![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৬ প্রেসিডেন্ট জিয়া এ দেশটার জনসংখ্যা বিস্ফোরন নিয়ে যেভাবে ভেবেছেন বাকি এতগুলো বছর ধরে সেভাবে আর ভাবা হয়নি.......এখনো ভাবছেনা কেউ........ ডুবন্ত টাইটানিকের দশা হচ্ছে........ ডিসক্লেইমার : এই ব্লগের কোন প্রকার লেখালেখিতে কেউ
উপরে যে নিউজক্লিপ টি দেখতে পাচ্ছেন এটির ডিটেইলস দেখুন:
নিউজ পেপার: The Times of London
ডেট অব রিপোর্ট : December 16 , 1971
রিপোর্টার : Peter O' Loughlin
এই রিপোর্ট টি ঠিক যেমনি ভাবে ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয়ের মুহূর্তের রেসকোর্সের ময়দানের টুকরো টুকরো ঘটনাগুলো জানিয়ে দেয় ঠিক তেমনি বাংলাদেশের রাজনীতির অনেক বড় এক প্রচলিত মিথ্যা কেও ডিসমিস করে। কিন্তু এটি বোধহয় অনেকের জন্যই চমকে দেয়া একটি বিষয় হবে যেহেতু বাংলাদেশের অগনিত মানুষ এই অজানা সত্যটি আগে কখনো শোনেননি - জানেননি।
সেজন্যই শিরোনাম : X Facts
বলা হয় "বাংলাদেশ জিন্দাবাদ" একটি পাকিস্তানী ভাবাদর্শের শ্লোগান।
৭৫ পরবর্তী সময়ে এটির আবির্ভাব।
" জয় বাংলা " কে প্রতিস্থাপন করার উদ্দেশ্যেই "বাংলাদেশ জিন্দাবাদ" উচ্চারন করা হয়।
"জিন্দাবাদ" এদেশের গণমানুষের শ্লোগান নয় , চেতনার অংশ নয়।
আসলেই কি সেটা সত্য?
আমার প্রথম সন্দেহটি তৈরী হয়েছিলো যখন ইউটিউবে সম্পুর্ন দেশীয় কারো দ্বারা আনএডিটেড (কারন মুক্তিযুদ্ধ সংক্রান্ত অনেক ক্লিপসই আওয়ামী পন্থীদের দ্বারা ভিডিও এডিটেড হয়ে ইউ টিউবে আপলোড হয়েছে) এই ক্লিপসটি খুঁজে পাই রেসকোর্সের ময়দানের ঐতিহাসিক বিজয়ের মুহূর্তগুলোর।
ক্লিপটি দেখার সময় বেশ কানে বাজছিলো একেবারে শুরুতেই : কেউ একজন মিছিলের নেতার মত করে শ্লোগান দিচ্ছিলো "বাংলাদেশ" , অজস্র মানুষ তার সাথে সুর মিলিয়ে শ্লোগান দিচ্ছিলো "জিন্দাবাদ"।
অনেকটা মিছিলে যেভাবে সবাই শ্লোগান দেয় , মিছিলের নেতা অর্ধেকটা বলে থেমে যায় , বাকীরা পুরো শ্লোগান শেষ করে।
একই সংগে "জয় বাংলা" শ্লোগান যে শোনা যাচ্ছিলো তা বলাই বাহুল্য।
ক্লিপটির শুরুর দিকে কিছুটা বেশী অস্পষ্ট হলেও ১৪-১৭ সেকেন্ড পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বেশ জোরালো ভাবেই শোনা যাচ্ছিলো "জিন্দাবাদ"
চেষ্টা করেছিলাম Google মামা যদি কোন ফ্রী Sound analyzer দিতে পারে !
নাহ , ফ্রী পাইনি।
তাই খুঁতখুঁতে দৃষ্টি নিয়ে চলি বলে এটাকে শক্তিশালী কোন প্রমান বলে মনে হলোনা।
কিন্তু পিটার লফলিনের রিপোর্ট টি পাওয়ার পর কোন সন্দেহ রইলো না - ক্লিপসে যা শুনেছি সেটা সঠিক শুনেছি।
শ্রবনশক্তি ভুল করেনি।
পিটার ও' লফলিনের রিপোর্টের পুরোটা :
পুরো রিপোর্টটির দরকারী ক্লিপটি দেখুন :
খুব পরিস্কার ভাবেই দেখতে পাচ্ছেন রিপোর্ট টিতে কি লেখা রয়েছে।
তারপরও দরকারী অংশটুকুর বাংলা অনুবাদ করেই ফেলি :
__________________________________________
তখনো গুলি ফোটানোর শব্দ শোনা যাচ্ছিলো পেছনে , উপলক্ষ : পড়ন্ত বিকেলের আলোয় অসংখ্য মানুষ ঢাকা রেসকোর্স ময়দানের সামনে সাজিয়ে রাখা একটি টেবিলকে ঘিরে রেখেছিলো আর বিমর্ষ মূর্তি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজী আত্নসমর্পনের দলিল স্বাক্ষর করেছিলেন।
রেসকোর্স ময়দানকে কর্ডন করে রাখা ভারতীয় সেনাদলের পেছনে শতশত বাঙালী "জিন্দাবাদ" শ্লোগানে মুখরিত ছিলো।"
___________________________________________
সুতরাং খুব পরিষ্কার ভাবেই বুঝতে পারছেন ১৬ ডিসেম্বরের সেই বিজয়ের মুহূর্তেও এদেশের মানুষের কন্ঠে উচ্চারিত হয়েছিলো "বাংলাদেশ জিন্দাবাদ।"
এই উচ্চারন এসেছিলো বিজয়ের আবেগ থেকে , স্বাধীনতার স্বাদ থেকে , ২০০ বছরের গোলামীর শেষ শিকলটি ভাঙার আনন্দ থেকে।
৭৫ এর পর হঠাৎ করে আসেনি এই "জিন্দাবাদ"।
সোজা শক্ত মেরুদন্ড আর বদ্ধমুষ্টি জাতীয়তাবাদের অনুভূতির ভেতরেই "জিন্দাবাদ" সুপ্ত হয়েছিলো।
চেতনা থেকেই এই শ্লোগান উচ্চারিত হয়।
বাংলাদেশের পতাকা আর মানচিত্রের সব শত্রুর "মুর্দাবাদ" কামনা করেই এই "জিন্দাবাদ" ।
সার্বভৌমত্ব আর সামনে এগিয়ে চলার সবশত্রুকে Bulldoze করার অন্তর্শক্তি দেয় এই "জিন্দাবাদ" ।
বাংলাদেশ জিন্দাবাদ [Long Live Bangladesh] জয় বাংলার [Victory of Bangla]
সমান্তরাল কিছু নয় ,
প্রতিস্থাপক কিছু নয় ,
প্রতিদ্বন্দী কিছুতো নয়ই।
"জয় বাংলা" 'র উর্দুভার্সন "জিয়ে বাংলা" তো নয়ই।
নইলে কি ক্যালক্যাশিয়ান জাস্টিস হাবিবুর রহমান "বাংলাদেশ দীর্ঘজীবি হোক " এর মর্ম বুঝতেন ।
বরন্চ্ঞ " জয় বাংলা " ৭১ এর পেছনে ফেলে আসা স্মৃতির অচ্ছেদ্য অংশ।
আর "বাংলাদেশ জিন্দাবাদ" ?
