নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

সজিব আহমেদ আরিয়ান

অতীত আর ভবিষ্যত নিয়ে কখনো ভাবি না। অতীত নিয়ে ভেবে কোন লাভ নেই কারণ সেটা আর ফিরে আসবে না আর ভবিষ্যত নিয়ে ভাবি না কারণ সেটা আমার জীবনে আসবে কিনা তা কেউ জানে না, তাই যা করবো আজই। সর্বদা যা করবো বর্তমান পরিস্থিতি দেখে।

সজিব আহমেদ আরিয়ান › বিস্তারিত পোস্টঃ

2.0 মুভি নিয়ে দু\'চার কথা ( হাফ মুভি রিভিউ )

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০২



আগেই বলে রাখি এটাই হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ইন্ডিয়ান মুভি। যেটা তামিলে নির্মিত। আর তামিল মুভি মানেই তো একশন আর একশন আর এটাও তার ব্যাতিক্রম নয়। সবচেয়ে ব্যয়বহুল মুভি বলে কথা। এখনো পর্যন্ত অনেকেই মনে করতেন ইন্ডিয়ান সবচেয়ে ব্যয়বহুল মুভি হচ্ছে " বাহুবালী " ও " বাহুবালী ২ " কিন্তু সবাইকে চমক লাগিয়ে দিলো এই " 2.0 " মুভি। বাহুবালীর মুভির দু'টা সিরিজে যা ব্যয় হয়েছে তা এই মুভির অগ্রীম টিকেট কাটার আয়েরও কম।

" বাহুবালী এবং বাহুবালী ২ " মুভিতে মোট ব্যয় হয়েছিলো 3,621,214,489 ( তিন'শ ষাট কোটি) ইন্ডিয়ান রুপি। আর যেখানে 2.0 মুভির এডভান্সড বুকিং হয়েছে 4,200,000,000 ( চারশো বিশ) ইন্ডিয়ান রুপি। আর মুভিটা বানাতে ব্যয় হয়েছে 5,430,000,000 ( পাঁচশো তেতাল্লিশ কোটি) ইন্ডিয়ান রুপি। আমি বুঝি না এতো রুপি কোন ব্যাংকে রাখবো? ওই দেশে কী আয়কর দেওয়া লাগে না?



" 2.0 " মুভিটির মূল চরিত্রে আছেন সুপারস্টার রাজনীকান্ত ( মুভির চরিত্রে: চিট্টি) , আকসায় কুমার ( ডাঃ রিচার্ড) ও এমি জ্যাকসন। সুপারস্টার রাজনীকান্তের মুভি বলে কথা একটু কাপাকাপি তো হবেই। আরো আছে আকসায় কুমার। কথা বলার কিচ্ছু নাই লাইনে দাড়ান কপাল ভালো হলে টিকেট পেয়েও যেতে পারেন। বিশ্বাস করুন এই মুভির টিকেট ব্লাকে আকাশ ছোঁয়া দামে ( আসল মূল্যের চেয়ে ২-৪ গুন বেশি এবং কী আরো বেশিও হতে পারে) বিক্রি হবে।

মজার ব্যাপার হলো মুভির শুটিং এর সময় সবার আগে যেতে হতো মুভির ভিলেন আকসায় কুমারকে। কারণ তার মেক আপ করতে সময় লাগতো ৬ ঘন্টার কাছাকাছি । এই মুভির এতো খরচের পিছনে এটাও একটা মূল কারণ। মূল খরচের জন্য দায়ী মেক আপ, ড্রেস, ইডিটিং ও থ্রিডি ভার্সন শুটিং। জ্বী হ্যাঁ এটাই ইন্ডিয়ান প্রথম মুভি যেখানে এইডি, চোর কে এবং টুডি ভার্সনের বদলে সরাসরি থ্রিডি ভার্সনেই ক্যাপচার করা হয়েছে এই মুভিটি। অন্যান্য মুভিগুলো যেখানে টুডি শুটিং করে ইডিট করে থ্রিডি করা হয় সেখানে এই মুভিতে বলিউডের মতো করে ডিরেক্ট থ্রিডিতে শুটিং করা হয়েছে। সুতরাং এই প্রথম কোন ইন্ডিয়ান মুভিতে পাবেন বলিউডের অনুভব ।

