নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

সজিব আহমেদ আরিয়ান

অতীত আর ভবিষ্যত নিয়ে কখনো ভাবি না। অতীত নিয়ে ভেবে কোন লাভ নেই কারণ সেটা আর ফিরে আসবে না আর ভবিষ্যত নিয়ে ভাবি না কারণ সেটা আমার জীবনে আসবে কিনা তা কেউ জানে না, তাই যা করবো আজই। সর্বদা যা করবো বর্তমান পরিস্থিতি দেখে।

সজিব আহমেদ আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীর চুলকানি একটু বেশিই!

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭


সামনের মাসে ( ডিসেম্বর ) জাতীয় নির্বাচন। সেটা সবাই জানে। ছোট বাচ্চা থেকে শুরু করে প্রবীণ সবাই। সবাই কম বেশি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কাকে ভোট দিবে! আজ ছিলো ( ১২ নভেম্বর ) আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন। অনেক দূরদূরান্ত থেকে এসেছেন অনেক আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন ফর্ম পাওয়ার আশায়। ক্রিকেট ভক্ত কিংবা অনেক মানুষই জানেন যে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা এইবার আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম নিয়েছেন।

কিন্তু অনেকের এই সাধারণ বিষয়টা সহ্য হয় না। ফেসবুকে হাজারো মানুষ এই নিয়ে চিল্লানো শুরু করেছেন। ' মাশরাফি ভাই কেনো আওয়ামীলীগের মনোনয়ন ফর্ম নিলো? ' এটাই অধিকাংশ লোকের কথা। আরে ভাই সে আপনার পছন্দের দলের ফর্ম নেয়নি বলে আপনি কী এতো বড় একজন ক্রিকেটার দিকে এই সামান্য বিষয় নিয়ে আঙুল তুলতে পারেন? না পারেন না। কারণ এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার।

আওয়ামীলীগ আপনার পছন্দ না এটা আপনার সমস্যা এতে মাসরাফির কী দোষ। তাসকিনের বেবি হওয়ার পর যখন তাসকিন তার বেবিসহ একটা পিক তাসকিন তার পেজে পোষ্ট করে সেখানে চলে যায় চুলকানিওয়ালা রুগী। যেগুলো তারা তাদের চুলকানি শুরু করে দেয়। তাসকিনের প্রতি তো কোন সম্মান দেখায় না আর নিজের দেশকে বিদেশীদের কাছে করে ছোট সেই কথাগুলোর জন্য।

এখন সেইরকম একদল মানুষ শুরু করছে মাশরাফির বেলায়ও শুরু কিরেছে তাদের চিল্লানি । মাশরাফি তার ক্রিকেট ক্যারিয়ারে সর্বদা নিজ স্থান থেকে ছিলো সচেষ্ট ও নিষ্ঠাবান ব্যক্তি ও ক্রিকেটার। তিনি অনেকবার ভালো বোলিং ও ব্যাটিং করে জিতিয়েছে বাংলাদেশকে। প্রত্যেক ম্যাচ জেতানোর পর গণমাধ্যমে দেখা যেতো তার জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় সেগুলো কী অন্যের পোস্ট কপি করা ছিলো নাকি লোক দেখানো ভদ্রতা? যে ব্যক্তির হাটুতে ৭-৯ বার অস্ত্রপচার করার পরও ক্রিকেট খেলে বাংলাদেশকে জিতিয়েছেন তার জন্য এই আজ এটাই পাওনা ছিলো? হায়রে বাঙ্গালী!

রাজনীতি কী আসলেই নোংরা কিছু নাকি যে রাজনীতিতে যায় সে নোংরা? আসলে এসব কিছুই না যে নোংরামি করবে সে সব জায়গায়ই করবে আর যে করবে না সে সব স্থানেই নিষ্ঠার সাথে থাকবে। রাজনীতি কে করেনি? বিশ্বের মহৎ ১০০ জন ব্যক্তিবর্গের নাম ও জীবনী দেখেন অধিকাংশই তার জীবনে রাজনীতি করেছেন। হ্যাঁ আমি রাজনীতির কথা বলছি দুর্নীতির কথা না। বিশ্বনবীও তার জীবনে কালে দেশ পরিচালনা করেছেন। কিন্তু তার করেছে রাজনীতি নাকিনা দুর্নীতি। কিছু কিছু মানুষের জন্য আপনি সবাইকে খারাপ বলতে পারেন না। সবাই এক না।