সারাবিশ্বে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি বাংলাদেশীর জাতীয়তাবোধের Energizer.
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৫
দাসত্ব বলেছেন: নাহ ভাই , আমি যতই খুঁজতেসি ততই দেখতেসি বাংলাদেশের হিস্ট্রীতে আওয়ামী লীগ সবচেয়ে বড় মিথ্যুক।
ওদের সবচেয়ে বড় অ্যাসেট হলো কিছু ক্যারিশম্যাটিক বিষয় ওদের পক্ষে আছে।
যেমন ৭ ই মার্চের ভাষন।
২| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৪
জর্জিস বলেছেন: যথারীতি +++
এবং আগের মতই এ পোস্ট নিয়ে অনেক বিতর্কের (!) পর আপনাকে গালি দিয়ে সংবর্ধনা জানানো হবে। রিকোয়েস্ট একটাই-- লেখা চালিয়ে যান
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৭
দাসত্ব বলেছেন: লেখক বলেছেন: লেখা চলবে , আমার এখানে কুমড়া কতটুকু ধার সম্পন্ন দা দিয়ে কাটা হয় সেটা সামুর পেঈংগুনরা জানে।
উল্টা পাল্টা করলে মুখে স্রেফ কামারের গরম লোহা দিয়ে ছ্যাকা দেয়া হবে।
৩| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৮
সাহসী বলেছেন: দ্যাখেন ব্রাদার, এই হাবিবুর রহমান গং আই মিন পশ্চিমবঙ্গ আর বিহার হইতে আসা মুহাজির গং ই এই দ্যাশে যত ঝামেলা পাকাইতেছে।
ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটাইয়া উঠতে এরা সবগুলা বাঙালিয়ানা দেখানোর জন্য মরিয়া হয়া থাকে। কামাল ডাক্তার বলেন আর হাবিবুর হাকিম বলেন, সবগুলাই কিন্তু মুহাজির। বহুত আছে এরাম।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫০
দাসত্ব বলেছেন: সামনে এদেরকে নিয়ে পোস্ট আসবে ইনশাল্লাহ।
অনেক ভাওতাবাজী এরা করেছে দিনের পর দিন।
ফ্যাক্ট ফাইন্ডিং গুলো কেউ করেনা বা বিএনপির পাবলিকেশন্স উইং দুর্বল - একারনেই এরা পার পেয়ে যায়।
কামাল ডাক্টারের ৭২ সংবিধানের ব্যাপারে একটা গোমর আছে।
সেটা নিয়ে একটা মিশন চালাবো।
৪| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫২
বিডি আইডল বলেছেন: জয় বাংলা
জয় হাসিনা
জয় ইন্ডিয়া
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫২
দাসত্ব বলেছেন:
৫| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫২
দুখী মানব বলেছেন: ধন্যবাদ
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৪
দাসত্ব বলেছেন: এবার বুঝলেনতো সবদিকেই চোখ কান খোলা রাখতে হয়।
বিএনপিরটাও জানবেন , আওয়ামী লীগের টাও জানবেন , আরো যে যা বলে সবই জানবেন।
সব জেনে কে কি এভিডেন্স দিচ্ছে সব যাচাই করে মিলিয়ে নেবেন ইতিহাসের কোনটা সত্য আর কোনটা সত্য না।
আপনাকেও ধন্যবাদ
৬| ৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৭
জামিনদার বলেছেন: অজানা সত্য উঠে এসেছে।
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৫৯
দাসত্ব বলেছেন: সেজন্যই X Facts শিরোনাম
৭| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:০৪
দাসত্ব বলেছেন: হে বৎস , সুধাসদনের পেমেন্ট হালাল করেছো বলে বিষয়টা মেনে নিলাম।
কিন্তু মাইনাস দিয়ে পরিচয় প্রকাশ করবেনা কেন হে ?
ইহাতো চৌর্যবৃত্তি!
