![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তার ভেতর বাহির ছেকে দেখতে চাই...
কতটুকু লুকায় সে...কতটুকু মেলে ধরে...সবটুকু
আমি তার সবটুকু দেখতে চাই...
হ্রদির এ পিঠ...অপিঠ...এই কোণ থেকে সে কোণ... সব টুকু...
আমি তাকে ভেঙ্গে আবার গড়তে চাই ...
হারাতে চাই ...আবার জেতাতে -ও,
আমি তার চোখ পাপড়ি হতে সবটুকু আহলাদ শুসে নিতে চাই...
আবার এক পলক ফেলতেই - দূরত্ম কি বোঝাতে চাই...
আমি তার পরাণে আমার পরাণ বাঁধব...
নিশ্বাসে মাঝে নিশ্বাসে তাকে শুকবো...
কখনো হিংস্র...কখনোও বা উন্মাদ...কখনোও তার চোখে নিশ্চুপ ঘুম দেব ....
আমি তাকে আঁচলে রেখে মায়া বোঝাব...আবার আকব নিষ্ঠূর আবিড়ে...
আমি মায়া দেব আবির রঙ্গে মাখা স্বপ্নে...
খেলা ঘর বাঁধব...
বাঁচব আর বাঁচতে শেখাবো...
ভালবাসব - বাসতে শেখাবো...
২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
আহমেদ জী এস বলেছেন: সামাহ পারভীন ,
সুন্দর অভিব্যক্তি ।
তবে ভালবাসা শেখানোর নয় । ভালবাসা আসতে হয় ভেতর থেকে, বাইরে থেকে নয় ।
৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
নেয়ামুল নাহিদ বলেছেন: মন দিয়ে পড়েছি
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:০০
শাহরিয়ার কবীর বলেছেন: খেলা ঘর বাঁধব...
বাঁচব আর বাঁচতে শেখাবো...
ভালবাসব - বাসতে শেখাবো
ভাল লাগলো।
ধন্যবাদ,ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫
কালনী নদী বলেছেন: অকৃত্রিম প্রেমময়