![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্তান নয়;
চাও সুসন্তান!
সুসন্তান আল্লাহ তা'য়ালার
নেয়ামত বা অনুগ্রহ দান
দুনিয়াতে আল্লাহ মানুষকে
খলিফা হিসাবে বানিয়ে পাঠিয়েছেন
এবং পাঠান।
মানুষ দুনিয়াতে এসে
বিভিন্ন দায়িত্ব পালন করে সে।
পিতা-মাতা,সন্তান!
কেউ পুত্র, কেউ কন্যা
এর জের ধরে অন্য সম্পর্কের
পৃথিবীতে হয়েছে সূচনা।
মানুষ সবাই কি সুসন্তান হয়?
না! তারা সকলেই সুসন্তান নয়।
অনেকে নিজে এবং পিতা-মাতার
জাহান্নামের কারন হয়ে রয়।
তবে মানুষ হিসাবে জন্মেছি যবে
সন্তানের কাছে কামনা,
সুসন্তান! হতে চাইবে সবে;
এবং পিতা-মাতার নেয়ামত হয়ে রবে।
পিতামাতার প্রতি বলা এ কাহন
তোমার সন্তানের লালন-পালন
যেন তেমনি হয় তার আদব গঠন।
নিজেরা যেমন সচেষ্ট থাকবে
এবং আল্লাহর কাছে সন্তান নয়;
সব সময় সুসন্তান চাইবে।
যে সন্তান তোমার দুনিয়া ও আখেরাতে
নেয়ামত হয়ে রবে।
এমন না যেন হয়
সে সন্তান তোমার জন্য
নেয়ামত না হয়ে জাহান্নামে নয়
দুনিয়াতেই আযাবের কারন হয়ে যাবে।
**সুসন্তান লাভের জন্য দোয়া
لَئِنْ اٰتَيۡتَـنَا صَالِحًا لَّـنَكُوۡنَنَّ مِنَ الشّٰكِرِيۡنَ
যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তবে অবশ্যই আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।
লায়িন্ আ-তাইতানা-ছোয়া-লিহাল্ লানাকূনান্না মিনশ্ শা -কিরীন্
দোয়ার প্রেক্ষাপট: স্ত্রী গর্ভবতী হলে স্বামী-স্ত্রী আল্লাহর প্রতি শুকরিয়া ও নেক সন্তান প্রাপ্তির জন্য তাঁর উপর তাওয়াক্কুল করা দরকার।
সূরা আল আরাফ - ৭:১৮৯
------RabAh✍️
---৫ই--অক্টোবর --২০২৪ইং
©somewhere in net ltd.