৮| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:১৮
নষ্ট ছেলে বলেছেন: ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের কাছে নতুন কিছু না।
কিছুদিন আগেও সাজেদা চৌধুরী বলেছিল, "জিয়া পাকিস্থানের গুপচর ছিল"। এরকম একটা ডাহা মিথ্যা বলার পরও আওয়ামী লীগের নেতারা যখন সেটাকে নীরবে সমর্থন দিয়ে গেছে সেখানে "বাংলাদেশ জিন্দাবাদ" শ্লোগানকে পাকিস্থান ভাবাদর্শের শ্লোগান বলা তো খুবই স্বাভাবিক।
সময়ের আবর্তে সত্য কখনো মিথ্যা হয়ে যায় না, সত্য চিরকালই সত্য।
পোস্টে +
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:২০
দাসত্ব বলেছেন: ধন্যবাদ ,
আওয়ামী লীগের গলাবাজী সেই পুরোনো প্রবাদ মনে করিয়ে দেয়:
"চোরের মার গলা বড়"
জিয়ার ব্যাপারে এরা যেইসব ব্যাপারে কনফিউশন তৈরী করে (যেমন সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস সেটার আসল ঘটনা আসবে কয়েকদিনের মধ্যে) এই রকম কয়েকটা ব্যাপার ক্লীয়ার হবে সামনে।
৯| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:২০
লুৎফুল কাদের বলেছেন: ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ.
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:২৩
দাসত্ব বলেছেন: ধন্যবাদ , কোথাও আওয়ামীরা গলাবাজী করলে এসব নিয়ে মুখের উপর জবাব টা দিয়ে দেবেন। সেইজন্যই পোস্টানো।
তর্কাতর্কি না করে নগদে প্রমান হাতে ধরিয়ে দেবেন
১০| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৩০
পৃথিবী আমারে চাই না বলেছেন:
আওয়ামি ইতিহাসবিদদের পদধুলির অপেক্ষা করছি। তবে মনে হয় না তারা কিছু বলবে। এখানে চোরের মতন মাইনাস দিয়ে অন্য কোথাও গালিগালাজ করার মধ্যেই তাদের ব্লগ জীবন এখন সিমাবদ্ধ। আগে তাও দু'একজন স্বরচিত ইতিহাস লিখতো এখনকার আওয়ামি ব্লগারদের দৌড় গালিগালাজ পর্যন্ত।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৩৭
দাসত্ব বলেছেন: আমি জানি এরা কি করবে।
মুজিব মার্ডারের উপর আমার একটা ব্লগ ছিলো।
ঐ ব্লগে এসে আসল ঘটনা জানতে পেরে সুর নরম করে ভালো ভালো কথা বলসে।
পরে নিজেরা আবার পোস্ট দিয়ে সব হাম্বার পাল একজোট হয়ে ম্যাৎকার করে গগন বিদার করতেসে।
স্বাধীনতার ঘোষনা নিয়েও এরা একই কাজ করসে।
ডিওআই গুলোর সময় ভিসিটর লিস্টে সব কয়টার নাম দেখসি।
কোন কথা বলে নাই।
চুপচাপ পোস্ট পড়ে সরে গেসে।
কিন্তু ঠিকই আবার নিজেরা নিজেরা জোট হয়ে একটা গালাগালি পোস্ট দিয়ে ম্যাৎকার শুরু করে কান ফাটায়া ফেলবে।
এই পোস্টের বেলায়ও একই কাজ করবে- খুব ভালো করেই জানি।
বাংলাদেশের হিস্ট্রীতে হাম্বারা হচ্ছে সবচেয়ে বড় তালগাছবাদী।
এদের ইতিহাসে কেঁচো খুঁড়লে সাপ বেড়োয়।
ইতশাস নিয়ে এদের যত চিৎকার তার কারন কিছু ক্যারিশমাটিক ব্যাপার ওদের পক্ষে আছে।
যেমন ৭ ই মার্চের ভাষন।
যখন ই চালো মত খোঁচা দিয়ে আসল ঘটনা বের করে আনা হয় তখন ই গলাবাজী করে মাইক দখল করে।
কাউকে কিছু বলতে দেবেনা , কাউকে কিছু শুনতে দেবেনা।
১১| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৩৩
ধ্রুব তারা বলেছেন: জিন্দাবাদ সাধারণত হিন্দি-উর্দুতে অধিক ব্যবহৃত শব্দ। বাংলাদেশ স্বাধীণ হয়েছিল উর্দুভাষী পাকিস্তানের কাছে থেকে। তাই সে ভাষা হতে প্রচলিত বাংলায় ঢুকে গ্যাছে শব্দটি। ঢুঁকে গ্যাছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলেও।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৪১
দাসত্ব বলেছেন: বাংলা একটা সংকর ভাষা।
জিয়াতো আর "জিয়ে বাংলাদেশ" বলেন নাই।
উনি বলসেন "বাংলাদেশ জিন্দাবাদ"।
" জিন্দাবাদ " বাংলা ভাষায় অনেক আগেই ব্যবহার হয়।
এগুলো হচ্ছে আওয়ামী স্ট্রাটেজী।
তাজউদ্দিন আহমেদের ওয়াইফের সাক্ষাৎকার দেখেন আমার " DOI: ২টি মেসেজ , নাম মুজিবের , ব্যক্তিটি কে ?" পোস্টে ।
উনি ২৫ শে মার্চের রাতে পাকিস্তানী আর্মিদের সাথে উর্দুতে কথা বলে জান বাচিয়েছেন।
তো ?
উর্দু পারেন বলে কি জোহরা তাজ পাকিস্তান পন্থী ?
