![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুশ আমি আমার কেন পাখির মত মন ?
'SEX EDUCATION'
এখন একটা বড় ইস্যু । তৃতীয় বিশ্বের দেশগুলোড এক্ষেত্রে বেশ পিছিয়ে । তার কারন কিছু সংস্কার আর অন্যায় সামাজিক অনুশাসন । ঠিক সময়ে ছেলেমেয়ে দের এই শিক্ষা দিলে তাদের মনের অনেক ভুল ভ্রান্তি কেটে যায় । কেটে যায় ভুল করার প্রবনতা ।
"নাগরদোলা"
বিছানায় শুয়ে শুয়ে একটি ভিন্ন ধাচের ছবি দেখতেছি আর ভাবতেছি ভারতীয় এই ছবিটি প্রত্যেক নারীর দেখা দরকার ।
এই ছবিটিতে একটি পরিবারের মাধ্যমে আমাদের সমাজের এমন কিছু বাস্তবধর্মী ঘটনা তুলে ধরা হয়েছে যেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই ।
ছেলে মেয়ে বড় হয়ে বাবা মার কথার অবাধ্য হলেই আমরা বলি ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে,অভদ্র হয়ে গেছে । অথচ যে বয়সে বাবা মার উচিত ছেলেমেয়ের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করার সেই বয়সে বাবা মারা কি তা করেন ?
বয়ঃসন্ধি কাল এ প্রত্যেক মার উচিত মেয়ের পাশে এসে দাড়ানোর । আর এই সময়টাতে মেয়েদের মনে নানা ধরনের প্রশ্ন জন্ম নেয় । মা হতে পারে এ ক্ষেত্ত্রে সবচেয়ে নিরাপধ একটি আশ্রয় ।
ছেলেমেয়ে যখন ছোট থাকে তখন তাদের মন কোমল থাকে । আর তখন বাবা মার উচিত তাদের সামনে পারিবারিক দ্বন্দ তাদের সামনে না করা । এতে সন্তানেরা এই মানসিকতা নিয়ে বড় হয় যে বাবা মা যা করতেছে এটাই বুজি নিয়ম । তারা ও সেই ধারনা নিয়ে বড় হতে থাকে আর এক সময় ছেলেমেয়ের মনে এটা চিরস্থায়ী হয়ে যায় ।
স্বামী যেমন স্ত্রীকে বুজবে ঠিক তেমনি স্ত্রীকে ও তা করতে হবে । বর্তমানে পরকীয়া অন্য পুরুষে আসক্ত এর পেছনে অন্যতম প্রধান কারন একে অন্যকে না বোঝা । সারাদিনের ব্যস্ততা সংসার সামলানো ছেলেমেয়ের যত্ন নিতে গিয়ে হয়তবা অনেক সময় আপনার স্বামীকে আপনি সময় দিতে পারছেন না । এতে ও মুখে কিছু না বললে ও মনে মনে কিন্তু অনেক কিছুই বলে ফেলেছে । তাই স্বামীর জন্য কিছুটা সময় আপনি আপনার কাছে রেখে দিন । আবার অনেক সময় দেখা যায় নানান ব্যস্ততার মাঝে তাকে সময় দিতে পারছেন না । তাই মাঝে মাঝে দুরে কোথাও থেকে ঘুরে আসতে পারেন । আর প্রত্যেক স্বামীই যখন তার স্ত্রীকে একান্ত আপন করে পায় তখন সে তাকে আর ও কাছে নিয়ে আদর করতে চায় ভালোবাসতে চায় । এতে আপনার না করাটাই হবে সবচেয়ে বুদ্ধীমত্তার পরিচয় । আর এতে স্বামী কখনোই অন্য নারীতে আসক্ত হবে না ।
আবার স্বামীর ক্ষেত্রে যেটা হতে পারে আজ আপনার স্ত্রী খুব রোমান্টিক মুডে আছে কিন্তু আপনি নানান কাজের চাপ নিয়ে বাসায় ফিরেই বিছানায় গা এলিয়ে দিলেন । আপনি তো বিছানায় গা এলিয়ে দিলেন না দিলেন আপনার স্ত্রীকে অন্যপুরুষে আকর্ষণ করার বাসনা ।
আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ঠিক । কিন্তু যখন কাছের মানুষগুলো আমাদের সাথে বেঠিক কাজটি করে তখন সেই মানুষটি খারাপ । কিন্তু এর জন্য যে দায়ী আমরা নিজেরাই তা একবারো চিন্তা করি না ।
©somewhere in net ltd.