![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিধান ঘেঁটে পাইনি তোমার নাম
কত যে করেছি বানানের কাটাকুটি
অক্ষরগুলোয় রঙ লেপে মোটামুটি
খুঁজেছি তোমাকে, খুঁজেছি অবিশ্রাম
তুমি দূরে নাকি কাছাকাছি বসে আছ?
ফিরে গেছো ফের অভ্যেসময় সুন্দরে
নাকি পেতেছো পাটি অচেনা ভয়ঙ্করে
কোথা তুমি বলো কোনখানে তুমি গেছ?
ভেবেছি এ মাটি তোমার ঠিকানা জানে
বর্গা চাষী যেইখানে খাটে গতর
যেইখানে জাগে দিগন্ত ছোঁয়ানো চর
খুঁজেছি তোমাকে, পাইনিও সেইখানে
অধুনা এ ঘরে ঝলমল করে আলো
নরজীবনে তে জটিলতা করে গ্রাস
আবদ্ধ খিলানে তুমিও কি করো বাস?
পাতকীর দেশে সবকিছু টলমল
আমার এ শরীরে রুদ্ধ নিঃশ্বাস জ্বালা
হারিয়ে ফেলেছি তোমার ঠিকানা খানি
তবু নিশ্চয়ই আমি দ্বিধাহীণ জানি
উৎসের কাছে ফিরে যাবে এই বেলা
২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:১৫
সেলিম তাহের বলেছেন: পাঠে অনেক ধন্যবাদ।
২| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:১৮
নেওয়াজ আলি বলেছেন: , চমৎকার পোস্ট
২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:০৮
সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:০৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: দারুন কবিতা।
২৮ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৮
সেলিম তাহের বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৯
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দুটাই সুন্দর।
২৮ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৯
সেলিম তাহের বলেছেন: ধন্যবাদ জানবেন।
৫| ২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫২
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর কথামালা সাজিয়ে অনন্য রচনাশৈলী। পোস্টে দ্বিতীয় লাইক।
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২
সেলিম তাহের বলেছেন: প্রেরণা পেলাম আপনার মন্তব্যে। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।