খুঁজলে বহুত ভুত পাওয়া যায় আওয়ামী ইতিহাসে।
১২| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৩৬
নষ্ট ছেলে বলেছেন: "বাংলা" বলতে তো শুধু বাংলাদেশকে বুঝায় না, অপরদিকে শুধু পশ্চিম বঙ্গকেও বুঝায় না। বাংলা বললে পশ্চিম বঙ্গ এবং পূর্ব বঙ্গকে (বর্তমানে বাংলাদেশ) একসাথে বুঝায়। তাহলে আওয়ামী লীগের "জয় বাংলা" শ্লোগান বাংলাদেশের জন্য কোন ভাবেই খাটে না? ঠিক একই সমস্যা বর্তমান সংবিধানের "বাঙালী জাতীয়তাবাদ"।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৪৩
দাসত্ব বলেছেন: এক্সাক্টলী , ১০০ % কারেক্ট অ্যান্ড ওয়েল সেইড
১৩| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৪৭
সাত্ত্বিক বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ......আওয়ামীলীগ মুর্দাবাদ
০১ লা আগস্ট, ২০১০ রাত ১:০৫
দাসত্ব বলেছেন: আওয়ামী লীগের ব্যাপারে ডেমোক্রেটিক ভিউ্যতে চিন্তা করতাম।
এখন যতোই দিন যাচ্ছে "আওয়ামী লীগের মুর্দাবাদ" জরুরী মনে হচ্ছে বাংলাদেশের জন্যই।
১৪| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৫১
ধ্রুব তারা বলেছেন: উর্দুতে কথা বলে জান বাঁচানো আর গ্রহণ করে নেওয়া আলাদা কথা। তবে আমার জয় বাংলাও পছন্দ নয়। কারন শুধু বাংলা বললে বাংলাদেশকে বোঝায় না।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১:০০
দাসত্ব বলেছেন: জান বাচানোর বিষয়টা ফোকাল না।
ফোকাল হচ্ছে তাজউদ্দিনের মত ব্যক্তির স্ত্রী উর্দু পারতেন। সো ভাষাটা সেসময় বেশ মিশে গিয়েছিলো বাংলায় আংশিকভাবে।
এখানে পাকিস্তানপন্থী হওয়ার কি আছে ?
শুধু বাংলা বলার ব্যাপারে যেটা বললেন আমার পুরো সহমত।
১৫| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১:১০
সাজিদ বলেছেন: খাইসে কত বড় জোচ্চুরি যে পারে বুদ্ধিজীবিরা!!! এতদিন জানতাম জু বাংলাই একমাত্র শ্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময়।
তবে এখানে তো মাইট ইস পাওয়ার। গালির পাওয়ার। এসবে নিয়ে কথা বলতে আসে না। শুধু গালি গালাজ আর কার চকির নিচে বসে কে গাজা খায় এসব নিয়ে আছে।
০১ লা আগস্ট, ২০১০ ভোর ৬:০৩
দাসত্ব বলেছেন: সাজিদ ভাই , এরা বুঝে গেসে হিস্ট্রীর গর্তে অনেক কেঁচোর জায়গায় সাপ লুকানো আছে।
একারনেই এরা অস্থির হয়ে গালাগালির স্ট্রাটেজী নিতেসে।
হু কেয়ারস।
সামনে জিয়ার অস্ত্র খালাস সোয়াত থেকে নিয়া ওরা যেই ভুয়াবাজী গলাবাজী করে এটা কয়েকদিনের ভেতরেই ফিনিশ হবে।
কীপ ওয়াচ।
১৬| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১:২০
নষ্ট ছেলে বলেছেন: "আওয়ামী লীগ" এর প্রথম শব্দটা উর্দু দ্বিতীয় শব্দটা ইংরেজী। এটা নিয়ে কারো কোন সমস্যা নাই যত মাথা ব্যাথার কারণ জিন্দাবাদ।
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:১০
দাসত্ব বলেছেন: আসলেই ব্লগ একটা দারুন ইন্টারঅ্যাকশনের জায়গা।
এই বিষয়টাতো ভুলেই গেসিলাম।
আপনি মনে করিয়ে দিলেন।
যাই হোক এটা পোস্টে অ্যাড করবো।
১৭| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১:৩৯
সাত্ত্বিক বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: "আওয়ামী লীগ" এর প্রথম শব্দটা উর্দু দ্বিতীয় শব্দটা ইংরেজী। এটা নিয়ে কারো কোন সমস্যা নাই যত মাথা ব্যাথার কারণ জিন্দাবাদ।
০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:১১
দাসত্ব বলেছেন: হুমমমম
১৮| ০১ লা আগস্ট, ২০১০ রাত ১:৪০
সাত্ত্বিক বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: "আওয়ামী লীগ" এর প্রথম শব্দটা উর্দু দ্বিতীয় শব্দটা ইংরেজী। এটা নিয়ে কারো কোন সমস্যা নাই যত মাথা ব্যাথার কারণ জিন্দাবাদ।
১৯| ০১ লা আগস্ট, ২০১০ রাত ২:০১
নষ্ট ছেলে বলেছেন: আরেকটা কথা, "বাংলাদেশ জিন্দাবাদ" "পাকিস্থান জিন্দাবাদ" ভাবাদর্শের শ্লোগান হয় কিভাবে??