বাহুবালী মুভিটা ছিলো একটা এনিমেশন ভিত্তিক মুভি আর 2.0 হলো একটা সাইন্স ফিকশন ভিত্তিক মুভি। সাইন্স ফিকশন মুভি হলেও এই মুভিতে স্ক্রিপ্ট এতো কঠিন না। ' রোবট ' মুভিটা যেমন সর্বসাধারণ বুঝতে পেরেছিলো এই মুভিটাও আশা করা যায় সবাই খুব সহজেই বুঝবে। যেখানে বাহুবালী এনিমেশন মুভি হলেও কাহিনীটা বেশ কঠিন।

সব মিলিয়ে বলা যায় যে এই মুভিটা দর্শকে নিরাশ করবে না। খুব ভালো একটা মুভি হতে চলেছে এই 2.0 তা মুভি রিলিজের আগেই আন্দাজ করা যাচ্ছে। গুড লাক!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮

বলেছেন: এই প্রথম কোন ইন্ডিয়ান মুভিতে পাবেন বলিউডের অনুভব - বুঝিনি
বাহুবালী মুভিটা ছিল এ্যানিমেশন ভিত্তিক ছবি - বুঝিনি

রজনীকান্ত বুড়ো হলেও নায়ক রয়ে গেছে, আর ঐশ্বরিয়া তরুণী হলেও নায়িকা হবার যোগ্যতা হারিয়েছে।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: এই মুভিটা ছাড়া ইন্ডিয়ান কোন মুভিতে ডিরেক্ট থ্রিডি ক্যামেরা দিয়ে মুভি করা হয়নি।

বাহুবালী মুভিটায় অধিকাংশ চিত্র সম্পূর্ণ এনিমেশন অনেক জিনিস কাগজ দ্বারা তৈরি কিন্তু এই মুভিটি একটা সাইন্স ফিকশন গল্প অনুসরণ করে তৈরি।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: মুভিটা মনেই হয় ভালৈ হবে।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: Hmm

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তামিল মুভিগুলো জোসস..

কাহিনী,নায়ক, নায়িকা সবই দারুণ।

রজনীকান্তর সম্পর্কে আর কি বলবো...

অক্ষয় কুমার তো দারুন অভিনেতা...

আর এমি জ্যাকসন... 880 volts ;)

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: পুরাই কারেন্ট তাই বুঝি!

৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমার কাছে বাড়াবাড়ি মনে হয়েছে । তাছাড়া ট্রেইলার দেখে আমি কিছুটা হতাশ । তবে মুভিটা দেখব ।

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: বেশিদিন অপেক্ষা করা লাগবে না ২৯ তারিখেই আসছে

৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পুরাই কারেন্ট তাই বুঝি!

তামিল সবগুলোই কারেন্ট ;)

তামান্না ভাটিয়া,শ্রুতি হাসান,অনু ইমানুয়েল,এমি জ্যাকসন সবাই ই 880 V B-))

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: কাজল আগারওয়াল কী মরে গেছে? :/

৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কাজল আগারওয়াল কী মরে গেছে?
=p~ =p~ =p~
মরবে ক্যান B-)) কতগুলোর নাম কমু ;)

২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: হুম!

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৫

বনসাই বলেছেন: বলিউড তো ইন্ডিয়ান মুভিরই অংশ, বলিউড এর বদলে হলিউড হবে কি?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ইন্ডিয়ান সব মুভি না কিছু সংখ্যক কিন্তু তার মধ্যে একটাও থ্রিডি না, হলিউডও হতে পারে!

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিয়ের অগ্রিম দাওয়াত দিয়েন।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: কিয়ের বিয়া? কার বিয়া? কেমনে বিয়া? কিসের বিয়া? কার সাথে বিয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.