নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পুরস্কার

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৬



পৃথিবীতে এমন কোনো পুরস্কার আছে যা বিনিময়যোগ্য না? যতো বড় আর যতো মূল্যবান পুরস্কারই হোক! কোনো কিছুর বিনিময়ের মাধ্যমেই পুরস্কারটি পাওয়া যাবে না। এখন সেই পুরস্কার পাওয়ার বিনিময় মাধ্যম নানবিধ হতে পারে। - হতে পারে টাকা পয়সা, সোনা রুপা, তৈল গ্যাস, খনিজ সম্পদ। হতে পারে সরকার আইন প্রশাসন। হতে পারে অস্ত্র, যুদ্ধ।

ছোট একটি তথ্য দিয়ে আজকের মতো লেখা শেষ করছি। সকল প্রকার বিনিময় মাধ্যমের মাঝে সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হচ্ছে “মানুষ”। মানুষের বিনিময়ে কোনো সুযোগ সুবিধা, কাজ ও পুরস্কার আদায় করা।




বিশেষ দ্রষ্টব্য: আমার এই পাঁচ লাইনের লেখা পড়ে কোনোভাবে যদি আপনার ভাবনার জগত প্রসারিত হয়, তাহলেই মনে করবো আমার এই কষ্ট করে লেখা সার্থক। সবাইকে ধন্যবাদ।










মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


"সকল প্রকার বিনিময় মাধ্যমের মাঝে সবচেয়ে ছোট ও নিকৃষ্ট বিনিময় মাধ্যম হচ্ছে “মানুষ”। মানুষের বিনিময়ে কোনো সুযোগ, সুবিধা, কাজ, পদক, পুরস্কার আদায় করা।"

- কথাগুলো চিন্তা জাগানিয়া। আমি যত দূর বুঝেছি, এতে আমার গা শিউরে উঠেছে। খোদা আমাকে এমন বিনিময় করা এবং হওয়া থেকে বাঁচিয়ে রাখুন।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বিনিময় মাধ্যম হচ্ছে মানুষ। এই দুনিয়াতেও এটি নিকৃষ্টতম মাধ্যম বলে বিবেচিত। কাল কেয়ামতে ও আখেরাতে এর বিচার হতে হবে ভয়ংকর।


২| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:২৫

নতুন মেসাইয়া বলেছেন:




বাংলাদেশে মানুস হত্যা করে, হত্যাকারী পুরস্কৃত হয়েছে।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি জানি বিষয়গুলো আপনি জানেন, বেশ ভালো ভাবেই জানেন। সমস্যা হচ্ছে “কাজ শেষ” অর্থাৎ যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের দেশে যেমন মাথা মোটা গাধা গর্দভ আছে ঠিক তেমনেই প্রবাসে গিয়ে নানান জাতির সাথে কাজ করেও দেশের বহু প্রবাসী মাথা মোটা গাধা গর্দভই রয়ে গিয়েছে।

৩| ১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৩৩

কামাল১৮ বলেছেন: কেয়ামত আখেরাত বিচার এসব মিথ।

১৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার কাছে ধর্মকর্ম, কেয়ামত আখেরাত - ব্লগের ধর্মপ্রচারকদের চিন্তার মতো না। আপনাকে সামান্য এক লাইন বলছি দেখি অর্থ বুঝতে পারেন কিনা - ন্যায় হচ্ছে ধর্ম আর অন্যায় হচ্ছে অধর্ম।


৪| ১৬ ই আগস্ট, ২০২৫ রাত ১:৪০

শ্রাবণধারা বলেছেন: আপনার কথাটা পরিষ্কার নয়। “বিনিময় মাধ্যম হচ্ছে মানুষ”—এর মানে কী? পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বিনিময় মাধ্যম হলো টাকা, কারণ টাকা দিয়ে সহজে কেনা-বেচা করা যায়। টাকার বাইরে যা কিছু বিক্রয়যোগ্য, সেটাও বিনিময়ের মাধ্যম হতে পারে—যেমন সোনা-রূপা, বাড়ি-গাড়ি, জমি, মানুষের শ্রম, যৌনতা, এমনকি মানুষের অঙ্গপ্রত্যঙ্গও।

কিন্তু শুধু "মানুষ "কীভাবে বিনিময়ের মাধ্যম হতে পারে? আপনি যদি এর মাধ্যমে দাসপ্রথা বোঝাতে চান, তাহলে সেটা আলাদা বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.