![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আজকের এই দিনে ১৯৭৫ সালে পৃথিবীর ইতিহাসে একটি জাতির হত্যা হয়েছিলো। আমাদের বাংলার হাজার হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল স্বপরিবারে। যুদ্ধ,বিগ্রহ, চক্রান্ত কিংবা ক্ষমতা দখল করার লড়াই এ প্রচুর হত্যা হয়েছে। কিন্তু একটি জাতি রাষ্ট্রের রুপকার ছিলোনা কেউ। সমগ্র পৃথিবী প্রত্যক্ষ করেছে নিষ্ঠুর, নির্মম পৈশাচিকতা।
*১৫ই আগস্ট: জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি*
১৫ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। এই দিনে আমরা বাঙালির স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তাঁর অমর আত্মত্যাগ ও নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহান নেতা, যিনি বাঙালির অধিকার আদায়ের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। তাঁর হত্যাকাণ্ড বাঙালির ইতিহাসে একটি নৃশংস ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।
আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, সাহস, এবং দূরদর্শিতাকে স্মরণ করি। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আরও সংকল্পবদ্ধ হই।
*আসুন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ, ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করি।*
এই তারিখটা আমাকে নিশ্বঃ করে দেয়। সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যায় । কত কিছুই তো বলতে ইচ্ছে করে কিন্তু লিখতে পারি না ভাবনাগুলো। শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
।
আজকে শোকের দিনে বৃক্ষ, জায়নামাজ ও খাদ্য বিতরণ .....
১৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৫:৫৬
ক্লোন রাফা বলেছেন: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ছিলো শুক্রবার/ আজ ২০২৫ সালের ১৫ আগস্ট শুক্রবার। আল্লাহর রহমতে সরকারি ছুটি আজ ‼️
সব ঘটনাই খুব ভালো করে জানেন নিশ্চয়ই। কুলাঙ্গার মেজর ডালিমের ঘোষণা আজও নিশ্চয় কানে বাজে আপনার।
২| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: এরকম দিনে সকালে রাত পোহালেই শোনা যেত... এই গান দিয়ে ঘুম ভাঙতো। এত বিরক্তি লাগলো কি বলবো!আজকে সকালে গান না শুনেও ঘুম ভেঙে গেল।
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৫
ক্লোন রাফা বলেছেন: আপনাদের প্রিয় জাতীয় সংগীত হলো “পাক সার জমিন সাদবাদ” / এখন নির্ভয়ে বাজাতে থাকেন।
৩| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ২:২১
রাহুল কর বলেছেন: খুব সুন্দর
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৭:৪১
ক্লোন রাফা বলেছেন: আপনার জন্য Click This Link
৪| ১৫ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৮
নতুন মেসাইয়া বলেছেন:
আমেরিকা, পাকিস্তান আমাদের ব্যুরোক্রেটরা ও দেশের সেনা অফিসারেরা মিলে উনাকে হত্যা করে, দেশকে আমেরিকান ব্লকে নিয়ে যায়; ফলাফল, ৫৫ বছর পর আমরা পাকিস্তান, আফগান ও ইয়েমেনের মতো রাস্তায়; হত্যাকারীরা দেশের সব সম্পদ লুট করেছে।
১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৮
ক্লোন রাফা বলেছেন: শেখ হাসিনার অনেক অপরাধের মধ্যে এই অপরাধটি একটি অন্যতম অপরাধ! তিনি জাতির পিতার কন্যা হিসেবে গর্বিত ছিলেন। আন্তর্জাতিক কুটিল অপরাজনীতিতে তিনি কোনো বলয়ে প্রবেশ করতে চাননি। শুধু এই কারণেই বারবার তাকে জন্ম মৃত্যুর মাঝে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করতে হচ্ছে।
