নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! \" -সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝবেন সে আর আপনার নয় !!

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২


কিভাবে বুঝবেন সে আর আপনার নয় !! তাহলে পড়ুন...
যখন দেখবেন ঘন্টার পর ঘন্টা "Active Now"থাকলেও আপনার কাছে মেসেজ আসেনা। আপনার দেওয়া টেক্সটের বিপরীতে আসে শুধু Hmm, Yes, No, Very Good এর মতো রিপ্লাই। তখন বুঝবেন আপনার জন্য তার হাতে একটুও সময় নেই…
~
যখন দেখবেন আপনার অনেক গুলা কল দেওয়ার পর সেটা রিসিভ না হয়ে কিছুক্ষন পরে আপনার মোবাইলে SMS আসে "মোবাইল সাইলেন্ট ছিলো" কিংবা "খুব ব্যাস্ত ছিলাম আমি"। তখন বুঝবেন তার মোবাইলে আপনার নাম্বার থেকে কল যাওয়ার সাথে সাথে এখন আর স্পেশাল রিংটোন টা বাজেনা…
~
যখন দেখবেন সামান্য একটা ব্যাপার নিয়ে হুদাই ঝগড়া করা মানুষটাকে এখন আর ইচ্ছা করেও রাগাতে পারেন না। আপনি রাগলে আরো রাগিয়ে দেওয়া মানুষটা এখন আর আপনাকে রাগানোর চেষ্টাই করেনা। তখন বুঝবেন, আপনার প্রতি সেই মানুষটার কোন অনুভূতিই কাজ করেনা…
~
যখন দেখবেন আপনার ছোট্র একটা কথায় হাসতে থাকা মানুষটাকে এখন আর কাতুকুতু দিয়েও হাসাতে পারেন না, উল্টো বিরক্তি আসে তার। আপনার মুড অফ থাকার পরেও আপনাকে হাসানোর কোন চেষ্টাই করেনা। তখন বুঝবেন„ কি বুঝবেন?? নিজেই ভেবে দেখুন না…
~
যখন আপনি দেখবেন ঐ পাশের মানুষটি আপনার হাত ধরা ছাড়া রাস্তা পার হতে পারে„বাড়ি যাওয়ার জন্য এখন আর আপনাকে স্টেশনে গিয়ে টিকেট কেটে বাসে তুলে দিতে হয়না„ নিজেই চলতে-ফিরতে পারে আপনার হেল্প লাগেনা„ আপনাকে ছাড়া বাঁচতে শিখে গেছে। তখন আপনাকে বুঝতে হবে তার জীবনে এখন আর আপনাকে প্রয়োজন হয়না…
~
হ্যাঁ, আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার ঢালের পাখিটা অন্য ঢালে বাসা বেঁধে, এখন তার দিবা-নিশি আপনি বিহীন ভালোই কাটে। তখন আপনার উচিৎ দূর থেকে তার ভালো থাকাটা নীরবে দেখে যাওয়া„ আর মনে মনে বলা "সারাজীবন এমনি করে ভালো থেকো।"কারন আমিতো তোমার ভালো থাকাটাই চেয়েছিলাম, না হয় আমার হলোনা পাশে থাকা…

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপার গুলো এমনই হয়।

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৭

সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ।ব্যাপার গুলো এমনই হয়, কিন্তু আমরা আমাদের অবুঝ মনকে বোঝাতে পারিনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.