নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবের হত্যায় আসলেই কি কোন বিদেশী দেশের হাত ছিলো

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:২৯

আমি ছোটবেলা থেকে বিভিন্ন মুখে শুনে এসেছি, বইতেও পড়েছি যে - শেখ মুজিব সাহেবকে বিদেশী কোন একটি দেশ হত্যা করিয়েছে। আমার কেন জানি, কথাটা বিশ্বাস হয় না। কেউ একজন কোন একটি ভুল কাজ করে ফেললো, আর, আরেকজন এসে কোন বিচার ছাড়াই তাকে ধুম করে মেরে ফেললো, এটা কেমন কথা? কার বিশ্বাস হবে এমন রূপকথায়?

বিশেষ করে, শেখ সাহেবের বাড়ি রেইড করার যেসব ঘটনা আমি পত্রিকায়, বইয়ে পড়েছি, টিভীর টক শোগুলোতে শুনেছি, তাতে কোন বিদেশী হোয়াইট কালারের মানুষ সেই সেনা দলে ছিলেন বলে কেউ উল্লেখ করেন নাই! আপনি দেখেছেন?

আর, বিদেশী কেউ মেরে থাকলে, আপনি তা জানলেন কেমন করে? কোন গোপন তথ্য আপনার কাছে আছে কি যা বাংলাদেশের কোন সরকারের কাছে ছিলো না?

আমি বলছি না যে, আপনি বিদেশী সেই দেশের স্পাই হতে পারেন, অথবা জুলিয়ান এসেঞ্জের মতো নির্বাসিত কেউ একজন যিনি সেই দেশের গোপন কথা জেনে ফেলেছেন।

আমি বরং বলছি, আমাদের দেশেও মাথা চাড়া দিয়ে উঠা রাগ সামলাতে না পেরে উঠ বলে ঝুঠ করে বসার মতোো মানুষজনও আছেন, যারা রক্ত মাংসে গড়া মানুষ। রাগ মাথায় উঠলে খুনের নেশা পাওয়া মানুষ তো ব্যাধিগ্রস্থ!!! এটা মানসিক একটা ব্যারাম! এদেরই একদল শেখ সাহেবকে হত্যা করেছিলেন, এটা মেনে নিতে কষ্ট কোথায়!

আর, যারা ঠাণ্ডা মাথায় শেখ সাহেব ও পরিবারকে হত্যা করেছেন, তাদেরকে বিচার ছাড়া মেরে ফেলাও একেকটি হত্যা।

হ্যাঁ! ব্যাপারটা এতো সোজা সরল ব্যাপার নয়। ভবিষ্যতে যাতে কোন মানুষই বিচার বহির্ভূত ভাবে হত্যার শিকার না হোন, সেজন্যে সতর্ক থাকা উচিৎ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ছিলো। আপনার পোস্টে আংশিক বা বিস্তারিত আমি লিখতে চাচ্ছি না। কখনও সময় ও সুযোগ হলে আমি কিছু কিছু লিখবো।


১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সেই রাতের ৩২ নম্বরের বাড়ির রেইডে সেনা সদস্যদের সাথে সাথে কোন সাদা মানুষের উপস্থিতি ছিলো, এই নিয়ে আশা করি লিখবেন।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৬

নিমো বলেছেন: আপনার শৈশবকাল এখনও শেষ হয় নাই। বড় হলে পরে এসব নিয়ে মাথা ঘামায়েন। এখন বিশ্রাম নেন।

৩| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৪৫

বিজন রয় বলেছেন: শেখ সাহেবের হত্যায় কি আসলেই কোন বিদেশী দেশের হাত ছিলো?............ ছিলো।

আমেরিকা আর পাকিস্তান।

কিন্তু আপনি শিশু সাজেন কেন মাঝে মাঝে?

১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আপনি শিওর? হত্যাকাণ্ডে জড়িত আমেরিকা আর পাকিস্তানের কেউ কি আপনার সাথে যোগাযোগ করেছিলেন এই ব্যাপারে? বা কোন নথি কি আপনার কাছে পাঠানো হয়েছে?

নাকি, ২ + ২ = ৫?

আমি সত্যি জানতে চাই বলেই প্রশ্নগুলো করলাম।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: শেখ মারডারে দাড়িপাললার লোক বেশি খুশি হয়েছিলো। তারা ১৫ তারিখ গরতের থেক বের হয়ে হাফ ছেড়ে বাচে।

৫| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: হাসিনাকে চলে যেতে হলো। হাসিনা কি ইচ্ছে করে চলে গিয়েছে?
হাসিনা চলে যাওয়ার কারন কি শুধু- জামাত শিবির আর বিএনপি? না দেশের বাইরেও অনেকের হাত আছে। আমেরিকার হাত আছে, পাকিস্তানের হাত আছে।

শেখ মুজিবকে হত্যার পেছনে আমেরিকার ভূমিকা আছে।

১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভূমিকা অর্থ আমি 'শুরু' বুঝি।

আপনার কথা সত্যি হলে, আমেরিকা নিশ্চয় অনেক দিন ধরে প্ল্যান করে কাণ্ডটি করেছে। আমেরিকা আর পাকিস্তানের জন্যে কাজটা করা সবচেয়ে সহজ হতো যখন তারা শেখ সাহেবকে তুলে নিয়ে যায়।

কিন্তু, ওআইসি-তে জয়েন করা, স্বাধীন বাংলাদেশে ইউটার্ন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন করা, ভূট্টোকে দেশে স্বাগতম জানানো, খেলাফত স্টাইলে 'বাকশাল' গঠন করা------ এতো কিছুর পরেও ঐ দেশগুলোর শেখ সাহেবের উপরে খেপে থাকার কোন কারণ খুঁজে পাচ্ছি না, রাজীব ভাই।

চিন্তা করে দেখুন।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার মতো শিক্ষিত মানুষের জন্য এটা অবশ্যই একটি অপরিপক্ক পোস্ট।

৭| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৯

রানার ব্লগ বলেছেন: B-)

৮| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:২৩

নতুন মেসাইয়া বলেছেন:



আলু রপ্তানী, কাঁঠালের বীচি রপ্তানী, রোবোটিক তৈরি'র আইডিয়া কি এমনিতে আপনার মথায় আসে? মগজ কম থাকলে বেকুবী আইডিয়া আসে মাথায়।

আপনার মেয়ে সোহানা অপুষ্টিতে ভুগছে, সেটা একটু দেখেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.