![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তার ভেতর বাহির ছেকে দেখতে চাই...
কতটুকু লুকায় সে...কতটুকু মেলে ধরে...সবটুকু
আমি তার সবটুকু দেখতে চাই...
হ্রদির এ পিঠ...অপিঠ...এই কোণ থেকে সে কোণ... সব টুকু...
আমি তাকে ভেঙ্গে আবার গড়তে চাই ...
হারাতে চাই...
কার জলে ভাসাতে গেলে তরী
কার চোখে বাঁধলে মায়া...
কার দিঘল চুলে ঘুমাও তুমি?
কার মেঘে উড়াও স্বপ্ন ঘূড়ি?
কার আঁচল পেতে থাকে তোমার আগমনের ছোয়ায়?
কেই বা তাল পাখা নেড়ে দুমুঠো ভাত দেয় মুখে...
সে কি সাড়া দেবে...
শত জনম পর...
হয়তবা আমার পায়ে শেকড় গযাবে,
মুখে বয়সের ছাপ
কিংবা চুলগুলো এলোমেলো জট পাকানো ...
শত যুগ কেটে যাবে ,
তখন হয়ত পেছন ফিরে তাকাবো পুরনো কিছু মুল্যবান সময়ের দিকে,
সে...
বাতাস কানে এসে বলে গেলো বাংলাদেশে নাকি বৃষ্টি হচ্ছে,
ঝুম বৃষ্টি, ঝড়ো বাতাস,
কোথাও কোথাও ইলেকটিসিটি নেই ...আধার আলোর মাঝে ঝুম বৃষ্টি...
মেঘের উন্মাদ উচ্ছাস,
বেলকোনিতে জমা কিছু নিশ্চুপ বৃষ্টির ছোয়া.
তার সাথে মাধবিলতার গায়ে...
কতটুকু হারিয়েছি, কতটুকু পেয়েছি,
কতটুকু বেচেছি, কতটুকু হেরেছি...
কেউ জানে না...
জানে শুধু আমার ভ্রমণ...
ইচ্ছে হয় হাটু ভরে বসি- তোর সামনে
আমার পায়ে শেকড় গজাক...বৃষ্টি পড়ুক...আমার পায়ে কাটা বিধুক...
ইচ্ছে হয় আচলে করে ক ফটা সমুদ্রের জল নিয়ে আসি- যখন তুই তৃষ্ণার্ত...
ইচ্ছে হয় আচলে ভাপ...
কিছুই তো সাথে নিয়ে আসিনি,
কিছু সাথে নিয়ে যাবোও না পৃথিবী থেকে্,
এ জগতের কিছুই আমার নয়...সবই আপেক্ষিক,
শুধু , এক মানব প্রেমে স্বর্গটা বেঁচে নিতে চাই .
বাস্তবতার স্রোত এতটাই প্রখর হয়-
তার সাথে বিরোধীতা করা যায় না…
ঈশ্বরের ইচ্ছা ডিঙ্গিয়ে যাবার সাহস নেই,
খেলা ঘর সাজিয়ে আমরা তাই পুতুল পুতুল ...
ভেতর ভেতর বাক্যগুলো এলোমেলো…
নিজেই হারি…
উঠে দাড়াই…
নিজের সাথেই...
কিছু কিছু বাস্তবতা চাইলেও পাল্টাও যায় না…
কিছু কিছু শব্দ কখনোই আর বলা হয় না…
কিছু কিছু মহুর্ত এতটাই স্তব্ধ
গুমট হয়ে হারিয়ে যায় নিজের আত্মউপলব্ধিতে…
কিছু চাহুনি আজীবন পাথর পাহার …
চারটা দেয়াল মাঝে...
চৈএের সাথে তাল মিলিয়ে হঠাৎ দমকা বাতাস...
চৈএের হাওয়া পাতায় পাতায় শুকনো ঝরো পাতার শব্দ ...কান পেতে শুনি...
মনে হয় আমার মতন ভেতর ভেতর তারাও জরা জীর্ণ...
ঝড়ের মতো উদ্দম রাজ্যেও- তারাও নিশ্চুপ...
নিশি...
ফিরে এসো
আমি এইখানে আছি,-
এখানে,এই নদী তীরে; এই গাছের নীচে, প্রকৃতির অমোঘ এক প্রাচীন আশ্রয়ে।
বিকেলের শেষ রোদের ভারি ক্লান্ত আবছা ছায়ায়;
তাই বুঝি এই রতিদীর্ঘ অপেক্ষার অনুক্ষণ মনে মনে সেই...
কেউ পাশে না থাকাকে একা থাকা বলে...
আর কেউ পাশে থেকেও নিজেকে একা মনে হওয়াটা কে কি বলে?
কোনটা বেশী একা লাগায় ?
কারোও উত্তর জানা আছে?
আমার পাশে আজ একটু হাটো...
অনেক তো হেটেছো মেঘের পথে, রোদের আঁচে...
আজ না একটু হাটো বৃষ্টির আলপনা আকা পথে,
আমি ও হাটি নুপুর পায়ে টুপ টাপ ...
আমার পাশে আজ একটু...
চৈএের সাথে তাল মিলিয়ে হঠাৎ দমকা বাতাস...
চৈএের হাওয়া পাতায় পাতায় শুকনো ঝরো পাতার শব্দ ...কান পেতে শুনি...
মনে হয় আমার মতন ভেতর ভেতর তারাও জরা জীর্ণ...
ঝড়ের মতো উদ্দম রাজ্যেও- তারাও নিশ্চুপ...
নিশি...
তোমারে কি কেউ পেয়েছে আমারি মতন করে?
কেউ কি এনেছে কভু ঘুম ওই দুচোখে...
আমার মতন করে ,কেউ কি তোমারে পেরেছে চিনিতে...
লাল চোখ,
অবাক চাহুনি...
শক্ত হাতের স্পর্শ.. কেই বা ছুয়েছে আমারি মতন করে...
©somewhere in net ltd.