![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
আজকের এই দিনে ১৯৭৫ সালে পৃথিবীর ইতিহাসে একটি জাতির হত্যা হয়েছিলো। আমাদের বাংলার হাজার হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ জাতির জনককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল স্বপরিবারে। যুদ্ধ,বিগ্রহ, চক্রান্ত কিংবা ক্ষমতা দখল করার লড়াই এ প্রচুর হত্যা হয়েছে। কিন্তু একটি জাতি রাষ্ট্রের রুপকার ছিলোনা কেউ। সমগ্র পৃথিবী প্রত্যক্ষ করেছে নিষ্ঠুর, নির্মম পৈশাচিকতা।
*১৫ই আগস্ট: জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি*
১৫ই আগস্ট, বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক দিন। এই দিনে আমরা বাঙালির স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। তাঁর অমর আত্মত্যাগ ও নেতৃত্বের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন মহান নেতা, যিনি বাঙালির অধিকার আদায়ের জন্য সারাটি জীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। তাঁর হত্যাকাণ্ড বাঙালির ইতিহাসে একটি নৃশংস ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।
আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, সাহস, এবং দূরদর্শিতাকে স্মরণ করি। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা আরও সংকল্পবদ্ধ হই।
*আসুন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ, ও উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করি।*
এই তারিখটা আমাকে নিশ্বঃ করে দেয়। সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যায় । কত কিছুই তো বলতে ইচ্ছে করে কিন্তু লিখতে পারি না ভাবনাগুলো। শরীরের প্রতিটি ইন্দ্রিয় নিস্তেজ হয়ে যায়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু॥
।
২| ১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: এরকম দিনে সকালে রাত পোহালেই শোনা যেত... এই গান দিয়ে ঘুম ভাঙতো। এত বিরক্তি লাগলো কি বলবো!আজকে সকালে গান না শুনেও ঘুম ভেঙে গেল।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:৪৩
শাহ আজিজ বলেছেন: ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায় । সকালে রেডিওর শব্দে ঘুম ভেঙ্গে গেলো । আমার মাথার কাছেই রেডিও বাজছে । শেখ মুজিবুর রহমান নিহত --------------। ভাল করে শুনলাম এবং স্তব্দ হয়ে গেলাম । খুব স্মরণীয় দিন সেই অর্ধ শতাব্দী আগে ।