নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"তোমার হৃদয়ে থাকিবো আমি, ভাসিবো চোখের পলকে।তোমাকে ভুলে যাইবো আমি, তবু আমাকে দেবোনা ভুলিতে !! \" -সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন

সাইফুল্যাহ আমিন › বিস্তারিত পোস্টঃ

Satisfied Life is Better than Successful Life...

৩১ শে মে, ২০২৪ রাত ১১:১৬

একজন মানুষ সফল কি না?
মানুষ হিসেবে সে নিজে এইটা আইডেন্টিফাই করতে পারেনা। তার মনে হইতে পারে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে আপসোস করতে পারে- ইশ এই জিনিসটা কেন পেলাম না? ঐ চাকুরীটা কেন হইলোনা। ইশ, কয়েকটা নম্বরের জন্য ফরেন ক্যাডারটা মিস হয়ে গেলো। আরো কিছু টাকা থাকলে একটা বিদেশ ট্যুর দিয়ে আসা যেতো। এভাবে আনমনে মানুষজন ঘুমাতে গেলেও চিন্তা করে, সে কি সাকসেস ??

কিন্তু মানুষ নিজে নিজেকে সফল হিসেবে আবিষ্কার করতে না পারলেও তার আশেপাশের মানুষজন, পরিচিত বন্ধুবান্ধব, আত্নীয় স্বজন ঠিকই আইডেন্টিফাই করতে পারে বা করে ফেলে যে অমুক সাকসেস, তমুক সাকসেস !! তারা কাউকে সাকসেসফুল জানে বলেই একে অপরকে বলে বেড়ায় অমুকের এতো টাকা, তমুক হেন করে ফেলেছে, কাড়ি কাড়ি টাকার মালিক বনে গেছে, কয়েকটা মাল্টিস্টোরড কমপ্লেক্সের মালিক সে, ব্যাবসা করে মিলিওয়নিয়ার সমাজের মাঝে অবস্থান করতেছে...

অথচ এতোকিছু করে ফেলা মানুষজন নিজেকে কখনো সাকসেসফুল হিসেবে জাহির করেনা, জাহির করলেও ভেতরে ভেতরে তার আরো ক্ষিধে থাকে, অর্থের প্রতি লোভ থাকে, আরো বিলাসী জীবন এর প্রতি চিন্তিত থেকে দিনানিপাত করে। বাহ্যিক প্রশ্নের মুখোমুখি হয়ে নিজেকে যদি কেউ সাকসেসফুল দাবী করে, তাহলে প্রশ্ন থেকেই যায় সে লাইফ নিয়ে স্যাটিসফাইড কিনা ??

স্যাটিসফাইড লাইফ লীড করার জন্য সাকসেসফুল হতে হয়না। স্যাটিসফাইড লাইফ যেকোনো অবস্থান থেকেই লীড করা যায়। কারন আপনার স্যাটিসফাই জিনিসটা আপনি ব্যাতিত কেউ উপলব্ধি করতে পারবেনা। আপনার স্যাটিসফেকশন লিমিট আপনিই ভালো জানেন। কিন্তু আপনার লাইফ স্টাইল কিংবা এটিচিউড দেখে মানুষ আপনাকে সাকসেসফুল ম্যান হিসেবে বিবেচনা করবে। অথচ মানুষ জানেই না যে, "স্যাটিসফাইড লাইফ ইজ ব্যাটার দ্যান সাকসেসফুল লাইফ !!"

~সাইফুল্যাহ আমিন

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২৪ রাত ১২:১৯

শায়মা বলেছেন: ভেরী গুড টপিক আর অতি সত্য কথন! :)

০৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৩

সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা জুন, ২০২৪ সকাল ১১:০৫

সাইফুল্যাহ আমিন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:০০

ডান বলেছেন: এটা একটি আকর্ষনীয় দৃষ্টিভঙ্গি। তবে, আমি মনে করি সাফল্যও গুরুত্বপূর্ণ। লক্ষ্য এবং অর্জনের বিহীনে জীবন কি একটু লক্ষ্যহীন অনুভব করবে না? উত্তীর্ণ হতে সাফল্যও সন্তোষ আনতে পারে।

০৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৪

সাইফুল্যাহ আমিন বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

৪| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:০৩

তহম বলেছেন: আমি মনে করি এটা কীভাবে সাফল্য নির্ধারণ করা হয় তার উপর নির্ভর করে। যদি সাফল্যের অর্থ অনেক অর্থের অথবা উচ্চ মর্যাদাযুক্ত চাকরির অর্থ হয়, তবে সে সন্তোষ নিশ্চয়ই নিশ্চিত করে না। তবে যদি সাফল্য ব্যক্তিগত লক্ষ্যে অর্জিত এবং অর্থপূর্ণ জীবন প্রস্তুতি করা হয়, তাহলে এটি নিশ্চয়ই সন্তোষের পথে প্রেরণা দিতে পারে।

৫| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:০৭

ডান বলেছেন: এটা মনে হয় তারা সাফল্য এবং সন্তোষ একই নয়। তবে, আমি আমার জীবনে সন্তুষ্ট, আমার বিচ্ছিন্ন জীবন বিত্তিক এবং আমার বাবা-মা সাহায্য করা এবং vaggo casino এর মতো অনলাইন খেলা করা হয়েছে। https://bhaggo.app/casino/। এটা হল একটি "সহজ এবং সন্তুষ্টকর জীবন" বলতে যা আমি করি। আমার জন্য সাফল্য হল যখন আপনি আপনার সাথে যা আছে তাতে সন্তুষ্ট।

৬| ০৬ ই জুন, ২০২৪ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: সন্তুস্টি মানুষকে সুখী বানায়।

জীবনে সবারই একটা লক্ষ থাকে সেখানে পৌছানো বেশির ভাগ মানুষেরই সম্ভব হয় না। বরং অন্য কোথাও গিয়ে পৌছায়।

কিন্তু যদি সেই অবস্থানে গিয়ে তিনি সন্তুস্ট থাকেন তবে সুখী হতে পারবে। সুখ জীবনের পূর্নতা এনে দেয়।

একটা জিনিস মনে রাখা উচিত যা হলো। আপনি বর্তমানে যা সেটার পেছনে সবটুকু অবদান আপনার, আপনি যতটুক শ্রম দিয়েছেন ততটুকই অর্জন করেছেন। আর অতীতের সকল সিদ্ধান্তেই আপনি সেই সময়ে আপনার কাছে সেরা মনে হয়েছে সেটাই নিয়েছেন।

তাই অতীত নিয়ে অনুতাপ না করে বর্তমানের অজর্ন নিয়ে সন্তুস্ট হলেই সুখী জীবন যাপন করা যাবে। যে তার জীবনে সুখী তার আর কি চাই?

৭| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ১১:২৪

সাইফুল্যাহ আমিন বলেছেন: ওয়েল সেই্ড। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.