পাকিস্থান জন্মের অনেক আগেই ভগত সিং ব্রিটিশ বিরোধী আন্দোলনে "ইনক্লাব জিন্দাবাদ" শ্লোগান ব্যবহার করেন।
http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh
"ইনক্লাব জিন্দাবাদ" শ্লোগানটা ফারসি শব্দ থেকে নেওয়া। পাকিস্থানিরা ব্যবহার করলেই এটা উর্দু হয়ে যায় না।
http://en.wikipedia.org/wiki/Inquilab_Zindabad
মূল পোস্টে সাথে এ ব্যাপারটা বলে দিলে বোধ হয় ভাল হত।
০১ লা আগস্ট, ২০১০ ভোর ৫:৫৪
দাসত্ব বলেছেন: হুমমমম , ভালো ইনফো , এটাও অ্যাড করা হবে ধন্যবাদ
২০| ০১ লা আগস্ট, ২০১০ রাত ২:১৫
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: বাংলাদেশ জিন্দাবাদ আগেও ছিল, ভাসানীই জিন্দাবাদ ব্যাবহার করে গেছেন। তবে জয় বাংলাটা মুক্তিযু্দ্ধের সময় একটা অন্যরকম উচ্চতায় চলে যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সমার্থক হয়ে পড়ে। আপনার স্লোগানটা অনেক ঘেঁটে ইউটিউবে খুব ভালভাবে কান পেতে খুঁজতে হয়েছে, অপরদিকে জয় বাংলা--দিয়ে একটা সার্চ দেন তখনকার দেশী বিদেশী যেকোন নিউজ সাইটে---আপনি জয় বাংলা খুজে পাবেন ভূরি ভূরি, মোটেও খুব কষ্ট করে খোঁজা লাগবেনা।
আপনার অতি প্রিয় TIME ম্যাগাজিন ১৯৭১ এর ডিসেম্বরে বাংলাদেশ নিয়ে যে কভার স্টোরি করেছিল, তার প্রথম ৪ টি শব্দ খেয়াল করুন। জয় বাংলা ১ বার না, ২ বার পাবেন।
বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলাকে প্রতিস্থাপন করেছে, এটা বলার ঐতিহাসিক কারণ অন্যরকম----৭১ এর যুদ্ধ থেকে শুরু করে ৭৫ পর্যন্ত, দেশের নেতারা তাদের রাষ্ট্রীয় ভাষণ শেষে "জয় বাংলা" বলতেন, জিয়ার স্বাধীনতার ঘোষণাটাও শেষেও "জয় বাংলা" বলেছিলেন।
৭৫ এ মুজিব হত্যার পর এই পরিবর্তনটা আসে, খন্দকার মোশতাক প্রথম "বাংলাদেশ জিন্দাবাদ" বলা শুরু করেন বক্তব্যের শেষে। যেটা জিয়ার আমলেও অব্যাহত থাকে। ধারণা করি, "জয় বাংলা"-র ঐতিহাসিক আবেদন স্বত্ত্বেও এটা ব্যবহার করা হয়নি আওয়ামী লীগের সাথে দূর্ত্ব বোঝানোর জন্যই।
এজন্য খুব সম্ভব আওয়ামী লীগ ইতিহাসবিদরা "প্রতিস্থাপন" কথাটা ব্যবহার করেন।
০১ লা আগস্ট, ২০১০ ভোর ৬:০৪
দাসত্ব বলেছেন: আপনার কমেন্টের ভালো একটা রিপ্লাই দেবো পরে।
একটু দৌড়ের উপর আছি।
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:১৭
দাসত্ব বলেছেন: ভাষানী জিন্দাবাদ ব্যবহার করার ডকুটা আমার কাছে আছে।
তবে রেসকোর্সে ১৬ ই ডিসেম্বর ৭১ এ এদেশের মানুষের মুখ দিয়েই এই "জিন্দাবাদ" উচ্চারিত হয়েছিলো - এটা স্বয়ং শেখ মুজিবও ডিফেন্ড করতে পারবেনা।
সেকারনেই ভাসানীর টা অফ রাখসি।
ভাবতেসি ডিসেম্বরে এই পোস্ট রিপোস্ট করবো।
তখন সব ঢুকানো হবে।
টাইম ম্যাগাজিন আমার প্রিয় ! - এটা কোথায় পেলেন।
এটাতো আওয়ামী দের প্রিয়।
কথায় কথায় তারা বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের প্যাচাল পাড়ে ইতিহাসের মুরুব্বিয়ানা দেখানোর জন্য।
অবশ্য শেখ মুজিবের খাটের নীচে ঢুকার মত অপ্রিয় সত্য যখন বের হয়ে যায় তখন আবার আপনাদের কাসেই টাইম ম্যাগাজিন খারাপ হয়ে যায়!
জয়বাংলা কে অফেন্ড করা হয়েছে এই পোস্টে ?
