নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হয় !! ঐসময় যত্ন না নিলে দাঁত পড়ে গেলে তখন যতই দাঁতের যত্ন নিবেন সেই দাঁত আর তেমন কোন কাজে দিবেনা। কিন্তু তার আগে যত্ন নিলে ঠিকই দাঁত ঝকঝকে চকচকে এবং আরো মজবুত হবে !! ঠিক তেমনি সময় মতো দাঁতের যত্ন নেওয়া আর সম্পর্কের যত্ন নেওয়া একই ব্যাপার !! যত্ন আর ভালোবাসা ঠিক ঠাক না পেলে সম্পর্ক যে কখন নিজের অজান্তেই মারা পড়বে তার খবরও মাথার ব্রেইন অব্ধি আসবে না !!
আপনার অজান্তেই আপনার কাছের মানুষ হারিয়ে যাবে, আর আপনি অনেক দিন পরে যখন সেটা বুঝবেন, তখন দেখবেন ধূলোবালি নির্দিষ্ট কোন জায়গা থেকে উড়ে যাওয়ার মতো আপনার সম্পর্ক ও বাতাসে মিলিয়ে গেছে, হারিয়ে গেছে অদূরে!! তাই যে কোন সম্পর্কে বিশ্বাস আর যত্ন দুটোকেই খুব গুছিয়ে নিতে হয়। ঠিক যেমন দাঁত থাকতে দাঁতের যত্ন নেওয়ার মতো !! আর যতোটা পাওয়া যায় সেটুকুকে নিয়ে গুছিয়ে নিতে পারলেই, হিসেবের গল্পে প্রান আসে। খালি চাইলে হয় না, সেজন্য মাঝে মাঝে দিতেও হয় !! জেনে রাখা ভালো যে, ডেবিট আর ক্রেডিট না মিললে ফাইনাল একাউন্ট ও মিলেনা !!
মুখের কথা না, মনের কথাটাও বুঝতে হয়। আর যারা এটুকুন বোঝেন না, তাদের খালি অভিযোগের লিস্টটাই বাড়তে থাকে, তবে ভালো থাকার দিন গুলো বাড়ে না। তাই যতোটা পাওয়া যায়, সেটাকেই যত্ন করলেই ভালো। অপেক্ষা আদতে বেশী হলে বিষে পরিণত হয়।খোঁজ রাখুন, খবর নিন, কেমন আছে আপনার মনের মানুষরা ?? রাগ দেখান, অভিমান করুন, কিন্তু কাছে থাকুন, ভালো রাখুন !!
মনে রাখবেন যাকে আজ ওয়েট করাচ্ছেন, হতেই পারে কাল তার জন্যেই আপনার সারাদিন মুড অফ হয়ে থাকলো। নিজেদের লোকদের আমরা বড় অবহেলা করি, ভেবে নেই যে তারাই সব বুঝবে, আমাদের জন্যে করবে সব। মাঝে মাঝে তাদের জন্যেও করতে হয়, এটুকু মানতেই হয়, না মানলে লসটা আপনারই !!
লেখক: Saifulläh Amïn
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫১
সাইফুল্যাহ আমিন বলেছেন: আসলেই ভাই, একতরফা বেশিদিন আগানো যায়না। একটা সময় এসে সবকিছু থমকে যায়।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: মানব জীবনে এগুলো খুব তুচ্ছ ব্যাপার।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬
সাইফুল্যাহ আমিন বলেছেন: আর এই তুচ্ছ ব্যাপার গুলো থেকে আমরা বেশি আঘাত পাই, মন খারাপ করি।
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২
বিবেকবান জড় বলেছেন: একতরফা এগিয়ে নেয়া যায় না কোনকিছুই
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
সাইফুল্যাহ আমিন বলেছেন: আসলেই ভাই, একতরফা বেশিদিন আগানো যায়না। একটা সময় এসে সবকিছু থমকে যায়।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক চেষ্টা করেছি ভাই । আর একতরফা কত দিন আপনি করবেন ?