নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের চাওয়ার কিংবা চাহিদার কোন শেষ নেই।
ধরুন আপনি কাউকে কিছু টাকা দিয়ে সাহায্য করলেন।
কিছুদিন পরেই কারো না কারো মুখ থেকে শুনবেন তার আফসোসের কথা।
আপনার অনেক টাকা অথচ পারতেন তাকে আরো বেশি দিয়ে হেল্প করতে !!
~
আপনি খুব শখ করে তাকে একটা পোশাক দিয়েছেন।
হয়তো কয়দিন পরে শুনবেন তাকে নিম্মমানেরটা দিয়েছেন,
কিন্তু আপনি নিজে ভালো পরেন। সে সবখানেই বলে বেড়াবে নিজে
স্মার্ট আর সুন্দর গুলোই পরেন আর তাকে নিম্মমানেরটা দিয়েছেন !!
~
হয়তো আপনি তাকে নিয়ে কোথাও ঘুরতে গেছেন।
কিন্তু সে অন্য কাউকে বলে বেড়াবে আপনি চাইলে তাকে
আরো ভালো ও দর্শনীয় জায়গায় কিংবা স্পটে নিয়ে যেতে পারতেন।
কিন্তু আপনি তা করেননি, কারন আপনার বেশি টাকা খরচা হবে বলে !!
~
অবাক হলেও সত্য একমাত্র ঐ মানুষটাকেই আপনি খুশী করতে পারবেন।
যাকে দাওয়াত দিয়ে ইচ্ছেমত খাওয়াবেন কিংবা একবেলা তাকে তার পছন্দ
অনুসারে খাওয়াবেন। তার পছন্দের খাবার গুলো তার সামনে তুলে ধরবেন,
সে ইচ্ছামত খাবে। পেটের একটা নির্দিষ্ট পরিধি আছে, তার বেশী ধারন করতে
পারবে না, খেতে খেতে শেষ মেষ বলবে মাফ চাই আর খেতে পারবো না !!
~
অতএব একমাত্র খাবার খাইয়ে তাকে তৃপ্তি দিতে পারেন।
বাদ বাকী যা করলেন তা সময়ের স্রোতে মনে রাখে না। কেউ রাখেনা,
আমিও রাখিনা সবাই তখন অকৃতজ্ঞ হয়ে যায়। সো আসুন হাত উঠান; যিনি আমাকে
আমার পছন্দের সব খাবারের মেন্যু তৈরি করে ট্রিট দিবেন বা নিজ বাসায় দাওয়াত দিবেন !!
লেখকঃ Saifulläh Amïn
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
সাইফুল্যাহ আমিন বলেছেন: টাকার কথাতো শুরুতেই বললাম। টাকা দিবেন, কিন্তু কত দিবেন? তাকে সন্তুষ্ট করতে পারবেন টাকা দিয়ে??
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫০
ঋণাত্মক শূণ্য বলেছেন: @বিচার মানি তালগাছ আমার.... আপনারটাতো প্রথমেই বলে দিলো....
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
সাইফুল্যাহ আমিন বলেছেন: আপনি বুঝতে পারছেন ভাই। ধন্যবাদ, ভালোবাসা রইলো।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৪
ওমেরা বলেছেন: খুব বাস্তব কথা বলেছেন।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা রইলো।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:৫৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ঋণাত্মক - ঐটা ধারের ব্যপারে বলেছে। আমি বলেছি গিফটের ব্যপারে...
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
সাইফুল্যাহ আমিন বলেছেন: গিফট হিসেবে কেউ টাকা দেয় নাকি?সালামী ছাড়া গিফট হিসেবে কেউ টায় কিনা আমার জানা নেই।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২
বনসাই বলেছেন: এমন পরিস্থিতিতে আমি অন্তত পড়ি নি। গিফট নিয়ে কোনো উচ্চবাচ্য করা নৈতিকভাবে নিষেধ আমাদের পরিবারে।
তবে মানুষকে পেটভরে মজাদার তৃপ্তিদায়ক খাবার খাইয়ে বদনামের ভাগিদার হতে হয়েছে আমার বাবাকে বহুবার; সে কথা বহু দিন পর আজ আপনার লেখা পড়ে মনে আসলো।
গ্রাম থেকে আসা নিকট আত্মীয়দের ঢাকার বিখ্যাত মজাদার খাবার পরিবেশনের পর পরবর্তীতে যখন তাদের চাহিদা মতো অর্থ দান করা সম্ভব হয় নি তখন রটিয়েছে নিজেরা সব সময় দামী খাবার খায় আর আমরা কিছু চাইলেই টাকা থাকে না।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩১
সাইফুল্যাহ আমিন বলেছেন: এরকম স্বভাব ছোট লোকদের বেশি হয়, যারা না চাইতে আশানুরূপ এর চাইতে বেশি পেয়ে যায়।
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২
বনসাই বলেছেন: এমন পরিস্থিতিতে আমি অন্তত পড়ি নি। গিফট নিয়ে কোনো উচ্চবাচ্য করা নৈতিকভাবে নিষেধ আমাদের পরিবারে।
তবে মানুষকে পেটভরে মজাদার তৃপ্তিদায়ক খাবার খাইয়ে বদনামের ভাগিদার হতে হয়েছে আমার বাবাকে বহুবার; সে কথা বহু দিন পর আজ আপনার লেখা পড়ে মনে আসলো।
গ্রাম থেকে আসা নিকট আত্মীয়দের ঢাকার বিখ্যাত মজাদার খাবার পরিবেশনের পর পরবর্তীতে যখন তাদের চাহিদা মতো অর্থ দান করা সম্ভব হয় নি তখন রটিয়েছে নিজেরা সব সময় দামী খাবার খায় আর আমরা কিছু চাইলেই টাকা থাকে না।
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: সবকিছুই আসে পারিবারিক শিক্ষা থেকে। কৃতজ্ঞতাবোধও।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সাইফুল্যাহ আমিন বলেছেন: ঠিক বলছেন ভাই।ধন্যবাদ, ভালোবাসা রইলো।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪
সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা রইলো।
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৩
হাবিব বলেছেন: খায়রুল আহসান বলেছেন: সবকিছুই আসে পারিবারিক শিক্ষা থেকে। কৃতজ্ঞতাবোধও।
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
সাইফুল্যাহ আমিন বলেছেন: ঠিক বলছেন ভাই।ধন্যবাদ, ভালোবাসা রইলো।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি এসব থেকে মুক্ত। আমি কাউকে গিফট দেই না। টাকা দিয়ে দেই। যা খুশী কিনুক...