"জয়বাংলা - বাংলার জয়
হবে হবে হবে , হবে নিশ্চয়।
কোটি প্রান একসাথে , জেগেছে অন্ধ রাতে ।
নতুন সূর্য ওঠার সময় এইতো সময় "
গানটা আমার বেশ ভালোই লাগে শুনতে।
শিহরন জাগানো গান।
কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ ও আমার শিহরন জাগায়।
সো .... ২ টাই আমার কাছে প্রিয়।
কিন্তু আওয়ামী পেটেন্ট করা জয়বাংলা যেটা বললে মুজিব কোট পড়ে নৌকায় ভোট দিতে হয় সেই জয়(পূর্ব ) বাংলা উচ্চারন করার কোন ইচ্ছাই আমার নাই।
আর জয় বাংলা যু্দ্ধকালীন একটা শ্লোগান।
যু্দ্ধের সময় ইন্ডিয়া কয় "জয় হিন্দ"
সারা বছর কয় "হিন্দুস্তান জিন্দাবাদ"
যত গ্যান্জ্ঞাম খালি আমাদের দেশে।
বাংলাদেশী জাতীয়তা বাদও ঠিক আছে , বাংলাদেশ জিন্দাবাদও ঠিক আছে।
এক মাঘে শীত যায়না , ২০১৪ তে হাম্বাদের কি অবস্থা হয় জাস্ট দেখেন।
নতুন প্রজন্ম নিয়া বেশী চিল্লাফাল্লা করসেতো হাসিনা , নতুন প্রজন্মই হাসিনার মুখ কিচেন সিঙ্ক স্ক্র্যাবার দিয়ে ঘষে দেবে নেক্সট ইলেকশনে - ওয়েট অ্যান্ড সী।
আর প্রতিস্থাপনের যে কথাটা বললেন সেখানে আমি পাল্টা লজিক দেখাতে পারি।
হাম্বারা নিজেদের নামের ভেতরে "আওয়ামী" নামক উর্দু শব্দ রাখলেও স্বাধীনতার পর কাজী নজরুল ইসলাম কলেজ থেকে "ইসলাম" বাদ দিসিলো।
ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে সম্ভবত কুরআনের একটা আয়াত বাদ দিসিলো।
সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম বাদ পড়সিলো।
এখন যেমন বিচার পতি রাব্বানী (কনফার্ম মুনাফিক , মুসলিম নাম নিয়ে ভয়াবহ অমুসলিম । অনেক বাঙালী অমুসলিমও দেখলাম ইসলাম নিয়ে রেসপেক্ট দেখায় ইউ এস এ এসে)
জাতী্য ঈদগাহ ,জাতীয় মসজিদ থেকে জাতীয় শব্দে চুলকানী পাচ্ছেন ঠিক তেমনি ৭২ এর পর নবাব মুজিব "জিন্দাবাদ" অলিখিত ভাবে শব্দ নিষিদ্ধ করে ৭৪ এ ভুট্টোকে চুমুও খেয়েছেন।
মূলত প্রতিস্থাপন নয় , যেই জিন্দাবাদ ভাসানীও বলে গেসেন , যেই জিন্দাবাদ ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মানুষও বলে গেসে সেই জিন্দাবাদ ৪ টা বছর নিষিদ্ধ করে রাখসিলো মুজিব ।
কারন তার পেটেন্ট করা "জয় (পূর্ব) বাংলা" বলতে হবে।
সেকারনেই ৭৫ এর পর নতুন করে জিন্দাবাদ শোনা যায়।
এটা প্রতিস্থাপন নয় , টুটি চেপে ধরে রাখসিলো , বলতে দেয় নাই মুজিবের রক্ষী বাহীনি নামক র্যাগ ট্যাগ গ্যাং।
২১| ০১ লা আগস্ট, ২০১০ রাত ২:৩৭
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: পরে এসে মন্তব্য করবো। আপাতত সবার মন্তব্য দেখি।
এভাবে যদি আরো পারেন আমাদের কে রিয়েল ফ্যাক্টগুলো জানান।
আরো মন্তব্য আসুক ,আমারো কিছু বলার আছে।
সবসময় মুখ বুজে মেনে নিতে হয়।
আস্তে আস্তে সত্য বেরিয়ে আসছে।
আপাতত পর্যবেক্ষনে
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২৪
দাসত্ব বলেছেন: হুমম , আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম
২২| ০১ লা আগস্ট, ২০১০ রাত ২:৪২
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ ধারুন একটি পোস্টের জন্য।
লেখক বলেছেন: বাংলা একটা সংকর ভাষা।
জিয়াতো আর "জিয়ে বাংলাদেশ" বলেন নাই।
উনি বলসেন "বাংলাদেশ জিন্দাবাদ"।
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২৪
দাসত্ব বলেছেন: আচ্ছা , ব্রাদার , বিএনপির কি কোন ভালো অনলাইন আর্কাইভ নাই।
স্বাধীনতার ঘোষনা , অফেন্ডিং শেখ মুজিব , এই পোস্টটা এগুলো কি কোথাও সেভ রাখা যায়না ?
তাহলে অনেক মানুষ পরতো , জানতো। একজন থেকে আরেকজন জানতো। জনে জনে ছড়ায়া পড়তো এইসব অজানা সত্যিগুলা।
২৩| ০১ লা আগস্ট, ২০১০ রাত ৩:১২
দাসত্ব বলেছেন: আপাতত অফলাইনে যাচ্ছি।
ফিরে এসে সব কমেন্ট রিপ্লাই হবে।
২৪| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:০৬
অজগর বলেছেন: বরাবরের মতই প্রিয়তে রাখার মত পোস্ট।জাতির সাথে ক্রমাগত মিথ্যা বলতে এদের তো দেখছি প্রতিদ্বন্দিই নেই।
অফটপিক:নাস্তিক আস্তিক নিয়ে আপনার একটা লেখা আসার কথা-অপেক্ষায় আছি।
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২০
দাসত্ব বলেছেন: হ্যা , আসবে তার আগে নাস্তিকদের সাথে আরো একটা মন্তব্য পোস্ট আসবে ।জাস্ট ওয়েট করেন।
বেটারা কি কি প্যাচ জানে বয় স্কাউটদের মত সেটা একটু পর্যবেক্ষনে রাখসি।
ওদেরতো অস্ত্রই একটা , তর্ক জিতো , আল্লাহ নাই।
তাড়াহুড়া করলে সুযোগ টা ভালো মত পায়া যায়।
ওয়েট করেন।
পোস্ট অবশ্যই আসবে।
হাম্বাদের জিয়ার সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামানোর গলাবাজী করা গল্পটা পুড়ানোর জন্য একটা হেভী ওয়েট পান্চ্ঞ আসবে কয়েকদিনের মধ্যে।
অনেকগুলা টপিক জমে গেসে , সময় লাগে ভালো মত কাউন্টারে গেলে।
২৫| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:২৭
অ্যামাটার বলেছেন: আপনার পোস্টগুলো দেখে মনে হয়, পুরো ব্লগটাই একটা বিশাল আর্কাইভ। এজন্যই বলছি, ব্যাক-আপ রাইখেন। অন্য আর দশটা ব্লগের চাইতে আপনার ব্লগের মূল্য অনেক বেশি।
জয় বাংলা না জিন্দাবাদ; এইটা তো খুব সিলি ইস্যু; অনেকটা স্বাধীনতার ঘোষক টাইপ, এরচাইতেও বড় বড় গোয়েবলসীয় পুকুরচুরি হচ্ছে, সম্ভব হয়ে ঐগুলোতে একটু হাত দিয়েন।
এই ভূমির ইতিহাস যেন ৩৯ বছরের, এর আগে সম্ভবত ছিল একটা ডেজার্ট, হঠাৎই বসতি স্থাপন হয়েছে, তাই নয় কি!
