![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"গান-বাজনা সম্পূর্ন ভাবে নজায়িয, হারাম ও নিষিদ্ধ। কেননা, গান দ্বারা অন্তরে নেফাক বৃদ্ধি পায়,যেমন- পানি দ্বারা ফসল বৃদ্ধি পায়।তাছাড়া অন্তরে যিনার চাহিদা সৃষ্টি হয় এবং মানুষ পিথগামী হয়।
(প্রমানঃ সুরা লোকমান ২# তাফসীর আহমদিয়্যাহ ৪০০ পৃঃ ইমদাদুল মুফতীন, তফসীর মাআরেফুল ক্বোরআন পৃঃ১০৫২, ১০০৩পৃঃ# দুররে মুখতার মাআশ শামী ৬:৩৪৯। ফাতা্ওয়ায়ে রাহমানিয়া ১ম খন্ড ১৬২পৃঃ)
আবু দাউদ ইবনে মাজা ও ইবনে হাব্বান বর্ণিত, হযরত আবু মালেক আশ আরীর র্ওেয়ায়েতে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহী ওয়সিাল্লাম বলেন,
”আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কতকের আর্কতি বিকৃত করে বানর ও শুকরে পরিনত করে দেবেন।” (তফসীর মাআরেফুল ক্বোরআন পৃঃ১০৫২)
২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
আফজালনবীনগর বলেছেন: আপনি ব্যান খাইবেন ভাই ।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮
সিদ্ধার্থ. বলেছেন: ”আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টে তা পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদের ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কতকের আর্কতি বিকৃত করে বানর ও শুকরে পরিনত করে দেবেন।”
সুন্দর লিখেছেন ।অবিলম্বে সকল গান বাজনা নিসিদ্ধ করা হোক শুধু হার্ড রক ছাড়া ।কারণ ওটা গান বাজনার মধ্যেই পরে না ।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
বেপারিবাজ বলেছেন: ++++++
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
ছণ্ণ্ ছাড়া বলেছেন: এই কথাগুলো সত্য হলে এটা দেখলে কি বলবেন
৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
সেলিম৬২৫১ বলেছেন: ”গান শোনা ভালো কথা, কোন সেই গান?
যে গানে তাজা হয় মানুষের ঈমান।
গান শোনা ভালো না, কোন সেই গান?
যে গানে মরে যায় মানুষের ঈমান।”
৭| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভ্রাতা মুসলমান হিসাবে আমাদের বুখারী মুসলিম এই দুইটা হাদিস গ্রন্থ অন্তত পড়া কর্তব্য, তাই না?
কারণ প্রত্যেক মুসলিম নর ও নারীর জ্ঞান অর্জন ফরজ।
এখন, জ্ঞান অর্জনই যেখানে ফরজ সেখানে হাদিসগ্রন্থ পড়া তো আরো বড় ফরজ, তাই না?
জ্ঞানদানের পূর্বে জ্ঞান অর্জন করা মহা ফরজ।
শুধু শুধু আপনার জন্য বুখারি আর মুসলিম শরীফের আট দশটা হাদিস কোট করলাম না।
যার মূল গ্রন্থ পরার সময় নেই তার রেফারেন্স পড়ারও সময় থাকার কথা না।
(বুঝলাম না, এত রেগে বললাম কেন? সম্ভবত, এই অতি সাধারণ বিষয়টা যে জানে না, আবার ফতওয়া দিচ্ছে তার উপর রাগ হয়ে যায়।)
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭
আহলান বলেছেন: মানতে পারি আর না পারি কথা সত্য। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ...