নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরও কত দূরে আছে সে আনন্দধাম...

সেলিম তাহের

স্মরণে ত্বরণ, স্পর্শে মুক্তি

সেলিম তাহের › বিস্তারিত পোস্টঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার

১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

আসুন মহান মুক্তিযুদ্ধের এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে একটি রিপাবলিকান রাষ্ট্র প্রতিষ্ঠা সুনিশ্চিত করার লড়াইয়ে একাট্টা হই।
এই দুঃখী রাষ্ট্রের অসুখী জনগনকে বিজয় দিবসের শুভেচ্ছা।


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দুঃখী রাষ্ট্রের অসুখী জনগনকে বিজয় দিবসের শুভেচ্ছা
................................................................................
কি করে বুঝলেন এদেশের সকল জনগন অসুখী ???
এটা আপনার ভূল ধারনা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

সেলিম তাহের বলেছেন: হয়তো অনাবধনতাবশতঃ "ভুল" বানানটি ভুল লিখেছেন। সে কথা থাক।
জনগন বলতে সম্ভবতঃ আপনি সেক্যুলার শহুরে মধ্যবিত্ত সহ উচ্চ শ্রেণীর কর্পোরেট জনগনকেই বুঝেন। না হলে বলতেন না যে মন্তব্যটি ভুল।
নৈশ ভোটের সরকারের কথা না হয় বাদই দিলাম। বাদ দিলাম এই রাষ্ট্রের সর্বস্তরের সীমাহীন দুর্ণিতীর কথা। বাদ দিলাম দিল্লীর হিন্দুত্মবাদী সরকারের পদলেহন নীতি। কিন্তু বিচার বহির্ভুত হত্যা, গুম-খুনের সংস্কৃতি, পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পাটকল শ্রমিকদের চলমান অনসন ধর্মঘট, জনগনের ঘারের উপর চাপিয়ে দেয়া সুন্দরবন কয়লা বিদ্যুত প্রকল্প, হাজার কোটি টাকা বিদেশে পাচারের সংস্কৃতি- ইত্যকার বিবিধ অরাজকতার লিস্টি দিতে গেলে শেষ হবে না। একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় এর পর জনগন আর কী করে ভালো থাকে বলুন? এটা বুঝার জন্য রকেট সাইন্টিস্ট হবার দরকার পরে না।

"আসলে তো বাঁচা চৌষট্টি খোপে, সাদা কালোর খেলায়। ঘোড়া ছুটছে আড়াই চালে, হাতি বেরাচ্ছে দাপিয়ে, নৌকা তরতরিয়ে এগোচ্ছে, মন্ত্রী চোখ রাঙাচ্ছে ইচ্ছেমতো। চক্রবুহে নাভিশ্বাস। এই দানে তাই বোড়ে এগিয়ে দিলাম।"
এইবার কথাগুলো মিলিয়ে নিন বর্তমান প্রেক্ষাপটের সাথে। আমরা বোড়েরা মুক্তি চাই এই চৌষট্টি খোপ থেকে, এই চক্রব্যুহের নাভিশ্বাস থেকে। এই দানে তাই বোড়েদের এগিয়ে যাপার পালা।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার
আজকের এই দিনে জানাই মহান বিজয় দিবস এর আন্তরিক অভিনন্দন ও প্রান ঢালা শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

সেলিম তাহের বলেছেন: আপনাকেও বিজয় দিবসের জ্বালাময়ী শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের অনেক জনগন আছেন যারা রাজনীতি নিয়ে মাথা ঘামায়না বা আলোচনা করেনা,
তাদের চাকুরী, ছেলে মেয়ে বা পরিবার পরিজন নিয়ে ভালই আছেন । গ্রামে ও যাদের সদস্য বিদেশে
আছেন বা পরিবারের সদস্য চাকুরী করেন, তারাও রাজনীতি নিয়ে মাথা ঘামায় না ।
এক কথায় তারা অসুখী নয় ।
..............................................................................................................................
তাই বলে বলব না দেশ মহা সুখে আছে, আমাদের প্রত্যাশা থেকে পিছিয়ে আছে ।
আজকের আমার কবিতায়ও তা প্রকাশ আছে । কিন্ত আমাদের সাফল্যগুলি ও জানতে হবে ।
আজকের প্রতিবেদন সাপেক্ষে বলা যায় যে,
জিডিপি বৃদ্ধি : ৮.১৫% , বেকারত্বর হার : ৬.০০% , কর্য : ২৭.৯০% , গড় আয়ু : ৭৩.৪% শিশু মৃত্যু হার : ৩১.২%
যা সারা বিশ্বে গবেষনার বিষয়,
পাকিস্তানের মাথায় হাত, ভারত চিন্তিত আর জাপান বলছে ম্যাজিকটা কি ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.