বিবিসির সুবাদে পাইছি একখান নেতা। শুধু রূপকথার গল্পে শুনি ভাসানী, সোহরাওয়ার্দি, শেরেবাংলা, তাজউদ্দিন।
২০০বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন,স্বদেশী আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ; এইগুলান পাস্ট। পাস্ট ইজ পাস্ট। ডাস্টবিনে ছুঁড়ে ফেলার মত।
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৮:৩৭
দাসত্ব বলেছেন: আসলে আমিতো অতীত মুখী না।
কিন্তু ইতিহাসের দলিলকরা মালিকরা তো বারবার অতীতে নিয়ে যায় জোর করে।
বাধ্য হয়ে ওদেরকে পাল্টা অ্যাটাক করতে হয়।
তারপর এর ঠান্ডা হয়।
অফেন্ডিং মুজিবে দেখলেন না মুজিবের অপ্রিয় সত্য জানার পর এদের কান লাল হয়ে গেসিলো।
মাস ২ চুপ ছিলো।
এখন ৫ম সংশোধনীর রায় নিয়ে আবার পুরোনো কথা তুলতেসে।
অবস্থা এমন একপোস্ট কতবার রিপোস্ট করতে হবে বুঝতেসিনা।
যদিও এখনো একবার রিপোস্ট করি নাই একবারও।
এরা দখলবাজ , যুক্তি , তথ্য কিসুই এরা মনবেনা।
বাকশালী কি সাধে বলে ?
মুজিব মার্ডার , জিয়া , সায়েম , মোশতাক কত বকাবকি .. অথচ মুজিবের খুনীরা খালেদ মোশাররফ মোশতাকের মুসাবিদা মোতাবেক ফকার প্লেনে করে ব্যাংকক চলে গেসিলো।
সেই ঘটনা জানাইসিলাম আমার "মুজিব হত্যা: জিয়া " পোস্টটাতে।
আমার প্রিয় পোস্ট তালিকায় পাবেন।
অথচ ৫ম সংশোধনীর রায়ে খালেদের নামই নাই।
আওয়ামী দালাল খায়রুল হক আর সুধাসদনের চীফ জাস্টিস হাসিনা রায় দিয়ে দিসে।
সেভাবেই ওরা ম্যাৎকার করতেসে।
আর ব্যাক আপের কথা যেটা বললেন ইউনুস খানকে তো বললাম বিএনপির একটা অনলাইন আর্কাইভ থাকা দরকার।
দেখা যাক কি হয় ।
আমার কাসে বাংলাদেশের জন্য প্রয়োজন সব পোস্টই পাবেন।
২৬| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:১৮
দাসত্ব বলেছেন: ব্যাটা কোন হাম্বাচোর মাইনাস দিলি।
যা তোর সুধাসদনের পেমেন্ট হালাল করায় মাফ করলাম।
বৌ ছেলে মেয়ে নিয়েতো পেট চালাতে হবে।
শরম থাকলে চেহারাটা একটু দেখাইস
২৭| ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:০৪
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন: আপনি আমার কথাটা বলে ফেলেছেন :
হাম্বারা নিজেদের নামের ভেতরে "আওয়ামী" নামক উর্দু শব্দ রাখলেও স্বাধীনতার পর কাজী নজরুল ইসলাম কলেজ থেকে "ইসলাম" বাদ দিসিলো।
ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে সম্ভবত কুরআনের একটা আয়াত বাদ দিসিলো।
সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম বাদ পড়সিলো।
এখন যেমন বিচার পতি রাব্বানী (কনফার্ম মুনাফিক , মুসলিম নাম নিয়ে ভয়াবহ অমুসলিম । অনেক বাঙালী অমুসলিমও দেখলাম ইসলাম নিয়ে রেসপেক্ট দেখায় ইউ এস এ এসে)
জাতী্য ঈদগাহ ,জাতীয় মসজিদ থেকে জাতীয় শব্দে চুলকানী পাচ্ছেন ঠিক তেমনি ৭২ এর পর নবাব মুজিব "জিন্দাবাদ" অলিখিত ভাবে শব্দ নিষিদ্ধ করে ৭৪ এ ভুট্টোকে চুমুও খেয়েছেন।
মূলত প্রতিস্থাপন নয় , যেই জিন্দাবাদ ভাসানীও বলে গেসেন , যেই জিন্দাবাদ ১৬ ই ডিসেম্বর বাংলাদেশের মানুষও বলে গেসে সেই জিন্দাবাদ ৪ টা বছর নিষিদ্ধ করে রাখসিলো মুজিব ।
কারন তার পেটেন্ট করা "জয় (পূর্ব) বাংলা" বলতে হবে।
সেকারনেই ৭৫ এর পর নতুন করে জিন্দাবাদ শোনা যায়।
এটা প্রতিস্থাপন নয় , টুটি চেপে ধরে রাখসিলো , বলতে দেয় নাই মুজিবের রক্ষী বাহীনি নামক র্যাগ ট্যাগ গ্যাং।
আসলে অনেক কিছুই হঠাৎ নিষিদ্ধ হয়ে যায় ৭২ এর পর পরিবারের মানুষদের কাছে যেটা শুনেছি।
পরে যখন ফিরে আসে তখন বলা হয় এগুলো নতুন।
মোটেই নতুন নয় , গলা টিপে ধরে রেখেছিলো মানুষের।
ধন্যবাদ
০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:৪৬
দাসত্ব বলেছেন: ধন্যবাদ , ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস।
২৮| ০১ লা আগস্ট, ২০১০ দুপুর ১:২৬
স্পেলবাইন্ডার বলেছেন: প্রতিটা পোস্টে নতুন নতুন তথ্য দিচ্ছেন।
