| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধাপরাধীরা জাতির দেহে মারাত্মক ক্যান্সার।এদের এখনই বিচারের আওতায় আনা উচিত।সমস্যা আছে বলেই আমরা সম্ভাবনার স্বপ্ন দেখি। হাজারো প্রতিকূলতা, সমস্যার পরও আমরা আগামীর স্বপ্ন দেখি! সে স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন!
তুমি ভুলে যেও বন্ধু মোরে মনে রেখো না
একা আছি ভাল আছি নিয়ে বেদনা।
আমায় ছেড়ে থাক যত দুরে
আমার কথা জাগবে তোমার অন্তরে-
একই বাসায় ছিলাম দুটি পাখি
প্রেমানন্দে ছিলাম মাখামাখি।
এখন সাথী হারা পাখি আমি নেই ঠিকানা।
আমার মরার সংবাদ যদিও পাও
মনে চাইলে একটু দেখে যেও
সেদিন আমায় দিয়ে যেও
শেষ শান্তনা............।
আমাকে আর শেষ শান্তনা তোমার দেওয়া হলো না । তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিলে। একদিন আমার উপর অভিমান করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ছিলে। তোমার অভিমান ভাঙ্গার সুযোগ আর আমি পেলাম না । বুক ভরা অভিমান নিয়েই তুমি বিদায় নিলে আমার অন্তপুরের সীমানা থেকে।
তুমি এখন এক শব্দহীন মানুষ। আমি জলভরা চোখে তোমাকে দেখছি। তুমি তো অনড় আমাকে আর দেখতে পাচ্ছ না। এই দেখাই শেষ দেখা। এই পৃথিবীর কোথাও আর তোমার সাথে দেখা হবে না। সারা জীবন শুধু বলতে হবে - আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। সে আমার পরম বন্ধু। আমি কখন বিমর্ষ থাকি, কেন আমার চোখে জল আসে, কেন আমার মুখে মেঘের ছায়া পড়ে, কথা না বলেও সে আমার ব্যথা বেদনার কথা জানত। নিজের জীবনের চেয়ে আমার জীবনটিকে সুন্দর সুচারু করে তৈরী করতে যা কিছু প্রয়োজন, সে এক পায়ে দাড়িয়েছিল তা করার জন্য। সে হয়ে উঠে আমার সবচেয়ে দীর্ঘক্ষনের সঙ্গী, সবচেয়ে বড় বন্ধু। আমাদের বন্ধুত্বের মধ্যে অলক্ষে এক সীমানা থাকে।আমরা কেউই ভুলেও এই সীমানা পার হওয়ার চেষ্টা করিনি। শুদ্ধ জীবন যাপন করতে গিয়ে কোনও অশ্রীলতাকে অন্তত দু'জনের মধ্যে আমরা ঠাই দেইনি। এত কাছের মানুষ ছিলাম আমি, তারপরও এই দুরত্বটুকু কিছুতেই ডিঙোতে পারি নাই।আমাকে সে যেমন ভালবাসত, তেমন ভয়ে পেত। আমি বুঝতে পারিনি যে তার ভিতরে নিজের অস্তিত্ব হীনতা দেখা দিয়েছিল। তোমাকে অভিবাদন বন্ধু। মান অভিমানে প্রতিদিন মরে যাওয়ার চেযে একেবারে চলে যাওয়াই ভাল। আমি কোন দিন ভাবতে পারিনি আমার আগে তুমি চলে যাবে। বন্ধু, তুমি চলে গেছ, আর আমি অপার হয়ে বসে আছি। তুমি তো ঠিকানা নিয়েছ ব
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১০ রাত ১২:২৬
ওমাহীভাই বলেছেন: তুমি বন্ধু ভুলে যেও মনে রেখো না,
একা আছি ভাল আছি নিয়ে বেদনা।।
আমায় ছেড়ে থাক বন্ধু তুমি যত দুরে,
আমার কথা জাগবে শুধু তোমার অন্তরে।।
একই বাসায় ছিলাম মোরা দুটি সুখ পাখি,
প্রেমানন্দে ছিলাম মোরা সদাই মাখামাখি।।
সাথী হারা পাখি এখন ঠিকানা আমার নাই,
আমার মরার সংবাদ যেন জানেন মালেক সাই।।
মনে চাইলে বন্ধু তুমি একটু দেখে যেও,
শেষ শান্তনা পাব বলে শান্তির গান গেও।।
আপু মনে কিছু নিবেন না ছন্দ মিল করতে করতে জীবন টা আমার ত্যানা ত্যানা হয়ে গেল।।।
কবিতাটা আপনারই থাকল।