নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলা ২০১৮\'তে আমার প্রকাশিত বই

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯



আমার ভাগ্য হল হিমু ভাগ্য; আশেপাশে কোটিপতির ছড়াছড়ি হিমু তাদের নানান নখরামি দেখতে দেখতে সহ্য করতে করতে খালি পায়ে হেঁটে বেড়ায়, তাদের যে ছেড়ে যাবে সেই উপায় ও নেই বেচারার। আমার সাথে হিমুর পার্থক্য বলতে আমি খালি পায়ে হাটিনা শখ করে তো একদমই না।

আমার এক বেস্ট ফ্রেন্ড সব সময় তার জন্য বরাদ্ধ গাড়ি নিয়ে ঘুরতো তার ফুটপাতে হাঁটতে ও কষ্ট হতো এমনি ঢঙ্গী সে।
আমরা দুইজন এবং তার গাড়ি নিয়া কতদিন কত ঘুরে বেড়াইছি শপিং করছি, রোজার সময় শখ করে রেডিশন সহ ঢাকার ভালো ভালো রেস্তোরায় ইফতার করে তাদের ইফতারের কত কত বদনাম করে কতদিন যে বাড়ি ফিরেছি।

আবার আমরা ঝগড়া ও করতাম অনেক, এরকম একটা ঝগড়া হল একদিন সে আমি বাসায় ফিরছি (সে আমায় সব সময় বাসায় নামিয়ে দিত বিশেষ করে রাত হলে) আমরা নানান গল্প করছিলাম, সে আমার কথা শুনতে শুনতে আমার কাঁধের উপর হেলান দিয়া হঠাৎই বলে বসলো, সামিয়া তোমার যে গাড়ি নাই এইটা কিন্তু বেস্ট একটা ব্যাপার। তার কথা শুনে সাথে সাথে আমি রেগে গেলাম কিন্তু কিছু বললাম না আর কি বলে শোনার জন্য, বললেনও, তোমার গাড়ি নেই বলেই তুমি সাধারণদের সাথে মিশতে পারছো তাদের লাইফ স্টাইল হাতে কলমে দেখতে পাচ্ছো আর সে সব থেকে কত কিছু ভাবতে পারছো লিখতে পারছো এটা কিন্তু তোমার অনেক কাজে লাগবে।।

ওয়েল
সেই সময় এই কথার জন্য তাকে প্রচণ্ড ধমকাধমকি করে আজ অনেকদিন পর মনে হচ্ছে তার কথা একশোতে একশো ভাগ ঠিক ছিল।
আমার প্রথম উপন্যাস লেখার কনসেপ্ট মাথায় এসেছিলো অচেনা মানুষের থেকেই।।


একদিন রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আর আসেনা, কি কারনে যেন রামপুরায় গাড়ি ভাঙচুর হচ্ছে ফলে কোন গাড়িই আসতে পারছেনা, আমি দাঁড়িয়ে আছি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের উল্টা দিকে, এভাবে ঘণ্টাখানেক দাঁড়িয়ে ছিলাম কোন গাড়ি কোন সি,এন,জি কিছুই ম্যানেজ করতে পারছিলাম না, একটু অদূরেই আমার মতনই একটি মেয়ে দাঁড়িয়ে, অতিরিক্ত শুকনা শ্যামলা মেয়েটিকে সোডিয়ামের আলোয়ও বেশ বোঝা যাচ্ছিলো অস্বাভাবিক, সে রাস্তার অনেক সামনে এগিয়ে দাঁড়ানো হুস হাস করে কিছু কিছু প্রাইভেট কার তাকে পাস কাটিয়ে যাওয়ার সময় ধমক ধামক দিচ্ছে, সে নির্লিপ্ত।
আমি এক পর্যায়ে একটি সি,এন,জি যোগাড় করতে সক্ষম হই, সেটায় উঠতে উঠতে মেয়েটিকে ডাকলাম।
কেউ তাকে সাহায্য করতে চাইছে ব্যাপারটা উপলব্ধি করে সে অবিশ্বাস চোখ মুখ নিয়ে এগিয়ে এলো, বললাম কই যাবেন? ঘোর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতে করতে বলল উত্ত উত্ত উত্তরা। ছোট একটা নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে দিলাম বললাম আসেন আমি নামিয়ে দেব, এইটুকু মমতায় সে কেঁদে দিলো জানালো আজ তার প্রেমিকের সাথে বিয়ে হবার কথা ছিল, প্রেমিক আসেনাই নাটকের কাহিনীর মতই ধোঁকা দিয়েছে, সে লজ্জায় ঘৃণায় রাগে ক্ষোভে প্রতিজ্ঞা করতে করতে বলে, তার প্রেমিকের দেয়া সমস্ত উপহার থেকে শুরু করে সকল ধার দেনা শোধ করে দেবার জন্য সে তার কিডনি বেঁচে টাকা জোগাড় করবে।
ঐ দিনের পর তার সাথে আর দেখা হয়নি, কিন্তু আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে কথাগুলো, অন্বেষা উপন্যাস এরকম কিছু ইচ্ছার উপর ভিত্তি করেই রচিত হয়েছে। জানিনা সেই মেয়েটি কোথায় আছে কেমন আছে, জীবনে চলার পথে কত মানুষ আসে যায়। পাখি উড়ে যায় রেখে যায় পালক।।



