![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝড় বা বিকেলের বিষন্নতার জন্য যখন কেউ প্রতিক্ষা করে, বুঝতে হবে তার
হাত ঘড়ির ব্যাটারি ফুরিয়ে এসেছে এবং ব্যাটারির সমস্ত দোকান
বন্ধ হয়ে গেছে।
সে তখন চার নম্বর প্লাটফর্মে অপেক্ষা করবে কারণ
ওই লাইনে কোন ট্রেন চলে না শুধু
ওয়াগন ভর্তি কয়েকটা বগি সারাক্ষণ দাঁড়িয়ে থাকে ব্রেকারদের অপেক্ষায়।
আলোও কম থাকে।
সেই ব্যক্তি যদি পুরুষ হয় তবে তার কাছে কেউ দেশলাই
খোঁজ করতে আসবে কিন্তু পাবে না,
যদি মহিলা হয় তবে কয়েকটা রেপিস্ট তার চারপাশে
ঘুরবে খাদকের মতন।
ঝড় এভাবেই আসবে।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৭
সেলিম তাহের বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনিও দেখছি সামুর বেশ পুরোন ব্লগার। সাথে থাকবেন।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লাগলো। নারী না চাইতেই সাহায্য পায়। এখানে পুরুষের আন্তরিকতাও থাকতে পারে অথবা নিজের লুচ্চা স্বাভাব।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮
সুনীল সমুদ্র বলেছেন: দারুণ সুন্দর কবিতা। ....... আঙ্গিকে,উপমায়, রূপকল্পে .... একধরণের মোহময় আবেশ আছে। .... ভাবনায় ডুবিয়ে রাখলো অনেকক্ষণ ..!