![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যৈবনের জতুগৃহ পুড়ে যায়।
আগুনও ক্লান্ত হয় পোড়াতে পোড়াতে
খড়-বিড়া-নাড়ায় আগুন ধরে যদি রসনা-রসাদ্র সবুজ না থাকে জমিনে
এ দুনিয়া রেখেছো যাদের জিম্মায়, তারা লুটে পুটে লেপে-মুছে খায়
নাড়াক্ষেতে আগুন চঞ্চল হয়, বিড়াবেণী বেঁধে দিলে সারা রাত আগুন কাতরায়
আগুনখোপায় তোমাকে সুন্দর লাগে, হোমহেমা অপরুপা নিশীদামিনী আমার!
আকাশ অন্ধকার করে যে আসে অঝরে; তার কাছে যাই, পুড়ে যাই…
২.
ছায়ার চালুনী দিয়ে রোদ এসে পড়ে, রুগ্ন এই রোদ;
দীপ্তির ঘরে জনম, হামাগুড়ি দিয়ে তালাবি তালাশ
আমারই কবিরাজখানায়।
এতোই হাপায় রোদ-
সকালের পিঠে চড়ে, গত মৌসুমে শেষ মার্তন্ড পুজাপ্রাক্কালে
কিছুটা রোদের বীজ ভিজিয়ে রেখেছি আমি মেদিনীমন্ডলে।
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১
সেলিম তাহের বলেছেন: জেনে প্রাণিত হলাম। ভালো থাকবেন।
২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো কবি
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৩
সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২৪
সেলিম তাহের বলেছেন: গদ্যের যাদুকর, অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগা রইলো ।
ভালো থাকুন ।
০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৪২
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৩
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।