বইটি পাওয়া যাবে
প্রকাশনীঃএক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
স্টল নাম্বার ৬৫৪সোহরাওয়ার্দী উদ্যান
মেঘফুল স্টল নাম্বার ৪৩ লিটল ম্যাগ চত্ত্বর বাংলা একডেমী
মূল্য ঃ ১৫০ টাকা

এবার আসছি আমার আরেকটি বই শঙ্কিত শহরে প্রসঙ্গে ,
শঙ্কিত শহরের গল্পগুলো একটু ভিন্ন ধারায় রহস্য আকারে লেখার চেষ্টা করেছি। রহস্য আমার ভালোলাগে। এত বড় পৃথিবীতে কত রহস্যই না আছে, তার কতটুকুই বা আমরা জানতে পারি। আবার একেকটি মানুষ একেকটি রহস্য নিয়ে তার সমগ্র জীবন পাড়ি দিচ্ছে, কত ঘটনা; কত স্মৃতি; তার হৃদয়ের গহীনে জমা হচ্ছে, জমা হচ্ছে রহস্য, সে কথা হয়তো নিজেরাও কোনদিন জানতে পারেনা। বইটিতে থাকবে আমার লেখা বারোটি গল্প।



বইটি পাওয়া যাবে
প্রকাশনীঃএক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
স্টল নাম্বার ৬৫৪সোহরাওয়ার্দী উদ্যান
মেঘফুল স্টল নাম্বার ৪৩ লিটল ম্যাগ চত্ত্বর বাংলা একডেমী
মূল্যঃ১৯০ টাকা


এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনীর প্রতিষ্ঠাতা নীল সাধু সম্পাদিত গল্পগ্রন্থ মাতাল হাওয়া। বইটিতে থাকছে আমার লেখা একটি গল্প। বইটি আমার নিজের জন্যই সংগ্রহ করার আশা রাখি ।।



বইটি পাওয়া যাবে
প্রকাশনীঃএক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
স্টল নাম্বার ৬৫৪সোহরাওয়ার্দী উদ্যান
মেঘফুল স্টল নাম্বার ৪৩ লিটল ম্যাগ চত্ত্বর বাংলা একডেমী
সবকয়টি বই মেলায় প্রথম দিন থেকেই পাওয়া যাবে।।

সবশেষে পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। আমি একজন পিপীলিকা ।। পিপীলিকার বই কি আপনারা সংগ্রহ করিবেন??

মন্তব্য ৮৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

পার্থ তালুকদার বলেছেন: অভিনন্দন আপু ।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

তারেক_মাহমুদ বলেছেন: শুভ কামনা আপু

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

আটলান্টিক বলেছেন: এক সাথে তিন তিনটা বই B:-)
আপনার জন্য শুভকামনা রইলো :) :)

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

ভাবুক কবি বলেছেন: কবিতায় কবিতায় দেখা হবে
একুশের গ্রন্থ মেলায়,
নতুন বইয়ের গন্ধ শুঁকে তবে
হারাবো নব খেলায়।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

সামিয়া বলেছেন: বাহ চমৎকার আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ।।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

শামচুল হক বলেছেন: অভিনন্দন জানাই

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

কামরুননাহার কলি বলেছেন: শুভেচ্ছা রইরো আপু। আর আপনার বই সংগ্রাহ করবো অবশ্যই।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার।।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

জাহিদ অনিক বলেছেন:


অণ্বেষা মানে খোঁজা, অনুসন্ধান করা।
এই শহরের অলিগলিতে খুঁজে খুঁজে কিছু জীবন পেয়েছেন; পেয়েছেন তাদের বাঁচার বৈচিত্রতা।
সেওব নিয়েই মনে হচ্ছে অণ্বেষা।
শঙ্কিত শহরের নানা প্রাণ নিয়েই মনে হচ্ছে অণ্বেষা!

