নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পুরস্কার

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৬



পৃথিবীতে এমন কোনো পুরস্কার আছে যা বিনিময়যোগ্য না? যতো বড় আর যতো মূল্যবান পুরস্কারই হোক! কোনো কিছুর বিনিময়ের মাধ্যমেই পুরস্কারটি পাওয়া যাবে না? এখন সেই পুরস্কার পাওয়ার বিনিময় মাধ্যম নানবিধ হতে পারে। - হতে পারে টাকা পয়সা, সোনা রুপা, তৈল গ্যাস, খনিজ সম্পদ। হতে পারে সরকার আইন প্রশাসন। হতে পারে অস্ত্র, যুদ্ধ।

ছোট একটি তথ্য দিয়ে আজকের মতো লেখা শেষ করছি। সকল প্রকার বিনিময় মাধ্যমের মাঝে সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হচ্ছে “মানুষ”। মানুষের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা, কাজ ও পুরস্কার আদায় করা।




বিশেষ দ্রষ্টব্য: আমার এই পাঁচ লাইনের লেখা পড়ে কোনোভাবে যদি আপনার ভাবনার জগত প্রসারিত হয়, তাহলেই মনে করবো আমার এই কষ্ট করে লেখা সার্থক। সবাইকে ধন্যবাদ।










মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


"সকল প্রকার বিনিময় মাধ্যমের মাঝে সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হচ্ছে “মানুষ”। মানুষের বিনিময়ে কোনো সুযোগ, সুবিধা, কাজ, পদক, পুরস্কার আদায় করা।"

- কথাগুলো চিন্তা জাগানিয়া। আমি যত দূর বুঝেছি, এতে আমার গা শিউরে উঠেছে। খোদা আমাকে এমন বিনিময় করা এবং হওয়া থেকে বাঁচিয়ে রাখুন।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বিনিময় মাধ্যম হচ্ছে মানুষ। এই দুনিয়াতেও এটি নিকৃষ্টতম মাধ্যম বলে বিবেচিত। কাল কেয়ামতে ও আখেরাতে এর বিচার হতে হবে ভয়ংকর।


২| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৫

নতুন মেসাইয়া বলেছেন:




বাংলাদেশে মানুস হত্যা করে, হত্যাকারী পুরস্কৃত হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি জানি বিষয়গুলো আপনি জানেন, বেশ ভালো ভাবেই জানেন। সমস্যা হচ্ছে “কাজ শেষ” অর্থাৎ যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের দেশে যেমন মাথা মোটা গাধা গর্দভ আছে ঠিক তেমনেই প্রবাসে গিয়ে নানান জাতির সাথে কাজ করেও দেশের বহু প্রবাসী মাথা মোটা গাধা গর্দভই রয়ে গিয়েছে।

৩| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৩

কামাল১৮ বলেছেন: কেয়ামত আখেরাত বিচার এসব মিথ।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার কাছে ধর্মকর্ম, কেয়ামত আখেরাত - ব্লগের ধর্মপ্রচারকদের চিন্তার মতো না। আপনাকে সামান্য এক লাইন বলছি দেখি অর্থ বুঝতে পারেন কিনা - ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম।


৪| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৪০

শ্রাবণধারা বলেছেন: আপনার কথাটা পরিষ্কার নয়। “বিনিময় মাধ্যম হচ্ছে মানুষ”—এর মানে কী? পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বিনিময় মাধ্যম হলো টাকা, কারণ টাকা দিয়ে সহজে কেনা-বেচা করা যায়। টাকার বাইরে যা কিছু বিক্রয়যোগ্য, সেটাও বিনিময়ের মাধ্যম হতে পারে—যেমন সোনা-রূপা, বাড়ি-গাড়ি, জমি, মানুষের শ্রম, যৌনতা, এমনকি মানুষের অঙ্গপ্রত্যঙ্গও।

কিন্তু শুধু "মানুষ "কীভাবে বিনিময়ের মাধ্যম হতে পারে? আপনি যদি এর মাধ্যমে দাসপ্রথা বোঝাতে চান, তাহলে সেটা আলাদা বিষয়!

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




সকল প্রকার বিনিময় মাধ্যমের মাঝে সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হচ্ছে “মানুষ”। মানুষের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা, কাজ ও পুরস্কার আদায় করা।

উদাহরণ:
১। কাজ, সুযোগ সুবিধা, পুরস্কার, পদক আদায়ে বিনিময় মাধ্যম হিসেবে নারীকে ব্যবহার করা। আমি নারী না লিখে মানুষ লিখেছি।

২। কোনো বিশেষ কিছু পাওয়ার জন্য আমাকে কাল্পনিক ভালোবাসা জানালেন শ্রাবণধারা কে তাঁর হাতে তুলে দিতে। আমি বিনিময় মাধ্যম হিসেবে কাল্পনিক ভালোবাসা’কে আপনার পরিবারের বাসার ঠিকানা, আপনার বাচ্চাদের স্কুলের ঠিকানা সহ কখন কোন গাড়িতে স্কুলে আসা যাওয়া করেন তার বিস্তারিত তুলে দিলাম। এখন আপনি যতো শক্তিশালীই হোন আপনি কাল্পনিক ভালোবাসার হাতের পুতুল হতে বাধ্য।

