নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগের স্বত্বাধিকারী সামিয়া

সামিয়া

Every breath is a blessing of Allah.

সামিয়া › বিস্তারিত পোস্টঃ

মানুষ মাত্রই ভুল

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০



যখন মানুষের ভুল ধরি ;
ভুল ধরতেই থাকি।
কথা বলতে বলতে
আর থামিনা
শুধু শুনাইয়া যাই
কথা শুনাইতে যে আনন্দ সেই আনন্দ
তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।

ভালোরে খারাপ বইলা
খারাপেরে ভালো বইলা
হাজারো কথা শুনাই ।
সেই কথা যে মন গড়া হইতে পারে
সেই কথা যে সঠিক না তাও হইতে পারে
সেই কথা যে বিরক্তিকর হইতে পারে
সেই কথা যে প্রলাপের থেকেও জঘন্য হইতে পারে
সেই কথা যে কারো মন ভাঙ্গতে পারে
সেই কথা যে কারো ধ্বংসের কারন হইতে পারে
সেই কথা যে এক সময় কাংক্ষিত থাকা
সীমা পার হইবার পর
মনে হইতেছে হইতে পারে,
সেই কথা যে অন্যজন পারবে কেন
এই রকম হিংসার হইতে পারে।
কে বুঝাইবে!!

সেও আমার মতন বঞ্চিত থাকুক।
সেও আমার মতন না পারুক।
সেও আমার মতন অকার্যকর হোক।
তারে ;
তার সাকসেসরে ঘৃণা কইরা
মনের অক্ষমতা ঢাকার বিফল চেষ্টায় মত্ত হইতে হইতে
নানান রকম কথা শুনাইতে যে আনন্দ
তাহাও তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।

মানুষের ভুল ধরায় বেজায় শান্তি
মানুষের ভুল ধরি হাঁটতে চলতে
রাস্তায় সিনেমায় বইমেলায়
রেস্তোরায়, নিজ দেশে,
কথায় কথায় চিন্তায় চেতনায়।

ভার্চুয়াল যে একটা দুনিয়া আছে
বিশাল দুনিয়া
সেই দুনিয়ায় ও কাউরে ছাড়িনা ।
কি লাভ ছাইড়া দিয়া।
কি লাভ শান্তিতে থাকতে দিয়া।

কাউরে মানুষ ভাবতে ভাবতেই দিন সারা
দুই চারটা শব্দ লিখছে যে
তার উত্তরে প্রতি উত্তরে যা খুশি ভৎসনা করতে পারি।
মনিটরের অপরপ্রান্তে কি কোন মানুষ আছে নাকি!!
এ্যা!
কিভাবে ওটা মানুষ হয় !!
মনিটরে তো মানুষ দেখিনা
শব্দ দেখি;
একটা একটা শব্দ মিলে বাক্য
সেই বাক্যগুলোকে পড়তে পড়তে
বুঝতে পারি,
দীনহীন এই জাতির মাথায় গোবর ।
বাংলাদেশে জন্মাইছি বইলা
দেশরে ভালোবাসি বইলা
জাতি তুইলা গালি দিতে যে আনন্দ
তাও তাবৎ দুনিয়ায় আর কিছুতে নাই।


স্বর্গে বসবাসের সুখ
কি বুঝবে নরকের পাল।।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোতেই মনে হয় আমরা বেশি পটু।
আত্বঅহংকার কমাতে পারলে মানুষকে মানুষ হয়ে উঠতে বেশি সময় লাগবে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

সামিয়া বলেছেন: খুব সুন্দর বলেছ ভাইয়া।।

শুভকামনা।।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমাদের জন্মগত স্বভাবটাই এমন। ভাল লিখেছেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৫

আটলান্টিক বলেছেন: স্বর্গে বসবাসের সুখ
কি বুঝবে নরকের পাল

সুন্দর বলেছেন সামিয়া আপা :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩২

সামিয়া বলেছেন: ধন্যবাদ।
তবে আমি আপনার আপা না, আপনি সন্মান জানানের জন্য যদি আপা বইলা থাকেন তাহলে বলবো আপু বলতে তাও বলতে না চাইলে জনাবা বলবেন জনাবা।। =p~

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২০

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর হয়েছে আপু

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

সামিয়া বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০১

অয়ি বলেছেন: এটা কী কবিতা ? নাকী কবিতার মত করে মানুষের বৈশিষ্ট ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

সামিয়া বলেছেন: কবিতা। ছন্দ মেলাতে চাইলে হাজার রকম মেলানো যায় তবে সব ছন্দই কবিতা নয়, ব্লগে আপনি নতুন না নতুনের বেশে পুরানো কেউ?
ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫০

অয়ি বলেছেন: ব্লগ পাঠক হিসেবে আমি পুরনো । তাই পুরনো বলতে পারেন । আপনাদের অনেকের লেখা পড়ি । সাইন আপ করলাম লেখা আর মন্তব্য করার জন্য ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

সামিয়া বলেছেন: ভালো করেছেন সাইন আপ করে, আশা করি এখানে সবার সাথে আপনার সময় ভালো কাটবে। তবে আমি কিন্তু মাঝে মাঝে খোঁচা খুচি করি হুহুহুহু :)

ভালো থাকুন, শুভকামনা।।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে আপি

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২

সামিয়া বলেছেন: ধন্যবাদ মাই ডিয়ার আপু।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: খাপ ছাড়া লাগলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

সামিয়া বলেছেন: আমি তো বেশ ভেবে ভেবে লিখেছি, খাপছাড়া কেন লাগছে বুঝতে পারছিনা। একটা কবিতার সাইটে পোষ্ট করেছি সেখানকার প্রবীন নাম করা কবিরা ও অনেক প্রশংসা করেছেন দেখুন

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর বলেছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

সামিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


ভুল ধরাই ভুল মানুষের কাজ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

সামিয়া বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

জাহিদ অনিক বলেছেন:

ভুল সবই ভুল--------------
দুনিয়াটাই একটা ভুল পাপের ফসল।
নক্ষত্র তাই বুকে আগুন ধরে জ্বলে ---------

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

সামিয়া বলেছেন: :) :)

ধন্যবাদ ।শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.