শুভ কামনা সর্বতা বইএর জন্য। পাঠক প্রিয়তা পাক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছো ভাই আমার।।

অনেক অনেক ধন্যবাদ।।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: এবার আমি প্রতিটা ব্লগারের বই সংগ্রহ করবো।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুরভি ভাবি পাগল, জিনিয়াস ভাইয়া।। :)

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন। আশাকরি আপনার লেখা পাঠকেরা পছন্দ করবেন।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি দেশে থাকলে ভালো হত।। ব্লগারদের বই দেখতেন পড়ে কঠোর কঠোর সমালোচনা করতেন।। :)
ভাল থাকুন।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

নাসরীন খান বলেছেন: পনার জন্য অনেক শুভকামনা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়া্ও । দু’টি বই!
তাই ডাবল অভিনন্দন :)

অনেক অনেক শুভকামনা

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)
ভাল থাকুন।।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ কামনা রইল।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

এস এম মামুন অর রশীদ বলেছেন: শুভেচ্ছা ও সফলতাকামনা। প্রথম বইটির নামে বানান ভুল কেন?

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সামিয়া বলেছেন: অন্বেষা এইভাবেই লিখে ভাইয়া, এটাই শুদ্ধ।।
ধন্যবাদ।।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

মলাসইলমুইনা বলেছেন: সামিয়ার লেখা বই
হবে মজাদার খই,
এক নয়,দুই নয়,বই আসবে তিন
শুভ হোক বই মেলা এবার প্রতিদিন !!

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সামিয়া বলেছেন: এত সুন্দর ছড়া পড়ে
মনটাই গেল ভাই ভরে,
শুভকামনায় কৃতজ্ঞ প্রান।
ভালো থাকুন অবিরাম।।


অনেক অনেক ধন্যবাদ এবং ভাললাগা রইলো।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জনৈক অচম ভুত বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।।

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামিয়া আপু
আপনাকে অভিনন্দন একুশের
গ্রন্থমেলায় আপনার প্রকশিত
গ্রন্থদের আগমনের জন্য।
আমি আপনার উপন্যাসগুলোর
বহুল প্রচার প্রত্যাশা করছি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার আন্তরিক শুভকামনায়য় কৃতজ্ঞতা রইলো ভাইয়া।।
ভাল থাকুন।

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুপ্রিয় লেখিকা,
আপনার বইয়ের নাম ও প্রচ্ছদ আমার খুব ভাল লেগেছে।
আশা করি বইগুলো পাঠকনন্দিত হবে।
আপনার সাফল্য কামনা করি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

সামিয়া বলেছেন: এত সুন্দর করে সাহস দেয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। আপনারা লেখালিখির গুরুজন, আপনাদের কাছ থেকে অনেক শেখার বাকি। এভাবেই পাশে থাকবেন। বইয়ের কভার, নাম আপনার ভাল লেগেছে এটা জেনেই আনন্দ আনন্দ লাগছে।। অনেক অনেক ধন্যবাদ।।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: অনেক অনেক অভিনন্দন।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সামিয়া বলেছেন: আরেহ বাহ!!!

বেশ সুন্দর করে সাহস ও শুভেচ্ছা জানালেন। ভালোলাগছে।।

ভাল থাকুন সব সময়।। ধন্যবাদ।।

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

রিএ্যাক্ট বিডি বলেছেন: ভালো লাগছে

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

সামিয়া বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।।

২১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ডাবল অভিনন্দন। শুভ কামনা রইলো।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন:

লেখককে অগ্রীম শুভেচ্ছা জানাই। সাফল্যমণ্ডিত হোক আপনার আয়োজন! শুভকামনা!

