![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেলিফোনে হুমকি এলো গতকাল রাতেঃ
আমার অস্থি-মজ্জা এক ক’রে গুম করা হবে লাশ!
তারপর সিনেমার ভিলেনের মতো হাসি দিয়ে কেটে গেল লাইন।
আমি তাড়াতাড়ি ছুটে যাই বারান্দায়, রাস্তায় কোন
অনাবশ্যক আগন্তুকের উটকো পদধ্বনি শোনা যায়
কি না নিশ্চিত হই তাতে।
তারপর ভাল করে খিল এঁটে দোরগোড়ায়
চটচটে বমি করি একথাল-
মাঝে মাঝে প্রায়ই যেমন বেশ রাত করে
শোনা যায় বেজন্মা কাকের ডাক,
আমি অপেক্ষায় থাকি কিছুক্ষণ সেই ডাকের।
গতকাল এলেবেলে এক হুমকি এলো টেলিফোনের তার বেয়ে
গতকাল তাই তাড়া খাওয়া কুকুরের মতো আপনা থেকেই
দু’পায়ের ফাঁকে গুটোল আমার লোমহীণ ক্লেদাক্ত লেজ।
আমার সমস্ত অবয়ব জুড়ে যেন দগদগে ক্ষত
আর আমি যেন সেই সব ক্ষতে রেখেছি মুখ।
এভাবেই বাঁচামরা আজকাল।
গতকাল হুমকি এলো টেলিফোনে, আজ
কখন যে আমায় খুন করা হ’লো খুব নিপুন হাতে-
টেরই পাইনি!
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
রুমী ইয়াসমীন বলেছেন: এমনি করেই হয়তো কেউ গুম হচ্ছে, খুন হচ্ছে।
চমৎকার ভাবনার প্রকাশ কবিতায়।
ভালো লাগলো...
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
সেলিম তাহের বলেছেন: দেশে বিচার বহির্ভুত হত্যা ও গুমের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকুক। পাঠে অনেক ধন্যবাদ।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: সাবলীল লিখা।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২২
এস সুলতানা বলেছেন: চমৎকার লিখা
১৪ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।