নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরও কত দূরে আছে সে আনন্দধাম...

সেলিম তাহের

স্মরণে ত্বরণ, স্পর্শে মুক্তি

সেলিম তাহের › বিস্তারিত পোস্টঃ

পগারের ওইপারে মোকাম

১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৪



পগারের ওইপারে আমার মোকাম
আর তার টিনের চালায় প্রাচীন মঙ্কের মতো
দাড়ি দুলাইতে দুলাইতে প্রতিদিন আইসা
জুত কইরা বসে মরন।
জান কবজের চাইতে তার যেন বেশী আগ্রহ আমারে
জ্ঞান ও চিন্তার ফারাক বুঝানির লাগি
আমি তারে কাক তাড়ানির মতো হুশ হুশ কইরা
তাড়াই, সে তখন
ফাল দিয়া আমার নফ্‌সের অলিন্দে উঁকিঝুঁকি মাইরা
আইসা বসে ফের টিনের চালায়।
আমি যেন আচানক টের পাই টিন নয় এইটা
চাল নয় এইটা
আচানক টের পাই আমার রুহের লহুতে ঢিল ছোঁড়ে যেন
আচানক টের পাই এই মারীর কালে সে আমারে
নতুন করি রুহানিয়াতের সবক শেখায়।
প্রেমে আর প্রজ্ঞায় আমি তারে তাই পরম মমতায়
ডাক দেই কাছেঃ
"বলি ও মরনের পুত! আসো মলা মাছের ঝাল ঝাল সালুন দিয়া
ভাত খাও চাইড্ডা"

পাছে আমি বিরক্ত হই, তাই
সে আসে সুনসান পা টিইপা টিইপা।
চিন্তারে জ্ঞানের উপর প্রতিস্থাপন কইরা দিয়া কবজ করে আমার রুহ্ ;
আমি আরামে চোখ বুঁজি তারপর।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


কেমনে এত বিরক্তিকর কথাবার্তা লিখেন?

১২ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯

সেলিম তাহের বলেছেন: ক্ষমাঘেন্না করে দিয়েন ভাই।

২| ১১ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আঞ্চলিক শব্দ ব্যবহার না করলে ভালো হতো।

১২ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৭

সেলিম তাহের বলেছেন: আপনার মতামতের প্রতি শ্রদ্ধা রইলো।

৩| ১২ ই জুলাই, ২০২০ রাত ১২:১১

নেওয়াজ আলি বলেছেন: বেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.