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।।

ভালো থাকুন । শুভকামনা আপনাকেও।।

২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন: দার্শনিক কুঁড়ের বাদশার জন্য সৌজন্য কপি পাঠিয়ে দিও ! :)


শুভকামনা রইল।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

সামিয়া বলেছেন: আহাহাহ ভাই আমার বোনটির সাথে সাক্ষাৎ করবার ইচ্ছা নাই নাকি? পাঠিয়ে দিও মানে কি?? তাও আবার সৈজন্য কপি চাইছ !! ছোট ভাইগুলা বই না কিনলে আমার বই কিনবে কে!! মেলা শুরু হবার আগেই আমি ফ্লপ!!

২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

নাগরিক কবি বলেছেন: শুভকামনা আপু

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: আপনার মন্তব্য বিভ্রান্তিকর: বইয়ের প্রচ্ছদে দেখাচ্ছে "অণ্বেষা", আপনি মন্তব্যে বলছেন "অন্বেষা"। কোনটিকে সঠিক মনে করছেন আপনি?

আপনার বইয়ের প্রচ্ছদে বানান ভুল। আপনি অভিধান খুলে দেখতে পারেন। তাতে সন্দেহ নিরসন হবে, আপনার বইও দৃষ্টিকটু লাগবে না।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

সামিয়া বলেছেন: মূর্ধন্য ণ দন্ত্য ন পার্থক্য তো!! ওটা কোন বানান ভুল না চরিত্রের নামের বানান যে কোন রকম হতে পারে।।

বই নির্ভুল হোক ভুল হোক কিছু সংখ্যক মানুষ ভুল ধরবেই তাদের কাছে সবকিছু দৃষ্টি কটু লাগবেই। কিছু মানুষ নিজেরটা ছাড়া যে কারোটা খারাপ বলেই অভ্যস্ত ।।

২৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

দীপঙ্কর বেরা বলেছেন: শুভ কামনা

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ

২৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বহস্তে হয়তো বইটি সংগ্রহ করতে পারবো না। তবে ইচ্ছার জানান দিয়ে গেলাম বইটি সংগ্রহ করবো।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ একজন সহ ব্লগারের কাছ থেকে এরকম কমেন্ট অনেক আনন্দ দেয়।।

ভালো থাকুন সর্বদা

২৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

সাফাত আহমদ চৌধুরী বলেছেন: বইয়ের নাম শুনেই ভালো লাগছে, অনেক ভালো লিখছেন, বই না পড়েই বলতে পারছি । আমি সিলেটে থাকি, যখন সিলেটে বইমেলা হবে, সেখান থেকে আপনার বই খুঁজে সংগ্রহ করবো ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সামিয়া বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ভালো থাকুন ।।

২৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: বইমেলা নিয়ে প্রচন্ড আগ্রহ আর আমার খুব প্রিয় মেলা হলেও জীবনে মাত্র একবার যেতে পেরেছি এই প্রানের মেলায়।
কি অবাক হয়ে চারপাশ ঘুরে দেখছিলাম।বই যেমন আমার প্রিয় তেমনই চারিদিকে বইয়ের সমাহার এমন একটা জায়গা দেখে শিহরিত হচ্ছিলাম।
কিন্তু কি দূর্ভাগ্য নিজের ইচ্ছে মত বই কিনতে পারিনি।কেন পারিনি সেটা তো আর বলতে হবে না আপু?
যারা বই পিপাসু, আর বই পড়তে ভালবাসে তাদেরকে বই মেলার সব বই কিনে দিলেও মনে হয় তারা তৃপ্তি পাবে না।
সত্যি বলতে কি বই মেলায় গিয়ে বই কিনতে না পারলে আমার কাছে তেমন কোন তৃপ্তি নেই।প্রত্রিকার পাতায় কত বইয়ের বিজ্ঞাপন দেখি আর ভিষন মন খারাপ করে বসে থাকি।
আপনার জন্য অনেক শুভকামনা রইল ইতি আপু।ব্লগে অনেকের বই বেরিয়েছে সে গুলো পড়ার ইচ্ছে আছে।
সবার বই হয়তো কিনতে পারব না তবে কিছু বই সংগ্রহের ইচ্ছে আছে।
অপ্রয়োজনীয় অনেক কথা বলে ফেলেছি।মনে হয় আমার মূল কথাটি বুঝবেন?

৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

সামিয়া বলেছেন: মুল কথাটি না বোঝার কিছু নেই। খুব সুন্দর করে অল্প কথায় মনের ভাব প্রকাশ করলে ।।

অনেক অনেক ধন্যবাদ ভাই আমার।। বই পড়ার অভ্যাসের মত ভালো অভ্যাস পৃথিবীতে আর একটিও নেই।।

৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

হাসান রাজু বলেছেন: "অন্বেষা" আমার বোনের

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

হাসান রাজু বলেছেন: "অন্বেষা" আমার বোনের নাম । উপচে পড়া শুভ কামনা থাকল ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: তাই!! খুব সুন্দর নাম।।

অসংখ্য ধন্যবাদ

ভালো থাকুন ।।

৩২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

নীলপরি বলেছেন: অভিনন্দন আপনাকে ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ , শুভকামনা।।

৩৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

রিক্ত সিন্ধু মেহেদী বলেছেন: ইতি, নিশ্চয় ভালো আছেন? বইমেলায়তো আর যাওয়া হয়না,যদি একটা কবিতা পোষ্ট করতেন তাহলে হয়তো গ্রন্থের স্বাদ আস্বাদন করতে পারতাম। ধন্যবাদ,,,,,

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: আমিতো কবিতার বই বের করিনি ভাইয়া, একটি গল্পের বই আরেকটি উপন্যাস ।।
ধন্যবাদ
ভালো থাকুন ।।

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: অভিনন্দন সামিয়াপু-বই গুলার সাফল্য কামনা করছি

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন ।।

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: হিমু ভাগ্য ভালো অনেক মানুষ এর সংস্পর্শে আসা যায় । কিন্তু হিমু চরিত্র টা ভালো লাগে না । সব কিছু তে উদাসীন ,শেষ এর দিকে হিমুর বই আর ইচ্ছে করে পড়া হতো না ।
আপনার অন্বেষা গল্পটা পড়ার প্রতি তীব্র আকর্ষন অনুভব করছি ।
অনেক অনেক শুভকামনা রইলো আপু ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

সামিয়া বলেছেন: বেশ বলেছ ডিয়ার , তবে হিমু যেমনই হোক মিসির আলি যেমনই হোক কখনো একঘেয়েমি আসেনি।।

অসংখ্য ধন্যবাদ তোমাকে।।

৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একসাথে এতগুলো বই! আপনি আমাদের গর্বের অংশ, সামিয়া ইতি। আগাম শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: আহাহা এতোগুলো নাতো ভাইয়া মোটে দুইটা , আরেকটা তো নীল ভাইয়ার সম্পাদিত বই আমি বাদেও তাতে অনেকের গল্প আছে।।
অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সবসময় ।।

৩৭| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

তরুন ইউসুফ বলেছেন: শুভ কামনা।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন ।।

৩৮| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন জানবেন।

পাঠক প্রিয়তা কামনা করছি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সবসময় ।।

৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই কিনবো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,,
কি বলবো বুঝতে পারছিনা।।
মেলায় এলে দেখা হবে, ভালো থাকুন।।

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আমার

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

মনিরা সুলতানা বলেছেন: অভিজ্ঞতা অনেকের ই থাকে ,কত জন তা পরিবেশন করতে পারে বল !!!!
আবার ও অভিনন্দন শুভ কামনা !!
ভালোবাসা ইতমনি ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

সামিয়া বলেছেন: প্রথম লাইনটা ও আমার বান্ধবী বলেছিল, যদিও সে সেদিন আমার অনেক বকা খেয়েছে সেদিন।। B-)

অনেক অনেক ধন্যবাদ আপু, পাশে থাকার জন্য , সাহস দেয়ার জন্য ।।

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০

সোহানী বলেছেন: Wow.... congratulations. I'll try to collect it.

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২১

সামিয়া বলেছেন: That's so sweet of you my dear sister .।

Thanks

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

এম এম করিম বলেছেন: অভিনন্দন ও শুভকামনা।
আশা করি আপনার বইগুলো সমাদৃত হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
ভালো থাকুন সবসময়.

৪৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন ইতি

মেলায় গেলে কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ
প্রিয় আপু।।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

সৈয়দ ইসলাম বলেছেন: শুভকামনা থাকলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

সামিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.