গোলামি মেনে নিলে তার পথচলা নিস্কন্ঠক হোতে পারতো। বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দিতে পারেনি। তারা বারবার সম্রাজ্যবাদীর বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে।শুধু এই কারণেই বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অন্যায় সামরিক অপশাসন এসেছে। সেই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনার একটি দেশ বিরোধী চুক্তি প্রকাশক, প্রত্যাহার বা বতিল করতে দেখলাম না‼️অথচ বারবার ভারত বিরোধীতার ধুয়া তুলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছে । স্বাধীনতা বিরোধী, জঙ্গি ও এন্টি আওয়ামী লীগের সবাই মিলে আওয়ামী লীগ কে ধ্বংস করতে চায়! আওয়ামী লীগকে লড়াই করতে হয় এই অপশক্তির বিরুদ্ধে। সাথে আন্তর্জাতিক অপশক্তি ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শুধু সাধারণ মানুষই বারবার আওয়ামী লীগের সাথে থেকে জীবন দিয়েছে। ঐ কৃষক,শ্রমিক,ছাত্র,জনগণই আওয়ামী লীগের মূল শক্তি।
ধন্যবাদ॥
৫| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১১
কাঁউটাল বলেছেন: হাউয়ামী মিথ্যাবাজি
৬| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২২
কামাল১৮ বলেছেন: সুন্দর লিখেছেন।
১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:০২
ক্লোন রাফা বলেছেন: ধান্যবাদ॥ আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। বাঙালি বা বাংলাদেশের সংস্কৃতি ধারণ করেই দেশকে এগিয়ে নিতে চায়।
তাই আমরা বারবার মানুষের কাছে ফিরে যাচ্ছি। তাঁরা আওয়ামীলীগ কে যে শাস্তি দেবে তা মেনে নেওয়া হবে। এর বাইরে কোন তাবেদার, জঙ্গি,দেশদ্রোহি কিংবা কোনও পরাশক্তির কাছে মাথা নত করবেনা।
শোক হোক শক্তি। আল্লাহ তায়লা দেশের জন্য সকল শহীদ ও আগস্টের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি।
৭| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:২৩
বিজন রয় বলেছেন: বাংলাদেশের প্রত্যেক ঘরে বঙ্গবন্ধু আছেন, উনাকে যারা মানে না তাদের ঘরে বেশি করে আছে। তাই তাদের ঘুম নেই।
১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৫৩
ক্লোন রাফা বলেছেন: হূম.... শেখ হাসিনা গত দশ বছরে হাজার চেষ্টা করেও সকলের বঙ্গবন্ধু করতে পারেনি। অথচ আগস্টের পনেরো দিনে বঙ্গবন্ধু হয়ে গেছেন সমগ্র বাংলাদেশের।
৮| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: ৭১ এর পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।
এদের থামাতে হবে।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:১৫
ক্লোন রাফা বলেছেন: এদের’কে উড়তে দেওয়া হোচ্ছে , সময় মত ডানা কেটে খাঁচায় বন্দি করে ন্যায় বিচার করা হবে।
ধন্যবাদ॥
৯| ১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: Pak sarzameen shad bad
Kishwar-e-Haseen shad bad
Tou Nishaan-e-Azm-e-aali
shan Arz-e-Pakistan
১৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:২৫
ক্লোন রাফা বলেছেন: বাহ্..... এই তো লাইনে এসেছেন। ভালো কম্বিনেশন
১০| ১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৫
বিজন রয় বলেছেন: আপনি তো পাকা আওয়ামীলীগার। তো এখন কি কি করলে আওয়ামীলীগ ভালো হবে, মানে জনগণ পছন্দ করবে সে বিষয়ে একটি পোস্ট করেন।
১৭ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫০
ক্লোন রাফা বলেছেন: ট্যাগিং করলেন নাকি প্রশংসা করলেন ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় । সকালে রেডিওর শব্দে ঘুম ভেঙ্গে গেলো । আমার মাথার কাছেই রেডিও বাজছে । শেখ মুজিবুর রহমান নিহত --------------। ভাল করে শুনলাম এবং স্তব্দ হয়ে গেলাম । খুব স্মরণীয় দিন সেই অর্ধ শতাব্দী আগে ।