নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার ভাবুনতো, দুদিন আগেও আপনাকে বিরক্ত না করলে
যে লোকের পেটের ভাত হজম না হয়ে বদহজম হতো।
আপনি বিরক্ত হয়ে যেতেন কিন্তু সেই লোকটা আপনাকে বিরক্ত
করতে বিরক্ত হতোনা। সে লোকটা হঠাৎ কেন বদলে যাবে ??
আবার একটু ভেবে দেখুনতো, যে লোকটা কদিন আগেও বলতো
"তোমার মতো আর দুটো লোক দেখিনি" সেই লোকটাও বা হঠাৎ করে
আপনার জায়গায় কিভাবে অন্যজনকে বসাতে পারে,
দায়িত্ব দিতে পারে হৃদ মাজারের খাদেম হিসেবে ??
আমার না এগুলো ভাবতে খুব খারাপ লাগেনা,
কারন বাস্তবে এগুলোই বেশি বেশি হয়। আর হয়ে এসেছে,
ইন ফিউচারেও হবে। সবথেকে বিশ্বাসী মানুষটাও বিশ্বাস ভাঙ্গে।
শুধু ভাঙ্গেনা, বেশি বিশ্বস্ত বলেই আগা গোড়া সমানভাবে ক্যালকুলেশন করেই ভাঙ্গে !!
আবার ধরুন যার উপর আপনার ভরসাটা সবচেয়ে বেশি ছিলো,
যাকে বটবৃক্ষের ছায়ার মতো খুব বিশাল হৃদয়ের অধিকারী ভেবেছিলেন,
সেও পলটি মেরে দিলো, বিনা নোটিশে পলটি নিয়ে নিলো।
অন্তত একটা কথা জেনে রাখুন, বিশ্বাসী লোক গুলাও বিশ্বাস ভাঙ্গতে পারে,
বটবৃক্ষের ন্যায় মাথার উপর ছায়ার মতো ভরসা দেওয়া মানুষ গুলাও পলটি নিতে পারে
বলেই আমাদেরকে আগ থেকে কিছু হিসেব ফিক্সড করে রাখতে হয়।
একবার যার মনে ভেঙ্গেছে, একবার যে ঠকেছে সেই জানে
দ্বিতীয়বার কতোটা ভয়ে ভয়ে তার জীবনকাটে !!
মানুষ পাল্টাতে ২ সেকেন্ড ও সময় লাগেনা,
আবার না পাল্টালে সারাজীবনই চলে যেতে পারে !!
সবকিছুর পরে আবারো ভাবলাম, আসলে জীবনের প্রয়োজনে
সময়ের ব্যাবধানেই মানুষকে পাল্টাতে হয় !! এই কথাটা মাথায় রেখেই
আমাদের উচিত বাকীদের সাথে মেশা, চলাফেরা করা সম্পর্কে জড়ানো।
কারন বিশ্বাসতো করতেই হবে কাউকে না কাউকেই।
কিন্তু যে বিশ্বাস করে ঠকে সেতো ঠকলোই, আর যে ঠকায়
সেও একদিন না একদিন ঠকে !! আসলে দু'দলই ঠকে, জিতে যায় শুধু সময়।
~"যারা বিশ্বাস করে, ভালোবেসে ঠকার পরে,
কারো না কারো এক্স হয়ে গেলে কান্নাকাটি করেন।
বিশ্বাস আর ভালোবাসার পরেও এক্স হয়ে যাওয়া মানুষটার
উপর গজব নাযিল হওয়ার জন্য মিলাদ দেন, এই লেখাটা তাদের জন্য !! "
Writter: Saifulläh Amïn
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২
সাইফুল্যাহ আমিন বলেছেন: যেদিন আপনি তার মুখোমুখি হবেন। আমি নিশ্চিত যে, সেদিন সে আপসোস করবে।
আর বলবে, ইশ! এই মানুষটাকেই আমি অবহেলা করছি। অথচ যা কিনা আমার ভুল ছিলো।
২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২
মাহমুদুর রহমান বলেছেন: মানুষের আবেগ বেশী।আবেগ নিয়ন্ত্রন করা উচিৎ।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
সাইফুল্যাহ আমিন বলেছেন: ঠিক বলেছেন ভাই, আগে বিবেক ঠিক করতে হবে। আর বিবেক ঠিক করতে হলে অবশ্যই আবেগকে কন্ট্রোল করতে হবে।
৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
কান্নাকাটী করেছি । পরে ভেবেছি শালার আমিই তো খারাপ, যে আমার মুল্য বুঝল না তার জন্য কেন কাদব ।
কিন্তু আমি তার মুখোমুখি এক দিন হবো ।