নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এন এম সানোয়ারুল ইসলাম সেলিম

সেলিম৬২৫১

সেলিম৬২৫১ › বিস্তারিত পোস্টঃ

কুরআনের ফুরকান নামের অর্থ

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

কুরআনের ফুরকান নামের অর্থ

হযরত আশরাফ আলী থানভী(রহ.) বলেন- পবিত্র কুআনের একটি নাম- ‘ফুরকান’ (فرقان)। এর দ্বারা বোঝা যায় যে, কুরআন সব সময় ঐক্য গড়ে না; বরং কখনো ঐক্য গড়ে, আর কখনো ঐক্য ভাঙ্গে। যে সব লোক হকের উপর রয়েছে, কুরআন তাদের সঙ্গে সম্পর্ক গড়ার হুকুম দিয়েছে আর যারা বাতিলের উপর রয়েছে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার হুকুম দিয়েছে।



ঐক্য গড়ার পদ্ধতি

হযরত বলেন- হকের দাবি এই যে, কোনো দুই ব্যক্তি বা দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে, প্রথমে দেখতে হবে যে, কে হকের উপর রয়েছে,



আর কে না-হকের উপর রয়েছে। যখন হকের পক্ষ চিহ্নিত হয়ে যাবে, তখন তার বিরোধিতা করা যাবে না; বরং তার পক্ষ অবলম্বন করতে হবে। এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত পক্ষকে বাধা দিতে হবে। সুতরাং আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

فقاتلوا التى تبغى حتى تفئ الى امر الله

‘তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে; যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে।’ (সূরা হুজরাত-৯)



কুরআনের ফুরকান নামের অর্থ



হযরত আশরাফ আলী থানভী(রহ.) বলেন- পবিত্র কুআনের একটি নাম- ‘ফুরকান’ (فرقان)। এর দ্বারা বোঝা যায় যে, কুরআন সব সময় ঐক্য গড়ে না; বরং কখনো ঐক্য গড়ে, আর কখনো ঐক্য ভাঙ্গে। যে সব লোক হকের উপর রয়েছে, কুরআন তাদের সঙ্গে সম্পর্ক গড়ার হুকুম দিয়েছে আর যারা বাতিলের উপর রয়েছে, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করার হুকুম দিয়েছে।



ঐক্য গড়ার পদ্ধতি

* হযরত বলেন- হকের দাবি এই যে, কোনো দুই ব্যক্তি বা দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে, প্রথমে দেখতে হবে যে, কে হকের উপর রয়েছে,



আর কে না-হকের উপর রয়েছে। যখন হকের পক্ষ চিহ্নিত হয়ে যাবে, তখন তার বিরোধিতা করা যাবে না; বরং তার পক্ষ অবলম্বন করতে হবে। এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত পক্ষকে বাধা দিতে হবে। সুতরাং আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

فقاتلوا التى تبغى حتى تفئ الى امر الله

‘তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে; যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে।’ (সূরা হুজরাত-৯)



( কামালাতে আশরাফিয়া-অনুবাদক মাওলানা জালালুদ্দিন )

http://www.maktabatulashraf.net/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.