ধন্যবাদ। লিখতে থাকুন।
০১ লা আগস্ট, ২০১০ রাত ১০:১১
দাসত্ব বলেছেন: ধন্যবাদ , আমার জানার ভেতরে যা কিছু থাকবে যেটা সাধারন মানুষ জানেনা সেটাই জানাবো ইনশাল্লাহ
২৯| ০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:২১
লিটল বয় বলেছেন: + , আমার আব্বু খুব বিএনপি ।
আমরা সবাই , আমার দাদাভাই , নানা ভাই , আম্মু সবাই বিএনপি।
আব্বুকে এটা পড়াবো।
থ্যাংকু
০৩ রা আগস্ট, ২০১০ রাত ২:২৮
দাসত্ব বলেছেন: ধন্যবাদ লিটল বয়
৩০| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ৩:২৩
বিজ্ঞান বলেছেন: প্লাচাইলাম......।
১৩ ই আগস্ট, ২০১০ সকাল ৯:৫৩
দাসত্ব বলেছেন: ধইন্যা
৩১| ২৫ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:১৩
লালসালু বলেছেন: তখনকার আসল শ্লোগান ছিল জয় বাংলা খেতা বালিশ সামলা
২৫ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৯
দাসত্ব বলেছেন: আপনার নাম হওয়া উচিত ছিলো হিউমার সালু
৩২| ২১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৬:৫৫
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: "আওয়ামী লীগ" এর প্রথম শব্দটা উর্দু দ্বিতীয় শব্দটা ইংরেজী। এটা নিয়ে কারো কোন সমস্যা নাই যত মাথা ব্যাথার কারণ জিন্দাবাদ।
**************
এর জন্যই হল আওয়ামী-বাকশালীরা কুলাঙ্গারেরও অধম। ধন্যবাদ।
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৭
দাসত্ব বলেছেন: বাকশালীরা মিথ্যুক চোখ রাঙানী লাল বাহিনী
৩৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৮
অনিক আহসান বলেছেন: আওয়ামী লীগের মত এত সুনিপুন মিথ্যা দক্ষিন এশিয়ার আর কোন রাজনৈতিক দল বলতে পারে কিনা সন্দেহ আছে.... ৮১ তে দেশে আসার পর হাসিনা এক মিটিঙ এ ছাত্র দলকে প্রচারের পরামর্শ দিয়েছিলো "এই জিয়া সেই জিয়া না"...(দ্রস্টব্যঃ আমার ফাসি চাই)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৮
দাসত্ব বলেছেন: আওয়ামী লীগের মত গলাবাজী মিথ্যা আর কেউ বলতে পারেনা।
হাসিনা তো ৮৬'র স্বঘোষিত বেঈমান - এ আর নতুন কি ?
৩৪| ২৭ শে মার্চ, ২০১১ ভোর ৬:৩২
শ্রাবণধারা০০৭ বলেছেন: আপনার লেখাটি অনেক দেরিতে হলেও পড়লাম। একটি বিষয় জানতে চাই। নিউজক্লিপ টিতে ‘Zindabad’ এবং ‘joy bangla’ এই শব্দ দুটোতে মোট ৪ টা ‘a’ আছে। বলতে পারেন, এই ‘a’ গুলো পুরো নিউজক্লিপ এর বাকি a গুলো থেকে ভিন্ন ফন্ট কেন? আমার মনে হয় illustrator এর ভাল ব্যবহার জানলে, যিনি এই পরিবর্তন সাধন করেছেন তিনি এই সূক্ষ্ম বিষয়টি ধরতে পারেননি।
৩৫| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২০
আশিকুর রহমান অমিত বলেছেন: শ্রাবন ধারা ০০৭ illustrator এর জ্ঞান দূরে থাক সাধারন জ্ঞান থাকা মানুষ এটা বুঝবে কেন দুটো a ভিন্ন।
আপনি নরমআলী a লিখলে "a" আসবে আর ইটালিক হরফে লিখলে a ব্যাকা করে আসবে
৩৬| ১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৪
চাটিকিয়াং রুমান বলেছেন: +++++++
৩৭| ২৮ শে মে, ২০১২ বিকাল ৩:১৮
ঔপন্যাসিক সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু বলেছেন: +
৩৮| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
ভুল উচ্ছাস বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১০ রাত ১১:৪১
অলস ছেলে বলেছেন: গো+এষণা চালিয়ে যাচ্ছেন দেখি নিরন্তর।
ব্রেশ ব্রেশ। তবে গায়ের জোরে যেখানে সত্য বানানো হয়, সেখানে কষ্ট করে লাভ কি!
আল্লাহ মাবুদ ভালো জানেন, কি ছিলো তখন অবস্থা, জিন্দাবাদ না জয়। সবাইই এত মিথ্যাবাদি, কারো কথাই আর বিশ্বাস করি না। মাঝে মাঝে মনে হয়, আমার জন্মের আগে সম্ভবত এইদেশ ছিলোনা, সব গালগপ্পো। যখন কেউ বলে জিয়া রাজাকার ছিলো, তখন আমার কাছে মনে হয় জিয়া নামেই আসলে কেউ ছিলো না ঐটা ধরে নেয়াই কম্ফর্টেবল।