![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় যেন এক খামতি থাকি যায় তোমার লিখায়
কিছু হিজিবিজি দাগ থাকি যায় যেন কোঁকড়া চুলের লাহান
আমি তারে টের পাই, ঠাহর করবার পারি, কিন্তু পারি না ধরবার।
এতো কাছাকাছি আহি, এতো মশগুল থাহি শিরায় উপশিরায়
অন্তরের লহু খালি উথাল পাথাল টগবগায়,
একটা বাজপাখি হুউউউউউস শিস দিয়া যায় কানের গহীণে
নখের ডগায় সব ইচা মাছ খলবল খালি লাফায় গোত্তা খায়
আমি সব ঠাহর পাই টের পাই যেন বেহেস্তের
বেলাজ হুর আমারে আদর করে
কুটকুট কুটকুট ঠোকরায় উঁইপোকা আমার ভাংগাচুরা মোকামে
অজিফা পাঠের ধ্বনি ভাইসা আসে ওই দূর পগারের ওপার থিকা
আমি কান পাতি, ধুকফুক ধুকফুক করে কলিজা
তবু তোমার লিখার মজেজা ধরিবার না পাই।
কী কামে তাইলে তুমি লিখো?
অন্তরে পেরেশানি নিয়া কেন তয় আমার উঠানে খলবলাও
আমি চক্ষু বন্ধ রাখি তাই, পাছে তোমার প্রকাশ
আমার লহুতে যদি ঢালি দেয় বিষের পয়গাম!
তার চাইতে এই ভালো, অপ্রকাশ্য কিছু আঁকিবাকি নিয়া
আমি যেন পারি মরবার।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন: প্রিয়ার প্রতি অফুরাণ ভালোবাসা...
প্রতিটি উক্তিতে,কথায় এবং বর্ণনায়।
ভালো লাগলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১
সেলিম তাহের বলেছেন: ভালো লাগলো যেনে স্পৃহা পেলাম। ধন্যবাদ অফুরান।
তবে এটা শুধু প্রিয়ার প্রতি নয়, অসীম অজ্ঞেয় সেই স্রষ্টার প্রতিও হতে পারে। কী জানি!
৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ, রাজীব নুর।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
শায়মা বলেছেন: হা হা দারুন কবিতা!!!!
যেমনই মজা লেগেছে পড়তে তেমনি গভীর চিন্তার প্রকাশও ঘটেছে কবি এবং পাঠকেরও!
৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
সেলিম তাহের বলেছেন: আপনি এখনও সামুতে আছেন??? আমিতো সেই ২০১৫ এর পর আবার এলাম!
যাইহোক, পাঠে ও মন্তব্যে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫১
সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩
শিখা রহমান বলেছেন: পরানের গহীন ভিতর আর সৈয়দ শামসুল হককে মনে করিয়ে দিলেন।
ভালোলাগা রইলো। শুভকামনা সতত।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫২
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ নিরন্তর। আপনাকেও শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৭
এস সুলতানা বলেছেন: খুব সুন্দর+++