৫| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পয়সা দিয়ে মানুষ কেনা যায়।

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



পণ্য হিসেবে মানুষ সবচেয়ে সস্তা পণ্য।

৬| ১৬ ই আগস্ট, ২০২৫ ভোর ৪:২২

ক্লোন রাফা বলেছেন: মনে হয় গুরুত্বপূর্ণ একটা বাদ গেছে- দেশের সাথে বেঈমানি করলেও বিশাল পুরস্কার পাওয়া যায়।
ধন্যবাদ॥

১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি সতভাগ সঠিক বলেছেন। এইখানে এক চুল পরিমান ভুল নেই। দেশদ্রোহী, বিশ্বাসঘাতক ও দেশের শত্রুদের’কে দেশের শত্রুপক্ষ বিশেষ পুরস্কার দিয়ে থাকে।

৭| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: আপনার এই পাঁচ লাইন পড়ে আমার বাবনার জগৎ প্রসারিত হয়েছে।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



সত্যি সত্যি তাই হয়েছে, নাকি ঠাট্টা করছেন জানা নেই। লেখাটি সিরিয়াস ইস্যু নিয়ে লেখা।


৮| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৯:৫১

নিমো বলেছেন: Man is born free, and everywhere he is in chains. ভালো লিখেছেন। ব্লগের হাঁটুর ব্যাথা থেকে মুক্তি ঘটলেও, অনেক ব্লগার এখনও হাঁটুর ব্যাথায় আক্রান্ত।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:


আমাদের দেশের মানুষ দিন দিন out of sense, out law হয়ে যাচ্ছে, কে বা কাহারা দেশের মানুষকে এইদিকে ধাবিত করছে তা বুঝার সামান্য জ্ঞান এই দেশে কি পরিমাণ মানুষের থাকতে পারে তার হিসাব করা কঠিন।


৯| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: কিছু মানুষ অন্যায় করে তারা টাকা নেই বলে, আর কিছু মানুষ অন্যায় করায় তার প্রচুর টাকা আছে বলে।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



অন্যায় হচ্ছে মাদকদ্রব্য।

১০| ১৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:৪৮

শ্রাবণধারা বলেছেন: ও, এখন বোধহয় একটু বুঝতে পেরেছি! আপনি বলতে চেয়েছেন, দেশের বাজারে সবচেয়ে সস্তা পণ্য হচ্ছে মানুষ!

আপনার এই কথাটা বুঝে আমার ভাবনার জগৎ অনেকখানি প্রসারিত হলো।

তো, আপনার মতে মানুষের দাম কত হলে তাকে "দামি" বলা যাবে? ১০ কোটি, ১০০ কোটি, ১০০০ কোটি?

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



হোক পথের ফকির অথবা কোটিপতি! যার নিজের পরিবার পরিজনের কাছে মূল্য নেই, জগৎ সংসারে তার কোথাও মূল্য নেই। আর অবমূল্যায়ন শুরু এইখানেই। শত সহস্র কোটি টাকার মালিক হলেই তার জীবনের মূল্য শত সহস্র কোটি টাকা হবে এটি জরুরী না। পোস্টের মূল বিষয় ছিলো “অর্থের বিনিময়ে পুরস্কার পাওয়া সম্ভব”। অর্থাৎ মানুষ কিসের বিনিময়ে পুরস্কার পেয়ে থাকে তার একটি নমুনা পত্র।

১১| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৩:১২

রানার ব্লগ বলেছেন: সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম মানুষ এর কারন কি জানেন?

বিনিময় মাধ্যমের জন্য সব থেকে বিশ্বাসযোগ্য ও কাজের হলো মানুষ ।

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে।
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ।

প্রিয় শিল্পীঃ ভূপেন হাজারিকা

১২| ১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:১০

জুনায়েদ আহমেদ নেজাদ বলেছেন: অথচ কেবল স্বজাতির মৃত্যু হলে, ডলফিনের শবের মতো তাদের চোখে নকল কান্নার জল বরফ হয়ে জমতে থাকে

১৬ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



সৃষ্টির শুরু থেকে সবচেয়ে হিংস্র প্রাণী হিসেবে মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করেছে।


১৩| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ৮:৪৪

লোকমানুষ বলেছেন: সত্যিকারের সম্মান ও সাফল্য কিনতে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়।
মানুষকে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা নিঃসন্দেহে মানুষ্যত্বের নীচুতার চূড়ান্ত।

