নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া মানব

সাইফুল আরিফিন কাব্য

খুব সাধারন একজন মানুষ।অনেক কিছু ভালো লাগে আবার কিছুই ভালো লাগে না।দেশ টাকে সুন্দর দেখতে চাই প্রতিদিন সাকালে কিন্তু তা আর হয় না।কবিতা লিখার চেষ্টা করি,জানি না কতটা পারি।তবে সবার সহযোগীতা পেলে ভালো লিখতে পারবো।

সাইফুল আরিফিন কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা:নীরব থেকেছি আমি

২৪ শে মে, ২০১৬ রাত ১০:২৬

নীরব থেকেছি আমি

নীরব থেকেছি আমি-
জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত।
শুনেছি আমি,সদ্য ভূমিষ্ট হবার
পরেও নাকি নীরব থেকেছি,
কাঁদিনি আমি তখনো।
নীরব থাকা শুরু তখন থেকেই,
শত অপমান,লাঞ্চনা,গঞ্চনায়ও
নীরব থেকেছি আমি।
নীরবে সয়েছি আর রক্তাত্ত করে-
ক্ষত বিক্ষত করেছি এই হৃদয়।
কলুষিত সমাজ আর পরিবার থেকে
তুচ্ছতা আর অবহেলা সব দেখেও
মুখ ফোটেনি আমার,
প্রতিবাদ করিনি আমি
সমাজ আর পরিবারের বিপরীতে,
শুধু দেখেছি আর নীরব থেকছি।
তখন মাত্র শৈশব থেকে কৈশরে পা দিয়েছি,
রঙ্গিন স্বপ্ন দু চোখ জুড়ে।
কৈশরের মাতাল চোখ যা দেখে
তাই পেতে চায়।
এমনি সময় মনের আঙ্গিনায় ঠুক ঠুক করে
অনিঃশেষ ভালোবাসা নিয়ে
কড়া নাড়লে শায়ত্রী।
সে দিন ও আমি নীরব থেকেছি
যে দিন ভালোবাসার পাঠ শুনাচ্ছিলে তুমি।
তোমার উষ্ণ ভালোবাসা,কখনো মান-
কখনো আভিমান,কখনো বা
নয়ন কোনে একফোটা অশ্রু,
সব দেখেও নীরব থেকেছি আমি।
মনে পড়ে তোমার আর আমার
শেষ দেখার কথা।
তুমি আর আমি মুখোমুখি
তোমার চিবুক বেয়ে অশ্রু জ্বল বেয়ে পড়ছে।
আমার প্রতি পাহাড় সমান
অভিযোগ উত্থাপন করলে।
তখনো আমি চুপ করে তোমার
অশ্রু জ্বল চিবুক বেয়ে পড়া দেখছিলাম,
তুমি চলে গেলে আমায় শুন্য করে।
নীরবে তোমার চলে যাওয়া দেখলাম,
আটকাতে পারিনি,ঝাপটে ধরে বলতে পারিনি
শায়ত্রী তুমি যেও না,বড় ভালোবাসি তোমায়।
জীবনের প্রতিটি ক্ষনেই নীরব থেকেছি
মুখ ফোটেনি আমার কখনো।
চিৎকার করে বলতে পারিনি মনের না বলা কথা,
উচ্চস্বরে হাসতে পারিনি,কাদতে না।
হয়তো জীবনের সেই অন্তিমক্ষনেও
বিধাতাকে বলতে পারবো না,
ঈশ্বর আর একটু সময় আমায় দাও।
হয়তো সেদিনও আমি দু ফোটা অশ্রু বিসর্জন দিয়ে
নীরবে চলে যাব না ফেরার পথে।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: মাঝেমাঝে সরবতা দরকার। ভালো লেগেছে কবিতা... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.