![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
যে সমস্ত ধারনার বশবর্তী হয়ে
চোখ বোজ, দেখ
তারাই অনুসরণ করছে
বরফের উপর তোমার লাল ছোপ
অথচ তাদের চিহ্ন
দেখতে পাওনি
আজ উত্তেজক মুহূর্তের মধ্যে
শক্ত ও বিহ্বল মুহূর্তের মধ্যে
তাদের স্বরূপগুলো যদি বিম্বিত হয়
একজোড়া পায়ের মশমশ
দাঁড়িয়ে পড়ে বালির মধ্যে
কোন বিশ্বাসকে বেছে নেবে?
২.
এই হলো গতির কথা
যার অন্ধত্ব আমাকে চিরকাল অবাক করে
তথ্য থেকে বার করে আনে
আর এই হলো স্থিতির কথা
যার দৃশ্যময়তা আমাকে তথ্যের প্রতি
প্রলুব্ধ করে
আর এই হলো স্বচ্ছতার কথা
যা গতি ও স্থিতির মাঝখানে
আমার গৌণতা নিয়ে খেলে।
৩.
এরপর
অন্দর থেকে ছুটে যাই
আরেকটি অন্দর সামনে দাঁড়িয়ে পড়ে
অটুট, অগভীর
আর এক ভয় পেড়ে ফেলে
অস্তিত্বের কথা খুব মনে পড়ে
হাঁটতে শেখার দিনে
এক ভারসাম্য থেকে অন্য
ভারসাম্যে গড়িয়ে যাওয়ার দিনে
ত্রুটিময় বাতাস বইছিল
বাতাসের চার কোনা উড়ে যাচ্ছিল
এই সব অস্পষ্টতাই আমাদের চিহ্ন
নির্মাণের গায়ে
আমাদের বিভ্রাটই আমাদের প্রকৃত নির্মাণ
ক্রিয়াশীল, নিরন্তর- অনায়াস।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪
সেলিম তাহের বলেছেন:
অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন।
২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮
হাসান মাহবুব বলেছেন: দারুণ!
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬
সেলিম তাহের বলেছেন: থ্যাঙ্ক ইয়ু, বাংলার চেখভ!
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০
শ্রাবণধারা বলেছেন: বেশ লিখেছেন.......।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৩
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:২৪
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগা রেখে গেলাম ।
ভালো থাকুন ।।