নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্লামুয়ালাইকুম,আমি মোঃ সারোয়ার হোসেন।To know me more plz go facebook & search সাদামাটা একটি ছেলে
আমার বলতে কোন শব্দ নেই!
নেই কোন অভিধান।
আমরা সকলে আমার বলতে যা বুঝি তা হলো মেকি প্রবাদ,আপনি মেকি(মিথ্যা) প্রলাপ ও বলতে পারেন।
নিশ্চই ভাববাদীরা বুঝতে পেরেছেন এই স্ট্যাটাসের তাৎপর্য!
যদিও সবার কাছে প্যাচাল মনে হবে তবুও এ বিষয়েই আজ কলম ধরলাম,শুরুতেই বলে রাখি মানুষ মাত্রই ভুল,আমার কোথাও ভুল হলে অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন।
চলুন জেনে নেওয়া যাক!
উদাহারণস্বরুপঃ
১→জন্মগ্রহণঃ
আপনি জন্মগ্রহণ করলেন অথচ জন্ম নিতে পারলেন না,তার মানে দাড়ালো আপনার জন্ম কেউ না কেউ দিয়েছে,আপনি মাতৃগর্ভে অসহায় ও অক্ষম ছিলেন নিজেকে সামলাতে,তখন পরম মমতায় আপনার ভালোর জন্য কয়েকজন ব্যক্তি বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন(বিশেষ করে আপনার মা)
এখানে আপনার কোন হাত বা ক্ষমতা নেই।
আরো সহজভাবে বলি আপনি নিজে থেকেই আসেন নি!
২→আপনার বেড়ে ওঠাঃ
আপনি জন্মলাভের পর লালিত হয়েছেন কারো না কারো মাধ্যমে।
সুতরাং এখানেও আপনার কোন কর্তৃত্ব নেই।
আপনি অবুঝ অবস্থায় শৈশব কাটিয়েছেন,আপনি যাতে পুকুরে কিংবা নদীতে পরে মারা না যান,খাদ্যাভাবে কিংবা রোগগ্রস্ত না হোন তাই আপনাকে আপনার পরিবারের লোকজন অত্যন্ত গুরুত্বের সহিত দেখভাল করেছেন।
অতএব এখানেও আপনার অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছে।
৩→আপনার নামঃ
আপনি এই ধরণীতে আসার পর আপনার নিজস্ব একটা প্লাটফরম যখন তৈরি হলো,আপনার Identity বা পরিচিতির জন্য প্রয়োজন পরলো নামের,
আপনাকে মানুষ কি নামে চিনবে কিংবা কি নামে ডাকবে সেজন্য প্রয়োজন হলো নামের,
আর সেই নামটিও কিন্তু আরেকজনের দেওয়া,
হয়তো আপনার বুড়ো দাদু কোলে তুলে নিয়ে বলেছিলেন আমার দাদুভাইয়ের নাম আজ থেকে মমিন কিংবা আপনার নানি বলেছেন আমার ভাইয়ার নাম সাদিক,
এখানেও কিন্তু আপনার কোন কর্তৃত্ব নেই!
৪→শিক্ষাঃ
দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষানীবিশ কাল,কাজেই সভ্যতার তাগিদে শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
আপনি বলুনতো নিজে নিজেই কখনো শিক্ষা অর্জন করতে পেরেছেন নাকি!
যদি আপনার উত্তর হয় হ্যা তবে অবশ্যই আপনি অহংকারী।
নিশ্চই কোন মাধ্যম ছারা কেউ কিছু শিখতে পারেনা,
তবে কিসের জন্য আপনার অহংকার আর কিসের জন্য আমার কথাটি সগর্বে বলছেন?
৫→কর্মসংস্থানঃ
আপনি যেই ব্যবসায় সাবলম্বী কিংবা যেই সার্ভিসে উন্নীত সেটা কি আপনার?
ভেবে বলুন!
নিজেকে প্রশ্ন করুন!
সঠিক উত্তর পেয়ে যাবেন।
৬→সঙ্গীঃ
দাম্পত্য জিবনে আমার বলতে কোন শব্দ কি আপনি ব্যবহার করতে পারবেন?
জানি পারবেন না,
কারন সেটা আমাদের হয়ে যাবে।
আর বিয়েটাও কিন্তু আমার দিয়ে হয়না,রেফারেন্স লাগে।
৭→সন্তানঃ
আপনার সন্তান কি আপনার আয়ত্বে চলে?
তার বুদ্ধিমত্ত্বা কি আপনি প্রদান করতে পারবেন?
তার চালচলন আপনার মতো হলেও চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি কিন্তু ঠিকই ভিন্ন হবে,তবে আমার সন্তান বলে কি ফায়দা বলুন!
৮→ইবাদতঃ
আপনি যদি বলেন আমার ইবাদত আল্লাহর প্রতি অপরিসীম তবে এটাও হবে চরম ভুল!
চেয়ে দেখুন বিকলাঙ্গ মানুষটি দুহাতে ভর দিয়ে ওজু করতে গেছে,
তার চেয়ে আপনার তাকওয়া কি বেশি হবে?
৯→মৃত্যূঃ
সুরা আন কাবুতের ৫৫ নম্বর আয়াত দেখুন!
All kingdom is mortal & must be turn back to Allah.
যেখানে আপনার জিবন নিজের নিয়ন্ত্রণে নেই সেখানে আমার জিবন বলার ক্ষমতাও আপনার নেই,
মৃত্যূ আপনাকে আমার কথাটি বলার অবকাশ দিবেনা।
১০→সৎকারঃ
আপনি মারা গেলে আপনার কোন হুশ বা নড়াচড়া করার ক্ষমতা থাকবেনা,এমনকি আপনার নাম ধরেও কেউ ডাকবেনা,আপনি হয়ে যাবেন লাশ।
লাশের গোসল,দাফন কি আপনি করতে পারবেন?
পারবেন না!
তবে কিসের এতো অহংকার আপনার?
আমার আমার বলে লাভ কি?
যেখানে নিজের শরীরের সৎকার করার ক্ষমতা আপনার এবং আমার নেই!
তাই এটাই আমি বুঝাতে চেয়েছি যে,আমার বলতে কোন শব্দ নেই!
শুধু আমার মাওলা ছারা।
বিঃদ্র:[ভুলত্রুটি মার্জনীয়!
এবং সবার মতামত আশা করছি এই বিষয়ে!]
•••••••••••••••••
মোঃ রাব্বি সাহিদি সারোয়ার হোসেন।
Sahidesarwar.blogspot.com
post link→
https://sahidesarwar.blogspot.com/2018/03/blog-post_27.html?m=1
©somewhere in net ltd.