবু
ছন্দ ভালোবাসি,
ছন্দে ছন্দে কথা বলি
কাঁদি আবার হাসি ।
আমার কোথাও ত্রুটি হলে
একটু কৃপা করে,
মার্জনা চাই সবার কাছে
দিবেন ভুলটি ধরে।
করছি শুরু তাহার নামে
যিনি মহীয়ান,
হাজার নেয়ামতের দ্বারা
বাঁচাইয়াছে প্রাণ।
মাতৃভাষা বাংলা হবে ছিলো
শুধু দাবী,
বাংলা মোদের হৃদয়তৃষ্ণা
আলাপনের চাবি।
বাংলা মোদের মায়ের আঁচল,
বোনের বেণি সুতা,
বাংলা মোদের ভাইয়ের রক্ত
বাবার নির্দেশ গাঁথা।
বাংলা মোদের শুকনো পুকুর
বড়ই গাছের তল,
বাংলা মোদের বর্ষা দিনে
মাছ শিকারির দল।
বাংলা মোদের হাহাকারে
বিজয়ী উল্লাসে,
বাংলা মোদের হাসি-খুসি
চোঁখের জলোচ্ছ্বাসে।
বাংলা মোদের প্রসূতি মা
ধৈর্যকষ্টে ত্যাগ,
বাংলা মোদের শ্রেষ্ঠ ভাষা
সারা বিশ্ব দেখ!
বাংলা মোদের উঠানপারে
জোড়া দুটি শালিক,
বাংলা মোদের খোদার’ই দান,
যিনি সবের মালিক।
বাংলা মোদের ঐক্যতান
আর মায়ের কড়া শাষণ,
বাংলা মোদের চাওয়া পাওয়া,
মনের সুখের নাঁচন,
বাংলা মোদের রক্তেভেজা
ভাইয়ের ছেঁড়া শার্ট,
২১ মোদের বাংলা বধূর
মেহেদিমাখা হাত।
বাংলা মানে নববধূর
চাতক পাখির চাওয়া,
বাংলা মানে বৃদ্ধ রসনায়
অমৃত স্বাদ পাওয়া।
বাংলা মোদের রাজপথে
হায় রঞ্জিত তরবারি,
বাংলা মোদের ৮ কোটি
নিপীড়িত নরনারী।
বাংলা বোনের সত্বীত্বচ্ছেদ
নরপশুর থাবায়,
বাংলা মোদের রফিক,শফিক
জব্বারের প্রাণ যাওয়ায়।
বাংলা ভাষা নিবেদিত
প্ল্যাকার্ড মিছিলে,
বেপরোয়া গুলি বর্ষন
মৃত্যমুখে ঢলে,
অন্ধের যষ্টি বিধবা মায়ের
একমাত্র সন্তান,
শহীদ তিনি গাইছিলো যে
শুধুই বাংলায় গান।
প্রাণ হারালো সব হারালো
ভাষার দাবী নিয়ে,
আমার তেমন সম্বল নেই
সেই ঋণ শুধিবো কি দিয়ে?

এতো ত্যাগের বিনিময়ে
বাংলা মাতৃভাষা,
সবার মুখে বাংলারই গান
কৃষক ধনী চাষা।
মায়ের ভাষা ফিরিয়ে এনে
শহীদ হলেন যারা,
২১ তারিখ এলেই স্মরি,
বাকি দিবস ছারা,
বাংলা ভাষা অহংকার আজ,
মুখের বিশ্রী ভাষা,
গালাগালি ঠেলাঠিলি
মুখটা মোদের খাসা,
কটুবাক্যে বাংলা যে আজ
সবার মুখে মুখে,
খানিক ত্রুটি হলেই বেফাঁস
গালি মারি ঠুকে।
আল কুরআনে আল্লাহ বলেন,
সুরা হুমাযাহতে,
গালি দিলে ধ্বংশ হবে
গোপন প্রকাশ্যতে।
গালি দিলে চরম গুনাহ
গালি মুখের বিষ,
গালি যদি ভাষা হয় তবে,
নিজের মাকেই দিস!
সবার উচিৎ মুখের ভাষার
হোক হেফাজত সদা,
বাংলায় মধুর দোয়া করি
পুরণ করবেন খোদা।

এতো কিছু লেখার পরেও
মন করে আনচান,
সারাজিবন বাংলা বলি
তুলি বাংলায় গান।
সকল শহীদ ভাইয়ের তরে
আজ মৌণ দোয়া করি,
সকল শহীদ জননী তরে
দুহাত তুলে ধরি।
বেঁচে থাকুক সকল শহীদ
সব বাঙ্গালির প্রাণে,
সকল শহীদ অমরজ হয়ে
থাকুক হৃদয় কোণে!
------সংক্ষেপিত
সারমর্মঃ
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি,
দিনটি ছিলো খুবই রক্তাক্ত একটি দিন।
বাংলা হবে রাষ্ট্র ভাষা,এই ভাষা মায়ের শেখানো প্রথম বুলি,বাংলা ছারা অন্য কোন ভাষা মাতৃভাষা হোক এটা মেনে নিতে পারেনি কোন বাঙ্গালি।
আর এই ভাষার দাবীতে রাজপথে ঝাঁঝালো মিছিলে শামিল হয়েছিলো হাজারো বাঙ্গালি,
সেই মিছিলে পুলিশের গুলিতে শহীদ হোন অনেক তাজা প্রাণ,আর এই আত্নত্যাগের বিনিময়ে অর্জন হয় মাতৃভাষা বাংলা।
অথচ এই কষ্টার্জিত ভাষার বিনিময় আমরা দেই খারাপ ও অশ্লীন কথার বচনে,
তাই আমাদের সকলে উচিৎ মায়ের ভাষা বাংলা ভাষার যথাযথ প্রয়োগ।
•••••••••••••••••••••••••••••••••••
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন
[email protected]
sahidesarwar.blogspot.com
sahidesarwar.wordpress.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.