![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার এই দেশে
সকলে ভালোবেসে
ধর্ম বর্ণ নির্বিশেষে
থাকতো একদা মিলেমিশে
কে বাজালো বিভেদের সুর?
কে দিলো তাতে তাল
আজ কারা নৃত্য করছে
হয়ে এমন বেতাল?
কাকের গোশত খায়না কাকে
বন্য পশুরাও তা-ই
নিজেদের ভালো না বুঝলে
পরিনতি কি হবে হায়!
দশের লাঠি একের বোঝা
এই কথা একদম সোজা।
প্রবাদ আছে, তাতে বলে
করি কাজ দশে মিলে।
একতাই বল সবাই জানে
তবে বিভেদ কেন এইক্ষনে?
যত বিভক্তি ভুলে
দেশ গড়ার কাজ
আপন কাঁধে নিই তুলে;
নইলে পরে,বাঁধবে তোমায়
পরাধীনতার শেকলে।
মিলে থাকার কথা
কোরআন এবং
হাদীসেতেও বলে।
**পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর রজ্জুকে (কোরআন বা ইসলাম) আঁকড়ে ধরো (ঐক্যবদ্ধ হও) এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।
**আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০)
**আল্লাহর রাসুল (সা.) বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘এক মুমিন অন্য মুমিনের জন্য একটি প্রাচীরের মতো, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে। এরপর তিনি এক হাতের আঙুল অন্য হাতের আঙুলে প্রবিষ্ট করেন।’ (বুখারি ও মুসলিম)
-----RabAh ✍️
---১৭ই--জানুয়ারী -- ২০২৫ইং
©somewhere in net ltd.