হয়তো মাশরাফি ভাইয়াই বদলাবে এই দেশকে। কারো বিরুদ্ধে কিছু বলার আগে অনেকবার ভাববেন কারণ কারো ব্যাপারে সমালোচনাও এক ধরণের অপরাধ। একজন সম্মানীয় ব্যক্তিকে সম্মান করতে শিখুন। হয়তো আপনার পছন্দের দলের মনোনয়ন পত্র নিলে আপনি এই কথা বলতেন না কারণ সেটা আপনার পছন্দের দল। আর দল কোন কিছু বহন করে না বহন যা করে তাহলো নেত্রীত্ব। দু'একজন লোকের জন্য আপনি কোন দলকে ও দলের সবাইকে খারাপ বলতে পারেন না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

MD Shahinur Rahman Dipu বলেছেন: সামনের মাসে জাতীয় নির্বাচন সেটা সবাই জানে ..........
এইভাবে না লিখে লিখা যেতো- ছোট থেকে বড় সবাই জানে আগামী ২৩ শে ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন।
আশা আগামীতে বাক্য গঠনে আরও মনোযোগী হবেন

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা নিবেন...আর আজ নির্বাচনের তারিখ পরিবর্তন কিরা হয়েছে এখন নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে ৩০ তারিখ!

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

আবু তালেব শেখ বলেছেন: বেশ আবেগ নিয়ে লিখেছেন

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: প্রথমেই ধন্যবাদ আর এটা আগেব নয় বিবেক নাড়া দিয়েছিলো তাই লিখেছি

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: এই সমস্যাগুলো বাঙ্গালীদের জাতিগত।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: তারা বুঝে যে ব্যবহারেই বংশের পরিচয় তাই তারা তাদের বংশ পরিচয়টা সবার মাঝে তুলে ধরে!

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

স্বপ্নিল অণুকাব্য বলেছেন: আমরা আসলে নতুন কিছু নিতে পারি না। উনি একটা বিশেষ দলে গিয়েছেন এটাই যদি অপছন্দের কারণ হয়ে থাকে তবে রাজনীতি নিয়ে উনাদের মাথা না ঘামানোই উচিত।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: আমাদের সমাজটা এমনই ভালো কিছু করতে গেলে লোকজনের কটু কথা শেষ নেই।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একজন সম্মানীয় ব্যক্তিকে সম্মান করতে শিখুন।
.................................এটাই আমাদের সমাজে র্চচা সুরু হোক

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ধন্যবাদ ভাইয়া কিন্তু এর জন্য শুধু অপেক্ষার প্রহর গুনে যেতে হবে কবে শুরু হবে তার কোন নিশ্চয়তা নেই!

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৮

সৈয়দ ইসলাম বলেছেন:

মাশরাফি সকলের কাছেই প্রিয়, আর তাই এটা একটা সুযোগ নিজেদের পবিত্র করার, লিংকে গিয়ে পুরো লেখাটি পড়ুন!


খেলা একটি অপূর্ণাঙ্গ জনসেবা (জনসমর্থন আদায়ের নতুন কৌশল নয়তো?)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫০

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: সহমত ভাই

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

হাবিব বলেছেন: চুলকানির পরেই তো আসল মজা

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: চুলকানির সময় নখের দৈর্ঘ্য বেশি হলে স্থানটা কেটে যেতে পারে!

৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৫

ইয়োডা বলেছেন: সমালোচনা অপরাধ নয়,ভুল,উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা হতে পারে।ভাল সমালোচক জাতির জন্য আর্শীবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: মনে রাখা উচিত অন্যের দিকে একটা আঙ্গুল তুললে বাকি চারটা আঙ্গুল নিজের দিকেই থেকে যায়!

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

শাকিল মাহমুদ সুমন বলেছেন: চুলকাইয়া কোন লাভই হলো না, শুধুই নিজের পশ্চাৎ ক্ষতবিক্ষত হলো!

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: তাদের জন্য দরকার মলম যেটা সেনাবাহিনীর কাছে আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.