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।


১৪| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:০৬

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার উথ্থাপিত বিষয়টি বেশ গভীর ও চিন্তাশীল। সত্যিই সেই আদিকাল হতে এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন
প্রান্তে ইতিহাস ও সমাজে দেখা যায়, মানুষকে প্রায়ই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে, কখনো
প্রকাশ্যে, কখনো আড়ালে। “মানুষ” যখন সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হয়, তখন তাকে তার স্বতন্ত্র
মর্যাদা থেকে নামিয়ে কেবল একটি হাতিয়ার বা পণ্য হিসেবে দেখা হয়।
মানুষকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহারের কিছু দৃষ্টান্ত তুলে ধরা হল :
প্রথমেই বলা যায় দাসপ্রথা ও দাস ব্যবসার কথা, প্রাচীন রোম, গ্রীস, মিশর বা উপমহাদেশে যুদ্ধবন্দীদের দাস
বানিয়ে বিক্রি করা হতো।দাসের বিনিময়ে জমি, অর্থ, ঘোড়া, অস্ত্র পাওয়া যেত।উপনিবেশিক যুগে আফ্রিকার মানুষকে
দাস বানিয়ে আমেরিকায় বিক্রি করা হয়েছিল ,তাদের শ্রমের বিনিময়েচাষাবাদ ও অর্থনৈতিক শক্তি গড়ে উঠেছিল।
এর পরে বলা যায় রাজনৈতিক বা কূটনৈতিক বিনিময় এর কথা যেখানে রাজকন্যাকে বিবাহে দিয়ে একটি রাজ্য বা
যুদ্ধ থেকে নিরাপত্তা কেনা হয় রাজনৈতিক বন্দীদের মুক্তি বা হাতবদল করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়
অর্থনৈতিক ও শ্রমিক শোষণ এর কথা বলা যায় যেখানে আধুনিক যুগেও “মানব পাচার” একজন মানুষকে চাকরি বা
অভিবাসনের প্রলোভনে নিয়ে গিয়ে শ্রম শোষণ করা হয়। গৃহকর্মী, যৌনকর্মী, বা কারখানার শ্রমিকদের মাধ্যমে অর্থ
ও সুবিধা অর্জন করা যায় এবং হচ্ছেও । যুদ্ধ ও সন্ত্রাসবাদে ব্যবহার মানুষ ব্যবহার এর কথাটি সকলেই জানে যেখানে
শিশু সৈনিক বানানো তৈরী করে একজন কিশোরের জীবনের বিনিময়ে সামরিক শক্তি বাড়ানো হয়। আত্মঘাতী হামলায়
একজন মানুষের জীবনকে রাজনৈতিক/আদর্শিক বার্তা প্রচারের বিনিময় হিসেবে ব্যবহার করা।সামাজিক ও সংস্কৃতির
স্তরে মানুষ দিয়ে প্রমাণ কারো আনুগত্য, কারো নীরবতা, কারো সাক্ষ্য বিক্রি করে ফেলা। উদাহরণ: ভুয়া সাক্ষ্য বা
মিথ্যা সাক্ষর প্রভৃতি উপায়ে মানুষকে কেনা যায়, তার সাক্ষ্যের বিনিময়ে অপরাধী রক্ষা পায়।

পুরস্কার আদায়ের বিনিময় হিসাবে অনেক সময় মানুষ অন্যকে ফাঁসিয়ে নিজের পুরস্কার পায়।যেমন: উপনিবেশিক
শাসনে “ইনফরমার” বা গুপ্তচরকে অর্থ দিয়ে কেনা হতো, সে অন্যকে ধরিয়ে দিলে পুরস্কার পেত।আধুনিক কর্পোরেট
জগতে “হেডহান্টিং” একজন প্রতিভাবান কর্মীর মাধ্যমে অন্য কোম্পানির প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়।
রাজনৈতিক জগতে টাকার বিনিময়ে ভোটার কেনা , মিটিং , মিছিল ও সমাবেশে নৌকা , স্টিমার ,বাস, ট্রেন
বোজাই করে অর্থের বিনিময়ে হেড কাউন্টিং করে বড় ধরণের রাজনৈতিক সুযোগ সুযোগ সুবিধা ও ক্ষমতার
মসনদে আরোহন করা যায় । মোট কথা হল মানুষকে যখন বিনিময়ের মাধ্যম করা হয় তখন কেউ অর্থ পায়,
কেউ সুবিধা পায়, কেউ ক্ষমতা পায়। কিন্তু যে মানুষটি বিনিময় হলো, সে নিজের মর্যাদা, স্বাধীনতা ও ইচ্ছাশক্তি
হারায় দারুন ভাবে ।

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই সাহেব, সালাম নিবেন। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি আমার লেখার সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। ফি আমানিল্লাহ।


১৫| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪০

বিজন রয় বলেছেন: ঠাট্টা করবো কেন?
যে কোন লেখাইতো নতুন চিন্তার উদ্রেক করে।

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আশা করছি আগামী বছর ২০২৬ এর জুন মাসের পর পর আপনি বেশি বেশি মন্তব্য করবেন।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.