![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি হোক
একবার বৃষ্টি হোক,
দ্বিধার আকাশ ছিঁড়ে ঝরুক
প্রেরণার আর্দ্র জল ...
লীলাক্ষেত্রে বরিষণ উর্বশী হোক। বৃষ্টি হোক…
লীলা। আপন আস্বাদন অধীরা। জীব ও পরমের পরষ্পর সাক্ষাৎ। অনির্বচনীয় মোলাকাত। আগমনের হেতু ও হিতার্থ ছাড়াও মর্মার্থ বিরাজমান। জগতে জীব স্বরূপে আবির্ভূতা। সর্বহারার ঘরেই পরম আসেন। স্বরূপে সংহত স্বপ্রকাশিত। লীলাক্ষেত্রের মধ্যে কোন সংকীর্ণতা, জাত-পাতের ভেদরেখা থাকে না। লীলায় লীন ভেদ। অভেদের বিকাশ। বিকাশমান অভেদে সর্ববেদ সারাৎসার সর্বহারার মধ্যে প্রস্তাবিত হচ্ছে। লীলায় লীন লীলাবিস্তারি আন্দোলন। অনুরাগ, অনুকম্পা ও রাধিকা কণায় প্রাণ ও প্রকৃতি ভরে উঠছে। সংকীর্ণ প্রতিক্রিয়াশীল সলাজ শরম-ভরমের দোহাই মানুষ অতিক্রম করছে। প্রাণ ও প্রকৃতি স্বয়ং লীলাকাতর। সকল স্বয়ম্ভু খোদ্গুণ মিলনমুখরা মিথষ্ক্রিয়াময়।
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪
সেলিম তাহের বলেছেন: পুলকে শিহরীত হইয়া যে সত্যবাচন নিসৃত হইলো, তাহাও কম উচ্চমার্গীয় বলিলে পাপাচার হইবে আমার, তাতঃ !
দোয়া গো।
২| ২৫ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০৪
আমি অপদার্থ বলেছেন: বৃষ্টি হওয়া চাই।
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩
সেলিম তাহের বলেছেন: ঠিক বলসেন ভাই। এই গরমে জীবন অতিষ্ঠ!
৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
আমিনুর রহমান বলেছেন:
কঠিন শব্দমালা !
২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৫
সেলিম তাহের বলেছেন: "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম... " : )
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৪ রাত ২:২২
পয়গম্বর বলেছেন: অনেক দিন পর আপনার প্রাঞ্জল পদচারণার শিঞ্জনধ্বনি শুনে পুলকিত বোধ করছি। উচ্চমার্গীয় এ লেখনীর পরশ যেন সঞ্জিবনী রসের সুধাপানের আস্বাদ অনুভবের সমতুল্য। শুভকামনা।