নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া মানব

সাইফুল আরিফিন কাব্য

খুব সাধারন একজন মানুষ।অনেক কিছু ভালো লাগে আবার কিছুই ভালো লাগে না।দেশ টাকে সুন্দর দেখতে চাই প্রতিদিন সাকালে কিন্তু তা আর হয় না।কবিতা লিখার চেষ্টা করি,জানি না কতটা পারি।তবে সবার সহযোগীতা পেলে ভালো লিখতে পারবো।

সাইফুল আরিফিন কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা:এই শোন

১৪ ই মে, ২০১৬ রাত ৮:১৯

এই শোন,হ্যা তোমাকেই বলছি-
যাবে আমার সাথে গোধুলি লগনে-
ডুবতে যাওয়া প্রভাকরের প্রভায় ভাসতে?
ডুবতে যাওয়া দিনমনির আলো গায়ে
মেখে আগামির স্বপ্ন করি রচন।
চলো না আজ হারাই দুজন
একটুখানি দৃষ্টির বাইরে।
যেখানে অপেক্ষা করছে তোমার জন্য
হাজারো রুপকথার দল।
রুপকথারা নব রুপে সেজেছে
শুধু তোমার জন্য,তুমি রুপকথাকে
হার মানাবে বলে।
চলো না আজ দুজন একটু পাশাপাশি বসি,
ঘুমন্ত শহরের জেগে থাকা
লাল নিয়নের আলোর নিচে।
হুতুম পেচার মতো চোখে চোখ রেখে বলি
মনের অজস্র না বলা কথা।
চলো না আজ দুজন দুজনকে স্পর্শ করি-
মনের সবটুকু ভালোবাসা দিয়ে।
দুজনের দেহে তরঙ্গ বয় বিজলীর ন্যায়,
আর হারিয়ে যাই স্রোতস্বিনীর তরঙ্গে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.