![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসিনা-খালেদার তুলনায় এরশাদকে একজন সহজ সরল ভাল মানুষ মনে করতাম ,কিন্তু সেটা একটা ভুল ছিল। ক্ষমতার লোভে উনি স্বৈরাচার ও মীরজাফর কে ছাড়িয়ে গিয়েছে। এরশাদের কাণ্ড দেখে মীর জাফর নিশ্চয়ই মন খুলে হাসছে । আসেন, সবাই মীর জাফরকে মুক্তি দিয়ে এবার বেইমানকে এরশাদ বলে ডাকি। তার উপর তো অনেক অত্যাচার হয়েছে। এরশাদের কান্ড দেখলে মীর জাফরও লজ্জা পাবে। যা মনে হচ্ছে, এরশাদ ও শেখ হাসিনার পাতানো খেলা শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনকে বৈধতা দেয়ার একটি অপচেষ্টা মাত্র। সরকার চাইছে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করা। আবার হেফাজতকেও দলে আনার শুক্ষ কৌশল করছে এরশাদ চাচা কে দিয়ে ওয়াও! চরম খেলা! যেখানে সবার আগে আমার দেশ, আমাদের দেশের শান্তির জন্য একটি নির্দলীয় নির্বাচন কালীন সরকার ব্যবস্থার খুবই দরকার ছিল, সেখানে এরা ক্ষমতার লোভে বেহায়াপনার শেষ পর্যায়ে পৌছিয়ে গিয়েছে। ঘৃণা করবে এদের সবাইকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম।
©somewhere in net ltd.